PSC Miscellaneous GK in Bengali - Set 15
PSC Miscellaneous GK in Bengali - Set 15 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous GK in Bengali - Set 15 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।
PSC Miscellaneous GK in Bengali
1. World TB Day কবে পালিত হয়?
(a) 22 এপ্রিল
(b) 22 মার্চ
(c) 24 মার্চ
(d) 21 মার্চ
উত্তরঃ- (c) 24 মার্চ
2. 2024 Women Asia Cup T20 Cricket কোন দেশ চ্যাম্পিয়ন হলো?
(a) শ্রীলংকা
(b) বাংলাদেশ
(c) ভারত
(d) পাকিস্তান
উত্তরঃ- (a) শ্রীলংকা
3. দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোন সদস্যদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে-
(a) লোকসভার স্পিকারের
(b) মুখ্য নির্বাচন কমিশনারের
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
(d) রাষ্ট্রপতির
উত্তরঃ- (a) লোকসভার স্পিকারের
4. কার্বলিক অ্যাসিড নিম্নলিখিত কোন নামে পরিচিত?
(a) অ্যাসেটিক অ্যাসিড
(b) ব্রিমেন
(c) ফেনল
(d) ব্রাইন
উত্তরঃ- (c) ফেনল
5. 2023 সালে প্রকাশিত 'Global Hunger Index' অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত?
(a) 106
(b) 107
(c) 111
(d) 125
উত্তরঃ- (c) 111
6. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত?
(a) টিটেনাস
(b) ডেঙ্গু
(c) ডিপথেরিয়া
(d) নিউমোনিয়া
উত্তরঃ- (d) নিউমোনিয়া
7. প্রথম দলিত রাষ্ট্রপতি হলেন-
(a) কে আর নারায়ণ
(b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(c) দ্রৌপদী মুর্মু
(d) নীলম সঞ্জীব রেড্ডি
উত্তরঃ- (a) কে আর নারায়ণ
8. ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
(a) রাজ্যের মুখ্যমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) রাজ্যের মন্ত্রীপরিষদ
(d) রাজ্যের আইনসভা
উত্তরঃ- (b) রাষ্ট্রপতি
9. নিম্নলিখিত কোন সুলতানের সময় দিল্লির সুলতানি যুগ বৃহত্তম অঞ্চলের অধিকারী হয়েছিল?
(a) ইলতুৎমিস
(b) বলবন
(c) আলাউদ্দিন খলজী
(d) মহম্মদ বিন তুঘলক
উত্তরঃ- (c) আলাউদ্দিন খলজী
10. ভাগরা নাঙ্গাল জলধর নিম্নোক্ত কোন নদীর উপরে অবস্থিত?
(a) বিপাশা
(b) শতদ্রু
(c) ঝিলাম
(d) সিন্ধু
উত্তরঃ- (b) শতদ্রু
(ads1)
11. মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(a) আচার্য জে বি কৃপালিনী
(b) সরদার প্যাটেল
(c) মৌলানা আজাদ
(d) জওহরলাল নেহেরু
উত্তরঃ- (a) আচার্য জে বি কৃপালিনী
12. 'Fearless Governance' পুস্তকটি কে লিখেছেন?
(a) রঘুরাম রাজন
(b) বিমল জালান
(c) কিরণ বেদি
(d) সুব্রামানিয়াম স্বামী
উত্তরঃ- (c) কিরণ বেদি
13. ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত?
(a) নভসেবা
(b) কান্ডালা
(c) কোচিন
(d) বিশাখাপত্তনম
উত্তরঃ- (d) বিশাখাপত্তনম
14. ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ)?
(a) মৌর্য যুগ
(b) গুপ্ত যুগ
(c) পাল যুগ
(d) দিল্লি সুলতানি
উত্তরঃ- (b) গুপ্ত যুগ
15. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো?
(a) চীন
(b) ইরান
(c) রাশিয়া
(d) সুমের
উত্তরঃ- (d) সুমের
16. তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে?
(a) অলবেরুনী
(b) আমির খসরু
(c) তানসেন
(d) সৈয়দ আলাওল
উত্তরঃ- (b) আমির খসরু
17. ছত্রিশগড়ের ভিলায় লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তরঃ- (b) দ্বিতীয়
18. নারকেল উৎপাদনে প্রথম কোন রাজ্য?
(a) কর্ণাটক
(b) গোয়া
(c) কেরালা
(d) তামিলনাড়ু
উত্তরঃ- (a) কর্ণাটক
19. কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) 1857
(b) 1774
(c) 1862
(d) 1781
উত্তরঃ- (c) 1862
20. কোনও বিল অর্থবিল কিনা তা কে ঠিক করেন?
(a) রাষ্ট্রপতি
(b) লোকসভার অধ্যক্ষ
(c) উপরাষ্ট্রপতি
(d) অর্থমন্ত্রী
উত্তরঃ- (b) লোকসভার অধ্যক্ষ
(ads2)
21. 2011 Census - India এর সর্বাধিক জনবহুল জেলা কোনটি?
(a) উত্তর 24 পরগনা
(b) থানে
(c) ব্যাঙ্গালোর
(d) দিল্লি
উত্তরঃ- (b) থানে
22. কনিষ্কের রাজসভায় তার প্রধান পুরোহিত কে ছিলেন?
(a) বসুমিত্র
(b) অশ্বঘোষ
(c) সংঘরক্ষ
(d) নাগার্জুন
উত্তরঃ- (c) সংঘরক্ষ
23. কন্যাশিশু হত্যা নিবারণ আইন চালু হয় নিম্নের কার সময়?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড মেয়
(d) জন লরেন্স
উত্তরঃ- (c) লর্ড মেয়
24. মনিটারি পলিসি কমিটির সভাপতি কে?
(a) ভারতের অর্থমন্ত্রী
(b) ভারতের প্রধানমন্ত্রী
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
উত্তরঃ- (d) গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
25. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় নিম্নের কোন বড়লাটের আমলে?
(a) লর্ড ওয়েলেসলি
(b) ওয়ারেন্ট হেস্টিংস
(c) লর্ড ক্লাইভ
(d) লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ- (b) ওয়ারেন্ট হেস্টিংস
26. পৃথিবীর গভীরতম অরণ্য কোথায় অবস্থিত?
(a) আমাজন অববাহিকায়
(b) কানাডিয়ান অববাহিকায়
(c) পম্পাস অববাহিকায়
(d) আমেরিকান অববাহিকায়
উত্তরঃ- (a) আমাজন অববাহিকায়
27. Durand Cup 2024 কে জয়লাভ করলো?
(a) মোহনবাগান SG
(b) বেঙ্গালুরু এফসি
(c) কেরালা এফসি
(d) নর্থইস্ট ইউনাইটেড
উত্তরঃ- (d) নর্থইস্ট ইউনাইটেড
28. নিচের কোনটি খারিফ শস্য?
(a) শসা
(b) আলু
(c) গম
(d) পাট
উত্তরঃ- (d) পাট
29. 'বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দর' নিম্নের কোথায় অবস্থিত?
(a) হায়দ্রাবাদ
(b) নাগপুর
(c) ভুবনেশ্বর
(d) বেঙ্গালুরু
উত্তরঃ- (b) নাগপুর
30. কেলভিন কিসের একক?
(a) ভর
(b) তাপমাত্রা
(c) তাপ
(d) কম্পন
উত্তরঃ- (b) তাপমাত্রা
Read More...
🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 14
🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 13
🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 12
Please do not enter any spam link in the comment box.