Ads Area

PSC Miscellaneous Exam GK in Bengali - Set 6

PSC Miscellaneous Exam GK in Bengali - Set 6

PSC Miscellaneous Exam GK in Bengali - Set 6
PSC Miscellaneous Exam GK in Bengali - Set 6

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous Exam GK in Bengali - Set 6 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous Exam GK in Bengali


1. সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?


(a) 1988

(b) 1990

(c) 1984

(d) 1985


উত্তরঃ- (a) 1988


2. বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল:


(a) গুজরাট

(b) ওড়িশা

(c) মহারাষ্ট্র

(d) ঝাড়খন্ড


উত্তরঃ- (b) ওড়িশা


3. রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না কারণ:


(a) রক্তের চাপ

(b) ধারাবাহিক হৃদস্পন্দন

(c) রক্তে হেপারিনের উপস্থিতি

(d) রক্তে লৌহ কণার উপস্থিতি


উত্তরঃ- (c) রক্তে হেপারিনের উপস্থিতি


4. e-NAM-এর পুরো নাম কি?


(a) National Agriculture Market

(b) National Artique Market

(c) National Art effect Market

(d) National Appard Market


উত্তরঃ- (a) National Agriculture Market


5. 'সিক্স মেশিন' বইটি কার জীবনী নির্ভর?


(a) বীরেন্দ্র সেহবাগ

(b) এবি ডেভিলিয়ার্স

(c) ক্রিস গেইল

(d) যুবরাজ সিং


উত্তরঃ- (c) ক্রিস গেইল


6. কবে ভারতে প্রথম রেল শ্রমিক ধর্মঘট ঘটে?


(a) 1884 সালে

(b) 1875 সালে

(c) 1885 সালে

(d) 1854 সালে


উত্তরঃ- (b) 1875 সালে


7. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন:


(a) 1899 সালে

(b) 1898 সালে

(c) 1897 সালে

(d) 1886 সালে


উত্তরঃ- (c) 1897 সালে


8. ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে আছে?


(a) পলল

(b) লাল

(c) পডসল

(d) কৃষ্ণ


উত্তরঃ- (a) পলল


9. নিচের কোনটি মিশ্র গ্রন্থি?


(a) থাইরয়েড

(b) পিট্যুইটারি

(c) অগ্ন্যাশয়

(d) অ্যাড্রিনাল


উত্তরঃ- (c) অগ্ন্যাশয়


10. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?


(a) জলন্ধর

(b) পুরুষপুর

(c) পাটলিপুত্র

(d) কাশ্মীর


উত্তরঃ- (b) পুরুষপুর

(ads1)

11. মেন লাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিচারক পদার্থটি ব্যবহৃত হয়, সেটি হল:


(a) ধাতব ও অ্যালুমিনিয়াম

(b) আয়রন অক্সাইড

(c) ধাতব আয়ন

(d) অ্যালুমিনিয়াম অক্সাইড


উত্তরঃ- (a) ধাতব ও অ্যালুমিনিয়াম


12. ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে:


(a) প্রধান 4টি বিমানবন্দরকে দ্রুতগামী মালবাহী বিমানে

(b) প্রধান 4টি শিল্প শহরকে দ্রুতগামী সড়ক পথে

(c) প্রধান 4টি মহানগর কে দ্রুতগামী রেল পরিষেবায়

(d) প্রধান 4টি বন্দর শহরকে দ্রুতগামী রেল পরিষেবায়


উত্তরঃ- (c) প্রধান 4টি মহানগর কে দ্রুতগামী রেল পরিষেবায়


13. বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন?


(a) হাজি শরিয়তুল্লাহ

(b) দিগম্বর বিশ্বাস

(c) কানোয়ার সিং

(d) তিতুমির


উত্তরঃ- (a) হাজি শরিয়তুল্লাহ


14. ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?


(a) বিন্দুসার

(b) বিম্বিসার

(c) ধননন্দ

(d) চন্দ্রগুপ্ত মৌর্য


উত্তরঃ- (d) চন্দ্রগুপ্ত মৌর্য


15. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাকলগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত-সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল?


