PSC Miscellaneous Exam GK in Bengali - Set 5
PSC Miscellaneous Exam GK in Bengali - Set 5 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous Exam GK in Bengali - Set 5 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।
PSC Miscellaneous Exam GK in Bengali
1. কবে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে পালিত হয়?
(a) 24 এপ্রিল
(b) 22 এপ্রিল
(c) 29 এপ্রিল
(d) 25 এপ্রিল
উত্তরঃ- (b) 22 এপ্রিল
2. সম্বর হ্রদ কোথায় অবস্থিত?
(a) পশ্চিমবঙ্গ
(b) ওড়িশা
(c) রাজস্থান
(d) গুজরাট
উত্তরঃ- (c) রাজস্থান
3. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) 1943 সালে কোথায় গঠিত হয়েছিল?
(a) মালয়
(b) জাপান
(c) বার্মা
(d) সিঙ্গাপুর
উত্তরঃ- (d) সিঙ্গাপুর
4. কাকে ভারতের 'মার্টিন লুথার' বলা হয়?
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
(b) স্বামী বিবেকানন্দ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) রাজা রামমোহন রায়
উত্তরঃ- (a) স্বামী দয়ানন্দ সরস্বতী
5. ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণের সূচনা কোন বছর হয়?
(a) 1993
(b) 1990
(c) 1991
(d) 1992
উত্তরঃ- (c) 1991
6. কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়?
(a) কানপুর
(b) লক্ষনৌ
(c) কলকাতা
(d) আম্বালা
উত্তরঃ- (a) কানপুর
7. স্বেতসারের মনোমার একক হল:
(a) মাননোজ
(b) গ্লুকোজ
(c) ল্যাকটোজ
(d) ফ্রুক্টোজ
উত্তরঃ- (b) গ্লুকোজ
8. 108তম সংবিধান সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করার সময়ে ইউ পি এ সরকারের লক্ষ্য ছিল:
(a) শিক্ষার অধিকার কে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া
(b) তপশিলি উপজাতি তালিকায় রাজস্থানের গুজুরদের অন্তর্ভুক্ত করা
(c) সংসদ ও রাজ্য বিধানসভা গুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণের ব্যবস্থা করা
(d) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকার রক্ষা করা
উত্তরঃ- (c) সংসদ ও রাজ্য বিধানসভা গুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণের ব্যবস্থা করা
9. পৃথিবী সূর্যের সবথেকে কাছে আসে:
(a) 3 জানুয়ারি
(b) 4 জুলাই
(c) 21 মার্চ
(d) 23 সেপ্টেম্বর
উত্তরঃ- (a) 3 জানুয়ারি
10. অর্থবিল পেশ করতে হয়:
(a) কেবলমাত্র রাজ্যসভায়
(b) কেবলমাত্র দুই সভার যৌথ অধিবেশনে
(c) সংসদের যে-কোনও সভায়
(d) কেবলমাত্র লোকসভায়
উত্তরঃ- (d) কেবলমাত্র লোকসভায়
(ads1)
11. হর্ষবর্ধনের রাজত্বকালে যে চিনা পর্যটক ভারতে এসেছিলেন তিনি হলেন:
(a) ইত সিং
(b) ওয়াং সাং
(c) হিউ-এন-সাং
(d) ফা-হিয়েন
উত্তরঃ- (c) হিউ-এন-সাং
12. ভারতে 'র্যালি ফর ভ্যালি' কর্মসূচির সঙ্গে জড়িত:
(a) চিপকো আন্দোলন
(b) নর্মদা বাঁচাও
(c) আপ্পিকো আন্দোলন
(d) সাইলেন্টভ্যালি আন্দোলন
উত্তরঃ- (b) নর্মদা বাঁচাও
13. সুভাষচন্দ্রকে কে দেশনায়ক বলেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) রাসবিহারী বসু
(c) মহাত্মা গান্ধী
(d) সরদার বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ- (a) রবীন্দ্রনাথ ঠাকুর
14. কলকাতা পুর এলাকা একটি:
(a) প্রাকৃতিক অঞ্চল
(b) সমজাতীয় অঞ্চল
(c) আনুষ্ঠানিক অঞ্চল
(d) কার্যকর অঞ্চল
উত্তরঃ- (d) কার্যকর অঞ্চল
15. খাদার কি নয়?
(a) নবীন
(b) চুন যুক্ত
(c) গাঢ় রঙের
(d) প্লাবিত
উত্তরঃ- (b) চুন যুক্ত
16. হাভেরসিয়ান সিস্টেম কিসের অংশ?
(a) মস্তিষ্ক
(b) হৃদয়
(c) কিডনি
(d) হাড়
উত্তরঃ- (d) হাড়
17. ম্যাজেন্টার পরিপূরক রং কি?
(a) সবুজ
(b) লাল
(c) সবজে নীল
(d) নীল
উত্তরঃ- (a) সবুজ
18. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের জনঘনত্ব কত?
(a) 312
(b) 385
(c) 352
(d) 382
উত্তরঃ- (d) 382
19. হাইড্রোজেন বোমা যে নীতির ওপর ভিত্তি করে তৈরি তা হল:
(a) নিউক্লিয় বিভাজনের পর আবার নিউক্লিয় বিভাজন
(b) নিউক্লিয় সংযোজনের পর নিউক্লিয় বিভাজন
(c) নিউক্লিয় সংযোজন
(d) নিউক্লিয় বিভাজন
উত্তরঃ- (c) নিউক্লিয় সংযোজন
20. 23 এপ্রিল সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপি রাইট ডে'র এবছরের থিম কি?
(a) Indigenious Languages
(b) Read your way
(c) To share a story
(d) Read, so you never feel low
উত্তরঃ- (b) Read your way
(ads2)
21. গ্যাসোলিনের কোয়ালিটি কোনটি দ্বারা নির্ধারিত হয়?
(a) রেনাল্ড নাম্বার
(b) গোল্ড নাম্বার
(c) সিটেন নাম্বার
(d) অক্টেন নাম্বার
উত্তরঃ- (d) অক্টেন নাম্বার
22. ব্যাঙ্ক রেট দ্বারা কি করা হয়?
(a) রাজস্ব বৃদ্ধি
(b) মূল্যের ঘাটতি নিয়ন্ত্রণ
(c) ঋণ নিয়ন্ত্রণ
(d) ফিসক্যাল ঘাটতি কম হয়
উত্তরঃ- (c) ঋণ নিয়ন্ত্রণ
23. নিচের কোন যৌগটি দেশলাই প্রস্তুতিতে ব্যবহৃত হয়?
(a) Pel₃
(b) P₄S₃
(c) P₄
(d) P₂O₅
উত্তরঃ- (b) P₄S₃
24. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি প্রকৃতির?
(a) প্রশম
(b) লবণের পরিমাণের ওপর নির্ভর করে
(c) ক্ষারীয়
(d) আম্লিক
উত্তরঃ- (a) প্রশম
25. ধানের পাতাখসা রোগ কিসের কারণে হয়?
(a) ভাইরাস
(b) ছত্রাক
(c) কাঙ্গি
(d) ব্যাকটেরিয়া
উত্তরঃ- (c) কাঙ্গি
26. নিচের কোনটি পারঅক্সাইড নয়?
(a) MnO₂
(b) H₂O₂
(c) Na₂O₂
(d) BaO₂
উত্তরঃ- (a) MnO₂
27. ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন-এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত?
(a) জেনেভা
(b) ব্রাসেলস
(c) প্যারিস
(d) ওয়াশিংটন
উত্তরঃ- (c) প্যারিস
28. 'বহিষ্কৃত ভারত' পত্রিকাটি কে চালু করেন?
(a) বি আর আম্বেদকর
(b) স্বামী বিবেকানন্দ
(c) সরোজিনী নাইডু
(d) গোপালকৃষ্ণ গোখলে
উত্তরঃ- (a) বি আর আম্বেদকর
29. সারদা আইন কি সম্পর্কিত?
(a) আশুজাতি বিবাহ প্রতিরোধ
(b) বাল্যবিবাহ প্রতিরোধ
(c) বিধবা বিবাহের পক্ষে
(d) বহুবিবাহ প্রতিরোধ
উত্তরঃ- (b) বাল্যবিবাহ প্রতিরোধ
30. কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য?
(a) কর্ণাটক
(b) মনিপুর
(c) কেরল
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ- (d) অন্ধ্রপ্রদেশ
Read More...
◾ PSC Miscellaneous Exam GK - Set 4
◾ PSC Miscellaneous Exam GK - Set 3
◾ PSC Miscellaneous Exam GK - Set 2
◾ PSC Miscellaneous Exam GK - Set 1
Please do not enter any spam link in the comment box.