PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 1
PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 1 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous Exam GK in Bengali - Practice Set 1 এ আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
PSC (Public Service Commission) Miscellaneous Examination is a competitive examination conducted by various State Public Service Commissions of India. It is generally held to recruit candidates for various non-gazetted posts in government departments, such as clerks, assistants, inspectors, typists and other similar posts. The exam usually consists of multiple choice questions covering subjects like General Knowledge, Current Affairs, English Language, Mathematics and Reasoning. Successful candidates are selected through an interview or skill test based on their performance in the written test depending on the specific requirements of the appointing authority. PSC Miscellaneous Exams provide a gateway for candidates looking for job opportunities in the government sector at the state level.
(ads1)
PSC Miscellaneous Exam GK in Bengali
1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন-
(a) কার্জন
(b) ক্যানিং
(c) লরেন্স
(d) ডাফরিন
2. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?
(a) সুজা-উদ-দৌলা
(b) ঔরঙ্গজেব
(c) প্রথম বাহাদুর শাহ
(d) দ্বিতীয় শাহ আলম
3. 'রামচরিত' কার রচনা?
(a) বাণভট্ট
(b) কালিদাস
(c) সন্ধ্যাকর নন্দী
(d) তুলসী দাস
4. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(a) সুচেতা কৃপালিনী
(b) অ্যানি বেসান্ত
(c) বিজয়লক্ষ্মী পন্ডিত
(d) ইন্দিরা গান্ধী
5. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' প্রস্তাবটি গৃহীত হয়েছিল?
(a) আমেদাবাদ
(b) হরিপুরা
(c) লাহোর
(d) লক্ষ্নৌ
6. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে?
(a) 143(1) ও 143(2) নং ধারা
(b) 145 নং ধারা
(c) 142 নং ধারা
(d) 148 নং ধারা
7. 'ওয়ার্ল্ড সয়েল ডে'র এবছরের থিম কী?
(a) Soils: where food begains.
(b) Soil and water, a source of life.
(c) Keep soil alive, protect soil biodiversity.
(d) Stop Soil erosion, Save our Future
8. ব্যাঙ্ক রেট সেই সুদের হারকে বোঝায়-
(a) যে হারে ব্যাঙ্কগুলি আমানতকারীকে টাকা ধার দেয়
(b) যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়
(c) যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়
(d) উপরের কোনোটিই সঠিক নয়
9. অর্থ কমিশন হল-
(a) সরকারের বার্ষিক বাজেট তৈরি করার জন্য একটি সংস্থা
(b) পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা
(c) কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা
(d) কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য একটি স্থায়ী সংস্থা
10. কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন?
(a) শিশিরকুমার ঘোষ
(b) হরিশ মুখার্জী
(c) বারিন্দ্র ঘোষ
(d) বিপিনচন্দ্র পাল
11. রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে-
(a) কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি
(b) গ্রামীণ ঋণ নীতি
(c) সুদ সংক্রান্ত নীতি
(d) সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি
12. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?
(a) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(b) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(c) অর্থ মন্ত্রক, ভারত সরকার
(d) এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
13. নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনও কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?
(a) উপরাষ্ট্রপতি
(b) অ্যাটর্নি জেনারেল
(c) ক্যাগ (CAG)
(d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
14. কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে পালিত হল?
(a) ৮ ডিসেম্বর
(b) ৬ ডিসেম্বর
(c) ৭ ডিসেম্বর
(d) ১০ ডিসেম্বর
15. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল-
(a) ভিটামিন A
(b) ফোলিক অ্যাসিড
(c) ভিটামিন D
(d) ভিটামিন K
16. আলোকরশ্মির প্রাথমিক রংগুলি-
(a) লাল, সবুজ, নীল, হলুদ
(b) লাল, নীল, সবুজ
(c) হলুদ, নীল, লাল, ছাই রং
(d) উপরের কোনোটিই নয়
17. রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের-
(a) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(b) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(c) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(d) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
18. একটি বস্তু অনুভূমির তলে সমদ্রুতিতে গমন করে। তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না?
(a) বেগ
(b) ভরবেগ
(c) গতিশক্তি
(d) ত্বরণ
19. কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল?
(a) চৌরিচৌরার গণ হিংসা
(b) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
(c) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
(d) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
20. CTBT শব্দটি যুক্ত-
(a) পরমাণু অস্ত্রের সঙ্গে
(b) কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে
(c) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে
(d) উপরোক্ত কোনোটিই নয়
(ads2)
21. সম্প্রতি কোন মহিলা টাইম ম্যাগাজিনের বিচারে 'পার্সন অফ দ্য ইয়ার' হিসাবে মনোনীত হয়েছেন?
(a) কমলা হ্যারিস
(b) গ্রেটা থুনবার্গ
(c) অ্যাঞ্জেলা মর্কেল
(d) টেলর অ্যালিনস সুইফট
22. প্রোটিন সনাক্তকরণের পরীক্ষা হল-
(a) মলিশেষের পরীক্ষা
(b) বিউরেট পরীক্ষা
(c) ডি.এন.পি পরীক্ষা
(d) বেনেডিক্টের পরীক্ষা
23. গুপ্ত বংশের কোন রাজা 'লিচ্ছবিদৌহিত্র' নামে পরিচিত?
(a) সমুদ্রগুপ্ত
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(c) কুমার গুপ্ত
(d) স্কন্দগুপ্ত
24. সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন?
(a) ব্যবসা-বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
(b) বিনিয়োগকারী শ্রেণী
(c) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
(d) স্থির আইকারী মানুষজন
25. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট-
(a) উদ্ভিদের সালোকসংশ্লেষের সঙ্গে
(b) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে
(c) উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে
(d) উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে
26. ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সংবিধানিক ব্যবস্থা চালু আছে?
(a) ভারতের অর্থ মন্ত্রকের মাধ্যমে
(b) পরিকল্পনা কমিশনের মাধ্যমে
(c) ভারতীয় অর্থ কমিশন (প্রতি ৫ বছর অন্তর)
(d) উপরের কোনোটিই নয়
27. কততম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অর্জন, ভোগ ও হস্তান্তরের অধিকারকে মৌলিক অধিকার থেকে অপসারণ করা হয়?
(a) 1978 সালের 44তম সংশোধন
(b) 1976 সালের 41তম সংশোধন
(c) 1975 সালের 39তম সংশোধন
(d) 1975 সালের 36তম সংশোধন
28. সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নারীদের জন্য 'নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট' চালু করেছে?
(a) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(b) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(c) ব্যাঙ্ক অফ বরোদা
(d) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
29. ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে?
(a) 1994 সালে
(b) 1995 সালে
(c) 1996 সালে
(d) 1997 সালে
30. কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) রাজা রামমোহন রায়
(c) এম. কে. গান্ধী
(d) স্বামী বিবেকানন্দ
Read More...
◾ GK Questions in Bengali for WBP Exam
◾ ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali
Please do not enter any spam link in the comment box.