(a) সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হ্রাস

(b) ইলবার্ট বিল বিতর্ক

(c) ভার্মাকুলার প্রেস অ্যাক্ট

(d) 1878-এর অস্ত্র আইন


উত্তরঃ- (b) ইলবার্ট বিল বিতর্ক


16. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর 'যুক্তিসঙ্গত বাধানিষেধ' আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?


(a) পার্লামেন্ট

(b) রাষ্ট্রপতি

(c) সুপ্রিম কোর্ট

(d) b এবং c উভয়কে


উত্তরঃ- (a) পার্লামেন্ট


17. পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নতমানের ক্রিয়াকলাপ হল:


(a) মাধ্যমিক

(b) কোয়ার্টারনারি

(c) কুইনারি

(d) টার্সিয়ারি ক্রিয়াকলাপ


উত্তরঃ- (c) কুইনারি


18. যার প্রতিবাদে 1909 সাল লন্ডনে মদন লাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হল:


(a) বঙ্গভঙ্গ

(b) লাল-বাল-পাল এর কারারোধ

(c) গদর পন্থীদের নির্বিচারে গ্রেপ্তার

(d) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ফাঁসি


উত্তরঃ- (d) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ফাঁসি


19. যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত:


(a) সোনালী

(b) রুপালি

(c) তরল

(d) সাদা


উত্তরঃ- (b) রুপালি


20. একটি লোহার বল কে উত্তপ্ত করা হলে, শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার ________।


(a) ব্যাস

(b) ঘনত্ব

(c) আয়তন

(d) পৃষ্ঠতলের ক্ষেত্রফল


উত্তরঃ- (c) আয়তন

(ads2)

21. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত?


(a) জেনেভা

(b) প্যারিস

(c) হেগ

(d) নিউইয়র্ক


উত্তরঃ- (a) জেনেভা


22. ভারতের চা গবেষণা কেন্দ্রটি অবস্থিত আসামের:


(a) ডিগবয়

(b) তেজপুর

(c) জোড়হাট

(d) গুয়াহাটি


উত্তরঃ- (c) জোড়হাট


23. কোন চোল রাজা 'গঙ্গাইকোন্ড' অভিধা গ্রহণ করেন?


(a) প্রথম রাজরাজ

(b) রাজাধিরাজ চোল

(c) রাজেন্দ্র চোল দ্বিতীয়

(d) প্রথম রাজেন্দ্র চোল


উত্তরঃ- (d) প্রথম রাজেন্দ্র চোল


24. কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না?


(a) অনুদান

(b) PSU disinvestment

(c) ভবিষ্য তহবিল আমানত

(d) ঋণ পুনরুদ্ধার


উত্তরঃ- (a) অনুদান


25. বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন?


(a) সাইটোকাইনিন

(b) জিব্বেরেলিন

(c) ডরমিন

(d) অক্সিন


উত্তরঃ- (b) জিব্বেরেলিন


26. 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন:


(a) জে বি কৃপালিনী

(b) সি রাজা গোপালাচারি

(c) বল্লভভাই প্যাটেল

(d) ডঃ রাজেন্দ্র প্রসাদ


উত্তরঃ- (d) ডঃ রাজেন্দ্র প্রসাদ


27. একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে, তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে:


(a) ভারকেন্দ্রের ওপরে

(b) ভারকেন্দ্রে

(c) যেকোনো স্থানে হতে পারে

(d) ভারকেন্দ্রের নিচে


উত্তরঃ- (a) ভারকেন্দ্রের ওপরে


28. নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল?


(a) বোম্বাই

(b) লাহোর

(c) মাদ্রাজ

(d) কলকাতা


উত্তরঃ- (b) লাহোর


29. প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়?


(a) রাজগৃহ

(b) মালব

(c) পাটলিপুত্র

(d) বৈশালী


উত্তরঃ- (a) রাজগৃহ


30. কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়?


(a) নাগপুর

(b) থানে

(c) কলকাতা, ঘুষুড়ি

(d) কলকাতা সিঁথি


উত্তরঃ- (c) কলকাতা, ঘুষুড়ি


PSC Miscellaneous GK in Bengali - Set 5

PSC Miscellaneous GK in Bengali - Set 4

PSC Miscellaneous GK in Bengali - Set 3

PSC Miscellaneous GK in Bengali - Set 2

PSC Miscellaneous GK in Bengali - Set 1


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad