Ads Area

PSC Miscellaneous GK in Bengali - Set 10

PSC Miscellaneous GK in Bengali - Set 10

PSC Miscellaneous GK in Bengali - Set 10
PSC Miscellaneous GK in Bengali - Set 10

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous GK in Bengali - Set 10 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous GK in Bengali


1. ভারতের ক'টি রাজ্য উপকূলীয় অঞ্চলে অবস্থিত?


(a) 10টি

(b) 9টি

(c) 7টি

(d) 8টি


উত্তরঃ- (b) 9টি


2. নিচের কোন করটি কেন্দ্র সরকার গ্রহণ করে?


(a) কাস্টম ডিউটি

(b) কৃষি কর

(c) স্টাম্প ডিউটি

(d) ভূমি রাজস্ব


উত্তরঃ- (a) কাস্টম ডিউটি


3. ভারতের সবথেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি?


(a) মেরিন জাতীয় উদ্যান

(b) কানহা জাতীয় উদ্যান

(c) হেমিস জাতীয় উদ্যান

(d) দক্ষিণ বাটন জাতীয় উদ্যান


উত্তরঃ- (d) দক্ষিণ বাটন জাতীয় উদ্যান


4. 'কপিলি' নদীটি কোন নদীর উপনদী?


(a) গঙ্গা

(b) সিন্ধু

(c) ব্রহ্মপুত্র

(d) গোদাবরী


উত্তরঃ- (c) ব্রহ্মপুত্র


5. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে GST প্রচলন করা হয় ভারতে?


(a) 105তম

(b) 100তম

(c) 104তম

(d) 101তম


উত্তরঃ- (d) 101তম


6. 'Pink Colour Worker' নিচের কোন সেক্টরের সঙ্গে যুক্ত?


(a) টার্সিয়ারি সেক্টর

(b) কুয়াটেনারি সেক্টর

(c) সেকেন্ডারি সেক্টর

(d) প্রাইমারি সেক্টর


উত্তরঃ- (a) টার্সিয়ারি সেক্টর


7. 'শাহনামা' গ্রন্থটির রচয়িতা কে?


(a) ফিরদৌসি

(b) আবুল ফজল

(c) আলবিরুনি

(d) নাসির খুসরু


উত্তরঃ- (a) ফিরদৌসি


8. হরপ্পা সভ্যতার কোন অঞ্চলে সাইন বোর্ড পাওয়া যায়?


(a) চানহুদারো

(b) ধোলাভিরা

(c) রাখিগাড়ী

(d) লোথাল


উত্তরঃ- (b) ধোলাভিরা


9. অশোক তার কোন শিলালিপিতে প্রথম 'ধম্ম' শব্দটি উল্লেখ করেন?


(a) মাস্কি

(b) মেহেরগড়

(c) সপ্তম শিলালিপি

(d) দশম শিলালিপি


উত্তরঃ- (a) মাস্কি


10. গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন?


(a) নরসিংহ গুপ্ত

(b) বুধ গুপ্ত

(c) বিষ্ণু গুপ্ত

(d) ভানু গুপ্ত


উত্তরঃ- (c) বিষ্ণু গুপ্ত

(ads1)

11. কে 'ভারত ছাড়ো আন্দোলনের রানী' নামে পরিচিত ছিলেন?


(a) সরোজিনী নাইডু

(b) অরনা আসফ আলী

(c) উর্মিলা দেবী

(d) লঞ্জি সেহগাল


উত্তরঃ- (b) অরনা আসফ আলী


12. 1906 সালে মুসলীম লীগ কে প্রতিষ্ঠা করেন?


(a) আগা খান

(b) নবাব সলিমুল্লাহ

(c) আলী জিন্নাহ

(d) আবুল কালাম আজাদ


উত্তরঃ- (b) নবাব সলিমুল্লাহ


13. 'কোঙ্কনী' ভাষাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়?


(a) 86তম

(b) 92তম

(c) 71তম

(d) 21তম


উত্তরঃ- (c) 71তম


14. নিচের কোন রাজ্যে অভ্রের উৎপাদন সর্বাধিক?


(a) অন্ধ্রপ্রদেশ

(b) রাজস্থান

(c) ঝাড়খন্ড

(d) ওড়িশা


উত্তরঃ- (a) অন্ধ্রপ্রদেশ


15. প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় পরামর্শদাতা ছিলেন?


(a) অশোক

(b) সমুদ্রগুপ্ত

(c) কনিষ্ক

(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


উত্তরঃ- (d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


16. সঠিক উত্তরটি নির্বাচন করুন-

(A) ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় 1 বছর সময় নিয়েছে।

(B) ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় 2 বছর সময় নিয়েছে।

(C) ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় 3 বছর সময় নিয়েছে।

(D) ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় 4 বছর সময় নিয়েছে।


(a) A, B ও D সঠিক

(b) C ও D সঠিক

(c) শুধুমাত্র C সঠিক

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (c) শুধুমাত্র C সঠিক


17. অর্থনীতিতে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক-


(a) সমানুপাতিক

(b) ব্যস্তানুপাতিক

(c) নিরপেক্ষ

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (b) ব্যস্তানুপাতিক


18. পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল-


(a) তৃণভূমি

(b) সমুদ্র

(c) অরণ্য

(d) কৃষিজমি


উত্তরঃ- (b) সমুদ্র


19. ইলেকট্রন ভোল্ট কিসের একক?


(a) বিভব প্রভেদ

(b) আধান

(c) শক্তি

(d) ক্ষমতা


উত্তরঃ- (c) শক্তি


20. OCR-এর পুরো কথা হল-


(a) Optical Character Recognition

(b) Optical CPU Recognition

(c) Optical Character Rendering

(d) Other Character Restoration


উত্তরঃ- (a) Optical Character Recognition

(ads2)

21. ভারতে 'কুষ্ঠ বিরোধী দিবস' কোন তারিখে পালিত হয়?


(a) 28 জানুয়ারি

(b) 30 জানুয়ারি

(c) 29 জানুয়ারি

(d) 31 জানুয়ারি


উত্তরঃ- (b) 30 জানুয়ারি


22. সালারজঙ মিউজিয়াম কোথায় অবস্থিত?


(a) হায়দ্রাবাদ

(b) ভোপাল

(c) রাঁচি

(d) পাটনা


উত্তরঃ- (a) হায়দ্রাবাদ


23. ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?


(a) ক্রিকেট

(b) হকি

(c) বাস্কেটবল

(d) ফুটবল


উত্তরঃ- (a) ক্রিকেট


24. ভারতীয় সংবিধানের কোন ধারায় কম্পট্রোলার ও অডিটর জেনারেলের (CAG) নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে?


(a) 78 নং ধারা

(b) 148 নং ধারা

(c) 178 নং ধারা

(d) 238 নং ধারা


উত্তরঃ- (b) 148 নং ধারা


25. 'A little Book of India : celebrating 75 yours of independence'- বইটির রচয়িতা কে?


(a) শশী থারুর

(b) রাস্কিন বন্ড

(c) কিরণ বেদী

(d) সুভাষচন্দ্র গর্গ


উত্তরঃ- (b) রাস্কিন বন্ড


26. ভারত সরকার অপারেশন দোস্ত কেন চালু করেছেন?


(a) আফগানিস্তানে আটকে যাওয়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য

(b) যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য

(c) অলিভ রিডলে কচ্ছপকে বাঁচাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রচেষ্টা

(d) তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে উদ্ধারকার্য চালানোর জন্য


উত্তরঃ- (d) তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে উদ্ধারকার্য চালানোর জন্য


27. SEBI-এর চেয়ারপার্সন পদে কে নিযুক্ত রয়েছেন?


(a) কমলা হ্যারিস

(b) টেইলর সুইফট

(c) সানিয়া মির্জা

(d) মাধবী পুরী বাচ


উত্তরঃ- (d) মাধবী পুরী বাচ


28. 2030 সালে এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে?


(a) নিউজিল্যান্ড

(b) কাতার

(c) অস্ট্রেলিয়া

(d) কিরগিজস্তান


উত্তরঃ- (b) কাতার


29. ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি?


(a) আই.এন.এস বিক্রান্ত

(b) আই.এন.এস বিরাট

(c) আই.এন.এস বৈভাব

(d) আই.এন.এস ভারাহা


উত্তরঃ- (a) আই.এন.এস বিক্রান্ত


30. 'Namami Gange Yojana' কোন সালে চালু হয়েছে?


(a) 2020 সালে

(b) 2016 সালে

(c) 2019 সালে

(d) 2021 সালে


উত্তরঃ- (b) 2016 সালে


Read More...

🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 9

🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 8

🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 7

🟧 PSC Miscellaneous GK in Bengali - Set 6

🟪 PSC Miscellaneous GK in Bengali - Set 5



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad