Ads Area

PSC Miscellaneous GK in Bengali - Set 13

PSC Miscellaneous GK in Bengali - Set 13

PSC Miscellaneous GK in Bengali - Set 13
PSC Miscellaneous GK in Bengali - Set 13

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous GK in Bengali - Set 13 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous GK in Bengali


1. মানুষের দুধ দাঁতের সংখ্যা-


(a) 28টি

(b) 29টি

(c) 20টি

(d) 32টি


উত্তরঃ- (c) 20টি


2. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে কোনটি ক্ষরিত হয়?


(a) টেস্টোস্টেরন

(b) ইস্ট্রোজেন

(c) ইনসুলিন

(d) প্রোজেস্টেরন


উত্তরঃ- (c) ইনসুলিন


3. চোর বংশের সরকারি ভাষা কি ছিল?


(a) পালি

(b) প্রাকৃত

(c) তেলেগু

(d) তামিল


উত্তরঃ- (d) তামিল


4. 'ব্রজসূচি' কে রচনা করেছেন?


(a) কৌটিল্য

(b) অশ্বঘোষ

(c) বসুমিত্র

(d) কাত্যায়ন 


উত্তরঃ- (b) অশ্বঘোষ


5. পানিনি রচিত 'অষ্টাধ্যায়ী'তে নিম্নের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে?


(a) তেলেগু ভাষার ব্যাকরণ

(b) সংস্কৃত ব্যাকরণ

(c) হিন্দি ভাষার ব্যকরণ

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (b) সংস্কৃত ব্যাকরণ


6. 'দায়ভাগ' গ্রন্থটি কার রচনা?


(a) ভবদেব ভট্ট

(b) ভবমূর্তি

(c) জিমূতবাহন

(d) বল্লাল সেন


উত্তরঃ- (c) জিমূতবাহন


7. ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়?


(a) চন্দ্রগুপ্ত মৌর্য

(b) মহাপদ্মনন্দ

(c) প্রথম কনিষ্ক

(d) সমুদ্রগুপ্ত


উত্তরঃ- (a) চন্দ্রগুপ্ত মৌর্য


8. 'প্রাচীন ভারতের মিলটন' কাকে বলা হয়?


(a) সমুদ্রগুপ্ত

(b) অশ্বঘোষ

(c) কালিদাস

(d) কৌটিল্য


উত্তরঃ- (b) অশ্বঘোষ


9. নিম্নের কাকে 'দ্বিতীয় বুদ্ধ' বলা হয়?


(a) অশোক

(b) কনিষ্ক

(c) অতীশ দীপঙ্কর

(d) হর্ষবর্ধন


উত্তরঃ- (c) অতীশ দীপঙ্কর


10. 'ভর × ত্বরণ' হল-


(a) বল

(b) কার্য

(c) ঘাত

(d) ভরবেগ


উত্তরঃ- (a) বল

(ads1)

11. 'বল × বেগ' কে বলা হয়-


(a) কাজ

(b) শক্তি

(c) ক্ষমতা

(d) ভরবেগ


উত্তরঃ- (c) ক্ষমতা


12. গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?


(a) গোপালকৃষ্ণ গোখলে

(b) লিও টলস্টয়

(c) রাজা গোপালাচারী

(d) দাদা আব্দুল্লাহ


উত্তরঃ- (b) লিও টলস্টয়


13. গান্ধীজী 'কাইজার-ই-হিন্দ' স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে?


(a) 1918

(b) 1919

(c) 1920

(d) 1922


উত্তরঃ- (c) 1920


14. গান্ধীজী 'নাইটহুড' উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কোন সালে?


(a) 1918

(b) 1919

(c) 1920

(d) 1922


উত্তরঃ- (b) 1919


15. 'তিন কাঠিয়া' ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল?


(a) রেশম চাষ

(b) নীল চাষ

(c) মৎস্য চাষ

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (b) নীল চাষ


16. তিতুমীর কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন?


(a) ওয়াহাবি আন্দোলন

(b) ফরাজি আন্দোলন

(c) সিপাহী বিদ্রোহ

(d) নীল বিদ্রোহ (অসম ও বাংলা)


উত্তরঃ- (a) ওয়াহাবি আন্দোলন


17. সেন্ট্রোজোম থাকে-


(a) উদ্ভিদকোশে

(b) আদর্শ কোশে

(c) আদি কোশে

(d) প্রাণীকোশে


উত্তরঃ- (d) প্রাণীকোশে


18. শরীরের সংস্পর্শে স্পিরিট শীতল অনুভূতি দেয়, কারণ এটি-


(a) অত্যন্ত উদ্বায়ী

(b) একজন পরিবাহক

(c) স্বচ্ছ

(d) একটি তরল


উত্তরঃ- (a) অত্যন্ত উদ্বায়ী


19. কতগুলো ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে?


(a) 16

(b) 15

(c) 14

(d) 20


উত্তরঃ- (c) 14


20. ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়?


(a) যকৃত

(b) মূত্রথলি

(c) বৃক্ক

(d) হিমোগ্লোবিন


উত্তরঃ- (a) যকৃত

(ads2)

21. নেপালের দীর্ঘতম নদীর নাম কি?


(a) মানস

(b) মেঘনা

(c) কারনালি

(d) হেলমন্দ


উত্তরঃ- (c) কারনালি


22. হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত কি?


(a) CuSO4, 5H2O

(b) FeSO4, 7H2O

(c) ZnSO4, 7H2O

(d) H2SO4


উত্তরঃ- (c) ZnSO4, 7H2O


23. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত?


(a) গঙ্গাসাগর

(b) ফারাক্কা

(c) কলকাতা

(d) আসানসোল


উত্তরঃ- (b) ফারাক্কা


24. ডাউনস সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা (2n)=


(a) 45

(b) 46

(c) 47

(d) 48


উত্তরঃ- (c) 47


25. 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?


(a) টোকিও

(b) প্যারিস

(c) ব্রিসবেন

(d) নাগোয়া


উত্তরঃ- (c) ব্রিসবেন


26. নিম্নলিখিত কোন জেলায় ভৌমজলে ফ্লুরাইড দূষণ নেই?


(a) পুরুলিয়া

(b) বীরভূম

(c) বাঁকুড়া

(d) নদীয়া


উত্তরঃ- (d) নদীয়া


27. 'এশীয় গন্ডার' ভারতে কোথায় দেখতে পাওয়া যায়?


(a) মানষ অভয়ারণ্য

(b) জিম করবেট জাতীয় উদ্যান

(c) কাজিরাঙ্গা জাতীয় অরণ্য

(d) কানহা জাতীয় উদ্যান


উত্তরঃ- (c) কাজিরাঙ্গা জাতীয় অরণ্য


28. জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে?


(a) কপার + জিঙ্ক + নিকেল

(b) সিলভার + জিঙ্ক + নিকেল

(c) কপার + জিঙ্ক + সিলভার

(d) কভার + জিঙ্ক


উত্তরঃ- (a) কপার + জিঙ্ক + নিকেল


29. কোন ব্যক্তি বলেছিলেন, কংগ্রেসের আন্দোলন যেমন একাধারে পরিকল্পনা বিহীন, তেমনি জনগণ দ্বারা অনুপ্রাণিত নয়?


(a) ডাফরিন

(b) সৈয়দ আহমেদ খান

(c) কার্জন

(d) লালা লাজপৎ রায়


উত্তরঃ- (d) লালা লাজপৎ রায়


30. নারোরা অ্যাটোমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত?


(a) তামিলনাডু

(b) উত্তরপ্রদেশ

(c) কর্ণাটক

(d) মহারাষ্ট্র


উত্তরঃ- (b) উত্তরপ্রদেশ


Read More...

🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 12

🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 11

🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 10


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad