Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 94

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 94

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 94
General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 94

বাংলা জিকে ডায়েরি 📘

General Knowledge in Bengali এর এই পর্বে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।

General Knowledge in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং General Knowledge in Bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


General Knowledge in Bengali Part 94


১। মানবদেহের কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়?


➥ বৃক্ক।


২। ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রধান কারণ কোন গ্যাস?


➥ মিথাইল আইসোসায়ানেট (ফর্মুলা C2H2NO)।


৩। উদ্দীপকে তীব্রতা অনুসারে উদ্ভিদের যে ধরনের চলন হয়, তাকে কি বলে?


➥ ন্যাস্টিক চলন।


৪। সিনেমা প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?


➥ অবতল।


৫। কস্টিক সোডার সঙ্গে কোন তেল মিশিয়ে উত্তপ্ত করলে সাবান তৈরি হয়?


➥ তিসির তেল।

 

৬। ইথিলিন ও সালফার মনোক্লোরাইডের বিক্রিয়ায় কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়?


➥ মাস্টার্ড গ্যাস (ফর্মুলা C4H8Cl2S)।


৭। শব্দের তীব্রতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?


➥ অডিওমিটার।


৮। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?


➥ কালো।


৯। কাঁচ উত্তপ্ত করলে তা ফেটে যাওয়ার কারণ কী?


➥ কাঁচ তাপের কুপরিবাহী।


১০। বাংলার নবাব সিরাজউদ্দৌলা কত সালে কলকাতায় ব্রিটিশ কারখানা আক্রমণ করেন?


➥ ১৭৫৬ সালের ৪ জুন (প্রথম কাশিমবাজার কুঠি দখল করেন তিনি)।


১১। কোন ব্রিটিশ অফিসার কানপুরে ১৮৫৭ সালের বিদ্রোহ দমন করেছিলেন?


➥ কলিন ক্যাম্পবেল।


১২। রাম মোহন রায়'কে 'রাজা' উপাধি দিয়েছিলেন কে?


➥ মোগল সম্রাট দ্বিতীয় আকবর।


১৩। গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন?


➥ ৩৫ (বোধগয়ায় বোধি বৃক্ষের নীচে ধ্যান করার সময় তিনি নির্বাণ লাভ করেন)।


১৪। ঋগ্বেদের কোন মণ্ডলে 'গায়ত্রী মন্ত্র' উল্লেখ আছে?


➥ তৃতীয় (এই মণ্ডলে ৬২টি স্তোত্র রয়েছে)।


১৫। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মে দীক্ষা নেন?


➥ জৈন।


১৬। 'চান্দাওয়ারের যুদ্ধ' ১২ শতকের শেষ দশকে কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল?


➥ মহম্মদ ঘোরি ও জয়চাঁদ (১১৯৪ সাল)।


১৭। কে তান্না মিশ্র'র নাম বদল করে তানসেন করেন?


➥ গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ।


১৮। মগধের কোন রাজার উপাধি ছিল 'শ্রেণিক'?


➥ বিম্বিসার।


১৯। 'মহারানীর ঘোষণাপত্র' কবে প্রকাশ করা হয়?


➥ ১৮৫৮ সালের ১ নভেম্বর (এলাহাবাদে এক দরবারে)।


২০। কোন মাটি খনিজ পদার্থে সমৃদ্ধ?


➥ পলিমাটি।


২১। ভারতের কোন শহর 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত?


➥ কোয়েম্বাটুর (টেক্সটাইল শিল্পে শহরটির একটি প্রধান উৎপাদন ও অর্থনীতি রয়েছে)।


২২। ভারতের সবথেকে উঁচু নিরবিচ্ছিন্ন জলপ্রপাত কোনটি?


➥ যোগ জলপ্রপাত (উচ্চতা ২৫৩ মিটার)।


২৩। 'কালো বিপ্লব' কথাটি কি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত?


➥ অপরিশোধিত তেল।


২৪। ভারতের কোন রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে?


➥ মহারাষ্ট্র (২০২১ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,১৭৩ মেগাওয়াট)।


২৫। 'সালাল' প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত?


➥ চেনাব (এটি একটি জলবিদ্যুৎ কেন্দ্র)।


২৬। কোন অপ্রচলিত শক্তির উৎস অর্থনৈতিকভাবে সব থেকে বেশি কাজে লাগানো যায়?


➥ সৌর শক্তি।


২৭। ২০১১ সালের জনগননা অনুসারে, ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম?


➥ অরুণাচল প্রদেশ (প্রতি বর্গকিলোমিটারে ১৭ জন)।


২৮। হলদিয়ায় বন্দর গড়েওঠার কারণ কি?


➥ গভীর পোতাশ্রয়।


২৯। দাক্ষিণাত্যের মালভূমি কোন পাথর দিয়ে গঠিত?


➥ ব্যাসল্ট।


আরো পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 93

Bengali GK Quiz - 3 (Bengali GK Question)

PSC Miscellaneous GK in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad