Ads Area

14th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

14th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

14th March 2024 - Daily Current Affairs in Bengali
14th March 2024 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

14th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।


(ads1)


14th March 2024 - Daily Current Affairs in Bengali


1. 2024 প্রিটজকার আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হলেন কে?

উত্তরঃ রিকেন ইয়ামামোতো (জাপান)


2. 2024 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হলেন কে?

উত্তরঃ অ্যানাবেল সাদারল্যান্ড


3. 2024 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে?

উত্তরঃ যশস্বী জয়সওয়াল


4. ভারতের প্রথম অটোমোবাইল ইন-প্ল্যান্ট রেলওয়ে সাইডিং প্রকল্প (first automobile in-plant railway siding project) কোন রাজ্যে উদ্বোধন করা হল?

উত্তরঃ গুজরাট


5. বিশ্বের প্রথম 3D প্রিন্টিং মসজিদ কোথায় অবস্থিত?

উত্তরঃ সৌদি আরব


6. কোন কেন্দ্রীয় মন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলির জন্য ঋণ সহায়তা কর্মসূচি চালু করলেন?

উত্তরঃ ডঃ মনসুখ মান্ডাভিয়া


7. SBI তার লেনদেন ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তরঃ Aurionpro Solutions


8. ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটি গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তরঃ ডোমিনিকান প্রজাতন্ত্র


9. SIPRI রিপোর্ট অনুসারে, কোন দেশ 2019-2023 সালের মধ্যে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক?

উত্তরঃ ভারত


10. Elite 700 Test Wickets Club-এ যোগদান করল কোন দেশের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন?

উত্তরঃ ইংল্যান্ড


(ads2)


Daily Current Affairs in Bengali 2024


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Read More...

13th March 2024 - Daily Current Affairs in Bengali

12th March 2024 - Daily Current Affairs in Bengali

11th March 2024 - Daily Current Affairs in Bengali



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad