15th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024
![]() |
15th March 2024 - Daily Current Affairs in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
15th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
15th March 2024 - Daily Current Affairs in Bengali
1. নতুন নির্বাচন কমিশনার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
উত্তরঃ সুখবীর সান্ধু ও জ্ঞানেশ কুমার
2. পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ মহুয়া ব্যানার্জি
3. 'One Nation One Election' নিয়ে গঠিত কমিটি রিপোর্ট পেশ করেছে, এই কমিটির চেয়ারম্যান কে?
উত্তরঃ রামনাথ কোবিন্দ
4. Gustavo Adrianzen কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
উত্তরঃ পেরু
5. প্রসার ভারতীয় নতুন পরিষেবা PB-'Shabd' কে চালু করেছেন?
উত্তরঃ অনুরাগ ঠাকুর
6. নিউজিল্যান্ডের বর্ষসেরা সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে কে সম্মানিত হয়েছেন?
উত্তরঃ রচীন রবীন্দ্র
7. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন পরিষেবার (India's first commercial semiconductor fabrication service) ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?
উত্তরঃ গুজরাট
8. National Dairy Mela and Agricultural Exhibition অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তরঃ ঝাড়খন্ড
9. গুজরাটের কোন শহরে ADB নগর উন্নয়নের জন্য একটি ঋণ স্বাক্ষর করেছে?
উত্তরঃ আহমেদাবাদ
10. ভারত-নেপাল ডিজিটাল পেমেন্ট করিডোরের মাধ্যমে নেপালি নাগরিকরা প্রতি লেনদেনে নেপালে সর্বাধিক কত পরিমান টাকা পাঠাতে পারে?
উত্তরঃ 2 লক্ষ টাকা
Daily Current Affairs in Bengali 2024
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Read More...
◾ 14th March 2024 - Daily Current Affairs in Bengali
◾ 13th March 2024 - Daily Current Affairs in Bengali
◾ 12th March 2024 - Daily Current Affairs in Bengali
Please do not enter any spam link in the comment box.