Ads Area

13th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

13th March 2024 - Daily Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স 2024

13th March 2024 - Daily Current Affairs in Bengali
13th March 2024 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

13th March 2024 - Daily Current Affairs in Bengali তে থাকছে 11টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর। Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।


(ads1)


13th March 2024 - Daily Current Affairs in Bengali


1. নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?

উত্তরঃ হরিয়ানা


2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে কোচরাব আশ্রম উদ্বোধন করেন?

উত্তরঃ গুজরাট


3. Paralympic Committee of India-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?

উত্তরঃ দেবেন্দ্র ঝাঝারিয়া


4. 2024 সালের মার্চ মাসে কাকে জাতীয় তফশিলি জাতি কমিশনের (NCSC) চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো?

উত্তরঃ কিশোর মাকওয়ানা


5. নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে তপশিলি জাতি ও তফসিলি উপজাতির জাতীয় কমিশন তপশিলি জাতির জাতীয় কমিশন এবং তপশিলি উপজাতির জাতীয় কমিশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে?

উত্তরঃ 89তম সংশোধনী


6. সম্প্রতি কে Netherlands' Praemium Erasmianum Foundation দ্বারা ইরাসমাস পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন?

উত্তরঃ অমিতাভ ঘোষ


7. সেন্ট্রাল ভিসিল্যান্স কমিশনে নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ এ.এস. রাজীব


8. সুভাষচন্দ্র বসুর জীবনের উপর ভিত্তি করে একটি ডিজিটাল প্রদর্শনী 'সুভাষ অভিনন্দন' কে চালু করেন?

উত্তরঃ অর্জুন রাম মেঘওয়াল


9. কে সম্প্রতি ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (FGILI) এর ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তরঃ অলোক রুংটা


10. Exercise Cutlass Express 2024 কোন দেশে আয়োজিত হয়েছিল?

উত্তরঃ সেশেলস


11. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর সাথে কোন সংস্থা সম্প্রতি জরায়ুর ক্যান্সার নির্মূল করার জন্য প্রায় USD 600 মিলিয়ন দেওয়ার কথা ঘোষণা করলো?

উত্তরঃ World Bank & United Nations Children's Fund


(ads2)


Daily Current Affairs in Bengali 2024


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পোস্ট গুলির মাধ্যমে যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Read More...

12th March 2024 - Daily Current Affairs in Bengali

11th March 2024 - Daily Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad