Ads Area

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3
PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 3 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

PSC (Public Service Commission) Miscellaneous Examination is a competitive examination conducted by various State Public Service Commissions of India. It is generally held to recruit candidates for various non-gazetted posts in government departments, such as clerks, assistants, inspectors, typists and other similar posts. The exam usually consists of multiple choice questions covering subjects like General Knowledge, Current Affairs, English Language, Mathematics and Reasoning. Successful candidates are selected through an interview or skill test based on their performance in the written test depending on the specific requirements of the appointing authority. PSC Miscellaneous Exams provide a gateway for candidates looking for job opportunities in the government sector at the state level.


PSC Miscellaneous Exam GK in Bengali


1. হিমবাহ গঠিত দ্রোনীর আকৃতি হল-


(a) V-আকৃতির

(b) U-আকৃতির

(c) ক্যাটেনা আকৃতির

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (c) ক্যাটেনা আকৃতির


2. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রশাসনিক প্রধান হলেন-


(a) রাজ্যপাল

(b) প্রধানমন্ত্রী

(c) লেফটেন্যান্ট গভর্নর

(d) রাষ্ট্রপতি


উত্তরঃ- (c) লেফটেন্যান্ট গভর্নর


3. সম্প্রতি কে, রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন?


(a) অশোক গেহলট

(b) বিষ্ণু দেও সাই

(c) ভজন লাল শর্মা

(d) রেবানাথ রেড্ডি


উত্তরঃ- (c) ভজন লাল শর্মা


4. থর মরুভূমিতে মিক্ (অনুদৈর্ঘ্য) ধরনের চলমান বালিয়াড়িকে বলে-


(a) ধান্দ

(b) লোয়েস

(c) ধ্রিয়ান

(d) বার্ঘান


উত্তরঃ- (c) ধ্রিয়ান


5. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল-


(a) ক্ষুদিরাম বোস দ্বারা

(b) ভি. ডি. সাভারকর দ্বারা

(c) প্রফুল্ল চাকী দ্বারা

(d) ভগৎ সিং দ্বারা


উত্তরঃ- (b) ভি. ডি. সাভারকর দ্বারা


6. 'Back to Vedas' এই শ্লোগান কে প্রবর্তন করেন?


(a) লালা হংসরাজ

(b) পন্ডিত গুরু দত্ত

(c) স্বামী দয়ানন্দ সরস্বতী

(d) লালা লাজপত রায়


উত্তরঃ- (c) স্বামী দয়ানন্দ সরস্বতী


7. নিচের কোনটি একটি পলি স্যাকারাইড?


(a) গ্লুকোজ

(b) গ্লাইকোজেন

(c) মলটোজ

(d) ল্যাকটোজ


উত্তরঃ- (b) গ্লাইকোজেন


8. DNA-এর দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কারক হলে-?


(a) হরগোবিন্দ খুরানা

(b) ওয়াটসন

(c) রবার্ট হুক

(d) ওয়াটসন ও ক্রিক


উত্তরঃ- (d) ওয়াটসন ও ক্রিক


9. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন?


(a) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন

(b) ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড

(c) লর্ড লিটন

(d) এ. বি. আলেকজান্ডার


উত্তরঃ- (b) ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড


10. সম্প্রতি কোন দল ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে?


(a) রাজস্থান

(b) সৌরাষ্ট্র

(c) কর্ণাটক

(d) হরিয়ানা


উত্তরঃ- (d) হরিয়ানা


11. ভারতের লৌহ মানব কাকে বলা হত?


(a) সর্দার বল্লভভাই প্যাটেল

(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

(c) বিপিনচন্দ্র পাল

(d) লালা লাজপত রায়


উত্তরঃ- (a) সর্দার বল্লভভাই প্যাটেল


12. 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?


(a) লালা লাজপত রায়

(b) বাল গঙ্গাধর তিলক

(c) গোপাল কৃষ্ণ গোখলে

(d) দাদাভাই নৌরজি


উত্তরঃ- (b) বাল গঙ্গাধর তিলক


13. সুলতানি আমলে ইকতা বলতে বোঝাত-


(a) এক প্রকার অভিবাদন

(b) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী

(c) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান

(d) উপরের কোনোটিই নয়


উত্তরঃ- (c) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান


14. ক্রিস্টি পাওয়া যায়-


(a) সাইটোপ্লাজমে

(b) মাইট্রোকনড্রিয়ায়

(c) প্রোটোপ্লাজমে

(d) এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে


উত্তরঃ- (b) মাইট্রোকনড্রিয়ায়


15. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?


(a) মনু সংহিতা

(b) ঋকবেদ

(c) অথর্ববেদ

(d) শতপথ ব্রাহ্মণ


উত্তরঃ- (b) ঋকবেদ


(ads1)


16. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?


(a) পার্থেনন

(b) বেঙ্গল গেজেট

(c) দিগদর্শন

(d) সমাচার দর্পণ


উত্তরঃ- (b) বেঙ্গল গেজেট


17. mg(s) + O₂(g) ➞ +MgO(s) + শক্তি, উপরোক্ত বিক্রিয়াটি হল একটি:


(a) সংযোজন বিক্রিয়া

(b) জারণ বিক্রিয়া

(c) তাপদায়ী বিক্রিয়া

(d) সবকটি


উত্তরঃ- (d) সবকটি


18. মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি হলেন:


(a) আবুল কালাম আজাদ

(b) রাসবিহারী ঘোষ

(c) সুভাষ চন্দ্র বোস

(d) লালা লাজপত রায়


উত্তরঃ- (a) আবুল কালাম আজাদ


19. গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?


(a) বিহার

(b) ছত্রিশগড়

(c) উত্তর প্রদেশ

(d) ঝাড়খন্ড


উত্তরঃ- (b) ছত্রিশগড়


20. 'ওয়ার্ল্ড সয়েল ডে'-এ বছরের থিম কি?


(a) Soils, where food begins

(b) Keep soil alive, protect soil biodiversity

(c) Soil and water, a source of life

(d) Stop soil erosion, save our future


উত্তরঃ- (c) Soil and water, a source of life


21. সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিবার একাউন্ট ফর সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট চালু করেছে?


(a) পিএনবি

(b) ব্যাঙ্ক অফ বরোদা

(c) ইন্ডিয়ান ব্যাঙ্ক

(d) এসবিআই


উত্তরঃ- (b) ব্যাঙ্ক অফ বরোদা


22. ভারতের রেলওয়ে নেটওয়ার্ক কয় ভাগে বিভক্ত?


(a) 20 ভাগে

(b) 10 ভাগে

(c) 8 ভাগে

(d) 17 ভাগে


উত্তরঃ- (d) 17 ভাগে


23. ভারতের 'হ্রদের শহর' কোন শহরকে বলা হয়?


(a) উদয়পুর

(b) লখনৌ

(c) চন্ডিগড়

(d) বেঙ্গালুরু


উত্তরঃ- (a) উদয়পুর


24. সম্প্রতি কে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন?


(a) লালবিয়াকজামা

(b) বিষ্ণু দেও সাঁই

(c) লালডুহোমা

(d) কসরাড সাংমা


উত্তরঃ- (c) লালডুহোমা


25. ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা তা হল:


(a) 1935-এর ভারত শাসন আইন

(b) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1982

(c) 1909-এর আইন

(d) 1919-এর ভারত শাসন আইন


উত্তরঃ- (d) 1919-এর ভারত শাসন আইন


26. সম্প্রতি কোন কোম্পানি মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি টেকনোলজি চালু করতে চলেছে?


(a) KPIT Technologies

(b) Amara Raja Baterries

(c) Exide Industries

(d) Zensar Technoloties


উত্তরঃ- (a) KPIT Technologies


27. দশ ডিগ্রী চ্যানেল অবস্থিত কোথায়?


(a) পক প্রণালী ও শ্রীলঙ্কা

(b) ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর

(c) আমিনদিভি ও মিনিকয়

(d) লাক্ষাদ্বীপ ও মিনিকয়


উত্তরঃ- (b) ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর


28. ভারতের প্রাচীন লৌহ আকরিক শিল্প কেন্দ্র হল?


(a) রাউরকেল্লা আয়রন ও স্টিলপ্ল্যান্ট

(b) দুর্গাপুর আয়রন অ্যান্ড স্টিলপ্ল্যান্ট

(c) জামশেদপুর টিস্কো

(d) বার্নপুরের ইস্কো


উত্তরঃ- (c) জামশেদপুর টিস্কো


29. কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়?


(a) ভিটামিন B12

(b) ভিটামিন A

(c) ভিটামিন C

(d) ভিটামিন D


উত্তরঃ- (a) ভিটামিন B12


30. Nyishi উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়?


(a) নীলগিরি কেরালা

(b) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

(c) অরুণাচল প্রদেশ

(d) কাশ্মীর উপত্যকা


উত্তরঃ- (c) অরুণাচল প্রদেশ


Read More...

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 2

PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 1


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad