PSC Miscellaneous GK in Bengali - Set 14
PSC Miscellaneous GK in Bengali - Set 14 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous GK in Bengali - Set 14 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।
PSC Miscellaneous GK in Bengali
1. এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি?
(a) হরিসেন
(b) সমুদ্রগুপ্ত
(c) বল্লাল সেন
(d) দ্বিতীয় পুলকেশী
উত্তরঃ- (b) সমুদ্রগুপ্ত
2. বিশ্ব অরণ্য দিবস পালিত হয়-
(a) ২১ শে ফেব্রুয়ারি
(b) ২১ শে মার্চ
(c) ২১ শে মে
(d) ২২ শে সেপ্টেম্বর
উত্তরঃ- (b) ২১ শে মার্চ
3. দাঁতের ক্ষয়রোধের জন্য দাঁতের মাজনে কি ব্যবহার করা হয়?
(a) সোডিয়াম মনোফ্লুরো ফসফেট
(b) সোডিয়াম ডাইফ্লুরো ফসফেট
(c) ম্যাগনেসিয়াম ফ্লুরাইড
(d) কপার ফ্লুরাইড
উত্তরঃ- (a) সোডিয়াম মনোফ্লুরো ফসফেট
4. বাস্তুতন্ত্রের আঙ্গিকে চিংড়ি একট-?
(a) জুপ্ল্যাংকটন
(b) নেকটন
(c) ফ্লোরা
(d) বেনথস
উত্তরঃ- (b) নেকটন
5. Gastric Juice কি প্রকৃতির হয়?
(a) ক্ষারীয়
(b) আম্লিক
(c) প্রশম
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) আম্লিক
6. ভারতের পূর্বতম রাজ্যের নাম কি?
(a) নাগাল্যান্ড
(b) আসাম
(c) মেঘালয়
(d) অরুণাচল প্রদেশ
উত্তরঃ- (d) অরুণাচল প্রদেশ
7. মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত?
(a) 12 জোড়া
(b) 10 জোড়া
(c) 31 জোড়া
(d) 43 জোড়া
উত্তরঃ- (d) 43 জোড়া
8. প্রাচীন পলিযুক্ত মৃত্তিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয়?
(a) বেট
(b) ধায়া
(c) ভাঙ্গর
(d) খাদার
উত্তরঃ- (c) ভাঙ্গর
9. নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন হওয়া কোন হল-
(a) দ্রাঘিমাংশ
(b) অক্ষাংশ
(c) মেরু স্থানঙ্ক
(d) আয়ত স্থানাঙ্ক
উত্তরঃ- (b) অক্ষাংশ
10. আন্তর্জাতিক তারিখরেখা সম্প্রসারিত হয়েছে-
(a) 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে
(b) 0° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে
(c) নিরক্ষরেখাকে অনুসরণ করে
(d) কর্কটক্রান্তিরেখার অনুসরণ করে
উত্তরঃ- (a) 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে
(ads1)
11. 'বস্তার দশেরা' উৎসব নিম্নের কোথায় দেখা যায়?
(a) হিমাচল প্রদেশ
(b) জম্মু-কাশ্মীর
(c) উত্তরাখণ্ড
(d) ছত্রিশগড়
উত্তরঃ- (d) ছত্রিশগড়
12. 'ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ' বলা হয় নিম্নের কোন শিল্পকে?
(a) সিমেন্ট শিল্প
(b) পাট শিল্প
(c) চিনি শিল্প
(d) লৌহ ও ইস্পাত শিল্প
উত্তরঃ- (d) লৌহ ও ইস্পাত শিল্প
13. কোন জৈব যৌগটি অন্য তিনটি যৌগের ন্যায় একই সমগনীয় সারির অন্তর্গত নয়?
(a) CH₄
(b) C₄H₈
(c) C₂H₆
(d) C₃H₈
উত্তরঃ- (b) C₄H₈
14. বাল্মিকী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
(a) বিহার
(b) উত্তর প্রদেশ
(c) পশ্চিমবঙ্গ
(d) গুজরাট
উত্তরঃ- (a) বিহার
15. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
(a) গিয়াসউদ্দিন তুঘলক
(b) মুহাম্মদ বিন তুঘলক
(c) ফিরোজশাহ তুঘলক
(d) নাসিরউদ্দিন মামুদ শাহ
উত্তরঃ- (a) গিয়াসউদ্দিন তুঘলক
16. নিম্নলিখিত নদী গুলির মধ্যে রিহান্দ কোন নদীর উপনদী?
(a) গঙ্গা
(b) শোন
(c) চম্বল
(d) যমুনা
উত্তরঃ- (b) শোন
17. মন্দাকিনী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে?
(a) রুদ্র প্রয়াগ
(b) এলাহাবাদ
(c) দেবপ্রয়াগ
(d) কর্ণপ্রয়াগ
উত্তরঃ- (a) রুদ্র প্রয়াগ
18. কোন ধরনের শব্দ শব্দদূষণ সৃষ্টি করে?
(a) সুরযুক্ত শব্দ
(b) মৃদু শব্দ
(c) সুরবর্জিত শব্দ
(d) কথাবার্তার শব্দ
উত্তরঃ- (c) সুরবর্জিত শব্দ
19. লাহুল ও কুলু উপত্যকার মধ্যে যোগাযোগ মাধ্যম হল-
(a) রোহটাং গিরিপথ
(b) হিমালয় গিরিপথ
(c) কারাকোরাম গিরিপথ
(d) খাইবার গিরিপথ
উত্তরঃ- (a) রোহটাং গিরিপথ
20. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ?
(a) 77.08
(b) 82.67
(c) 74.04
(d) 71.16
উত্তরঃ- (a) 77.08
(ads2)
21. বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
(a) জম্মু-কাশ্মীর
(b) লাদাখ
(c) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(d) দিল্লি
উত্তরঃ- (b) লাদাখ
22. ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি?
(a) নাগপুর
(b) উত্তরাখণ্ড
(c) হিমাচল প্রদেশ
(d) জম্মু-কাশ্মীর
উত্তরঃ- (c) হিমাচল প্রদেশ
23. ফারেনহাইট স্কেলে পরমশূন্য তাপমাত্রার মান কত হবে?
(a) -459.4°F
(b) -273°F
(c) -409.5°F
(d) 212°F
উত্তরঃ- (a) -459.4°F
24. 21শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়?
(a) স্বাস্থ্য দিবস
(b) হেপাটাইটিস দিবস
(c) মাতৃভাষা দিবস
(d) জনসংখ্যা দিবস
উত্তরঃ- (c) মাতৃভাষা দিবস
25. কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয়?
(a) 4ঠা জুলাই
(b) 3রা জানুয়ারি
(c) 21শে মার্চ
(d) 22শে ডিসেম্বর
উত্তরঃ- (a) 4ঠা জুলাই
26. ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত?
(a) দেরাদুন
(b) মহীশূর
(c) সিমলা
(d) চেন্নাই
উত্তরঃ- (c) সিমলা
27. JPEG-এর সঠিক পুরো নাম কি?
(a) Joint Pixel Export Group
(b) Joint Photography Export Group
(c) Joint Pixel Experts Group
(d) Joint Photographic Experts Group
উত্তরঃ- (d) Joint Photographic Experts Group
28. ভারতের কোথায় সোনা পাওয়া যায়?
(a) কোলার
(b) ক্ষেত্রী
(c) সোলাপুর
(d) পান্সা
উত্তরঃ- (a) কোলার
29. ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) হায়দ্রাবাদ
(b) লখনৌ
(c) ধানবাদ
(d) দেরাদুন
উত্তরঃ- (a) হায়দ্রাবাদ
30. BRICS এর সদস্য নয় নিম্নের কোন দেশটি?
(a) ব্রাজিল
(b) রাশিয়া
(c) দক্ষিণ আফ্রিকা
(d) থাইল্যান্ড
উত্তরঃ- (d) থাইল্যান্ড
Read More...
🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 13
🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 12
🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 11
Please do not enter any spam link in the comment box.