Ads Area

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 4

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 4

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 4
PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 4

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 4 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

PSC (Public Service Commission) Miscellaneous Examination is a competitive examination conducted by various State Public Service Commissions of India. It is generally held to recruit candidates for various non-gazetted posts in government departments, such as clerks, assistants, inspectors, typists and other similar posts. The exam usually consists of multiple choice questions covering subjects like General Knowledge, Current Affairs, English Language, Mathematics and Reasoning. Successful candidates are selected through an interview or skill test based on their performance in the written test depending on the specific requirements of the appointing authority. PSC Miscellaneous Exams provide a gateway for candidates looking for job opportunities in the government sector at the state level.


PSC Miscellaneous Exam GK in Bengali


1. ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় কত সালে?


(a) 1818

(b) 1840

(c) 1812

(d) 1820


উত্তরঃ- (a) 1818


2. কোন কেন্দ্রীয় মন্ত্রীসভা পাইলট ফেস অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে জড়িত?


(a) মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি

(b) মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

(c) মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (b) মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি


3. নিচের কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী?


(a) সরকার অপসারণ

(b) নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি

(c) সংবিধান সংশোধন

(d) অর্থবিল উত্থাপন


উত্তরঃ- (c) সংবিধান সংশোধন


4. 1889 সালে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন:


(a) ডব্লিউ ওয়েভারবান

(b) ডব্লিউ ভিগরি

(c) এ ও হিউম

(d) দাদাভাই নওরোজি


উত্তরঃ- (a) ডব্লিউ ওয়েভারবান


5. Mg(s) + O₂(g) ➛ MgO(s) + শক্তি

উপরোক্ত বিক্রিয়াটি একটি:


(a) জারণ বিক্রিয়া

(b) তাপদায়ী বিক্রিয়া

(c) সংযোজন বিক্রিয়া

(d) সবগুলিই


উত্তরঃ- (d) সবগুলিই


6. মানুষ-জমি অনুপাত মানে:


(a) দেশের মোট জমি ও মোট মানুষের অনুপাত

(b) দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত

(c) দেশের মোট কৃষি জমি ও পুরুষের অনুপাত

(d) দেশের মোট সমতল জমি ও প্রাপ্তবয়স্ক মানুষের অনুপাত


উত্তরঃ- (b) দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত


7. মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি কে?


(a) আবুল কালাম আজাদ

(b) লালা লাজপত রায়

(c) সুভাষচন্দ্র বোস

(d) রাসবিহারী ঘোষ


উত্তরঃ- (a) আবুল কালাম আজাদ


8. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?


(a) সমাচার দর্পণ

(b) ফার্থেনম

(c) দিগদর্শন

(d) বেঙ্গল গেজেট


উত্তরঃ- (d) বেঙ্গল গেজেট


9. কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল:


(a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাতে

(b) মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস থেকে

(c) শিকাগো বিশ্বধর্ম আন্দোলন থেকে

(d) ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে


উত্তরঃ- (a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাতে


10. একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য হল:


(a) সুন্দরবন

(b) বন্দিপুর

(c) কেওলাদেও ঘানা অভয়ারণ্য

(d) গির


উত্তরঃ- (c) কেওলাদেও ঘানা অভয়ারণ্য

(ads1)

11. মিয়োসিসের সময় ক্রসিংওভার হয় এই দশায়/উপদশায়:


(a) ডায়াকাইনেসিস

(b) প্যাকিটিন

(c) অ্যাশফেজ-I

(d) লেপ্টোটিন


উত্তরঃ- (b) প্যাকিটিন


12. গৌতমি বৈশিষ্ঠ কোন নদীর মুখ্য শাখা নদী?


(a) কৃষ্ণা

(b) মহানদী

(c) গোদাবরী

(d) কাবেরী


উত্তরঃ- (c) গোদাবরী


13. ভুল বিবৃতি চিহ্নিত করুন:


(a) রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে

(b) রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন

(c) রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন

(d) রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন


উত্তরঃ- (d) রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন


14. অমিতাভ চৌধুরী সম্প্রতি কোন ব্যাঙ্কের এম ডি এবং সি ই ও হিসেবে পুনর্নিযুক্ত হলেন


(a) ফেডেরাল ব্যাঙ্ক

(b) অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড

(c) এইচ ডি এফ সি ব্যাঙ্ক

(d) ব্যাঙ্ক অফ বারোদা


উত্তরঃ- (b) অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড


15. কোন কোম্পানি পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য আর বি আই-এর কাছ থেকে অনুমোদন লাভ করেছে?


(a) phonepe

(b) paypal

(c) pau U

(d) paytm


উত্তরঃ- (c) pau U


16. কবে জাতীয় পঞ্চায়েতিরাজ ডে পালিত হল?


(a) 22 এপ্রিল

(b) 27 এপ্রিল

(c) 29 এপ্রিল

(d) 24 এপ্রিল


উত্তরঃ- (d) 24 এপ্রিল


17. চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?


(a) বিকিরণ

(b) পুনঃশিলীভবন

(c) কঠিনীভবন

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (b) পুনঃশিলীভবন


18. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কোশেরুকার সংখ্যা কত?


(a) এগারো

(b) সাতাত্তর

(c) সতেরো

(d) সাত


উত্তরঃ- (d) সাত


19. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত?


(a) 20

(b) 7

(c) 10

(d) 15


উত্তরঃ- (d) 15


20. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন-


(a) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

(b) ভারত সরকার

(c) ভারতীয় স্টেট ব্যাঙ্ক

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (a) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

(ads2)

21. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?


(a) এলগিন

(b) রিপন

(c) ক্যানিং

(d) ডালহৌসি


উত্তরঃ- (c) ক্যানিং


22. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা ছিলে:?


(a) রাজনারায়ণ বসু

(b) কেশব চন্দ্র সেন

(c) দেবেন্দ্রনাথ ঠাকুর

(d) রাজা রামমোহন রায়


উত্তরঃ- (d) রাজা রামমোহন রায়


23. কে ভাগবৎ পুরাণ ফার্সিতে অনুবাদ করেন?


(a) আবুল ফজল

(b) হাজী ইব্রাহিম সিন্ধি

(c) রাজা টোডরমল

(d) বদাউনি


উত্তরঃ- (c) রাজা টোডরমল


24. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?


(a) ইরাবতী

(b) রাভি

(c) ঝিলাম

(d) সিন্ধু


উত্তরঃ- (c) ঝিলাম


25. কিতাব-উল-রেহালা কার লেখা?


(a) আবুল ফজল

(b) হাসান নিজামি

(c) আলবেরুনী

(d) ইবন বতুতা


উত্তরঃ- (d) ইবন বতুতা


26. দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং-এর সহযোগী ছিলেন কোন বিপ্লবী?


(a) বটুকেশ্বর দত্ত

(b) চন্দ্রশেখর আজাদ

(c) রাজগুরু

(d) সুখদেব


উত্তরঃ- (a) বটুকেশ্বর দত্ত


27. ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি বায়ু শক্তির প্রধান উৎপাদক?


(a) কর্ণাটক

(b) রাজস্থান

(c) তামিলনাড়ু

(d) মহারাষ্ট্র


উত্তরঃ- (c) তামিলনাড়ু


28. নীচের কোনটি পঞ্চায়েতীরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর?


(a) গ্রামসভা

(b) জেলা পরিষদ

(c) গ্রাম পঞ্চায়েত

(d) পঞ্চায়েত সমিতি


উত্তরঃ- (d) পঞ্চায়েত সমিতি


29. লিঙ্গ অনুপাত কত সংখ্যক পুরুষের অনুপাতে মোট নারী সংখ্যা ধরা হয়?


(a) 1000

(b) 500

(c) 2000

(d) 1500


উত্তরঃ- (a) 1000


30. রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন-


(a) 1806 সালে

(b) 1799 সালে

(c) 1809 সালে

(d) 1805 সালে


উত্তরঃ- (c) 1809 সালে


Read More...

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 2

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 1


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad