PSC Miscellaneous GK in Bengali - Set 9
PSC Miscellaneous GK in Bengali - Set 9 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous GK in Bengali - Set 9 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।
PSC Miscellaneous GK in Bengali
1. টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা কোন দেশের নাগরিক?
(a) রাশিয়া
(b) বেলারুশ
(c) কম্বোডিয়া
(d) বেলজিয়াম
উত্তরঃ- (b) বেলারুশ
2. কে 'মন্টেগু চেমসফোর্ড' শাসন সংস্কারকে 'দাসত্বের পরিকল্পনা' বলে আক্ষায়িত করেছেন?
(a) জওহরলাল নেহরু
(b) মতিলাল নেহরু
(c) অ্যানি বেসান্ত
(d) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ- (c) অ্যানি বেসান্ত
3. 1929 সালে 31 ডিসেম্বর কোন নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল?
(a) ইরাবতী
(b) চন্দ্রভাগা
(c) শতদ্রু
(d) ঝিলাম
উত্তরঃ- (a) ইরাবতী
4. বিনয়, বাদল ও দীনেশ কত সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন?
(a) 1930
(b) 1932
(c) 1936
(d) 1928
উত্তরঃ- (a) 1930
5. পরাধীন ভারতে হুইটলি কমিশন কীসের সঙ্গে সম্পর্কিত?
(a) শিক্ষা
(b) বিচার ব্যবস্থা
(c) শ্রমিক উন্নতি
(d) অর্থনৈতিক সংস্কার
উত্তরঃ- (c) শ্রমিক উন্নতি
6. চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
(a) বারাণসী
(b) জয়পুর
(c) লক্ষ্ণৌ
(d) হায়দ্রাবাদ
উত্তরঃ- (c) লক্ষ্ণৌ
7. রাজীব গান্ধী লিফট ইরিগেশন প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
(a) কাবেরী
(b) কৃষ্ণা
(c) নর্মদা
(d) ভাগীরথী
উত্তরঃ- (b) কৃষ্ণা
8. প্রথম ভারতীয় মহিলা হিসাবে সাহিত্যে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন কে?
(a) আশাপূর্ণা দেবী
(b) অমৃতা প্রিতম
(c) পুনিতা অরোরা
(d) হারিতা কৌড় দয়াল
উত্তরঃ- (b) অমৃতা প্রিতম
9. সিভিল সার্ভিসের জনক বলা হয়-
(a) লর্ড মিন্টো
(b) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড উইলিয়াম বেন্টিং
(d) লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ- (d) লর্ড কর্নওয়ালিস
10. ইরাকের বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(a) টাইগ্রিস
(b) নীলনদ
(c) রাইন
(d) হাডসন
উত্তরঃ- (a) টাইগ্রিস
(ads1)
11. স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
(a) জগজীবন রাম
(b) বি.আর. আম্বেদকর
(c) জন মাথাই
(d) এইচ.সি. মুখার্জি
উত্তরঃ- (b) বি.আর. আম্বেদকর
12. প্রস্তাবনায় 'ন্যায়' কথাটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) রাশিয়া
(b) যুক্তরাষ্ট্র
(c) ফ্রান্স
(d) আয়ারল্যান্ড
উত্তরঃ- (a) রাশিয়া
13. প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পরপর দু'টি পদক পেয়েছেন কে?
(a) মেরি কম
(b) সাক্ষী মালিক
(c) সাইনা নেহওয়াল
(d) পি.ভি. সিন্ধু
উত্তরঃ- (d) পি.ভি. সিন্ধু
14. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরঃ- (b) রাষ্ট্রপতি
15. কিলো-ওয়াট ঘণ্টা কিসের একক?
(a) ক্ষমতা
(b) কার্য
(c) শক্তি
(d) চাপ
উত্তরঃ- (c) শক্তি
16. শব্দের গতিবেগ-এর কি পরিবর্তন হবে যদি চাপ বৃদ্ধি পায়?
(a) বৃদ্ধি পাবে
(b) হ্রাস পাবে
(c) অপরিবর্তিত থাকবে
(d) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে
উত্তরঃ- (c) অপরিবর্তিত থাকবে
17. পারদের হিমাঙ্ক কত?
(a) -30°C
(b) -39°C
(c) -140°C
(d) -32°C
উত্তরঃ- (b) -39°C
18. গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের-
(a) সমান
(b) 1/10 ভাগ
(c) অর্ধেক
(d) 1.4×10⁷ গুণ
উত্তরঃ- (a) সমান
19. রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে-
(a) ফেরাস সালফেট
(b) সাধারণ লবণ
(c) ফেরিক ক্লোরাইড
(d) পটাশিয়াম ক্লোরাইড
উত্তরঃ- (c) ফেরিক ক্লোরাইড
20. AB রক্তের গ্রুপের কোনো ব্যক্তির রক্তে কোন ধরনের অ্যান্টিবডি থাকে?
(a) A
(b) B
(c) A ও B উভয়
(d) অ্যান্টিবডি থাকে না
উত্তরঃ- (d) অ্যান্টিবডি থাকে না
(ads2)
21. 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন-
(a) আল্লু অর্জুন
(b) অমিতাভ বচ্চন
(c) সৌরভ গাঙ্গুলী
(d) মিঠুন চক্রবর্তী
উত্তরঃ- (b) অমিতাভ বচ্চন
22. হাইতিতে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য কোন অভিযানটি করা হয়েছিল?
(a) অপারেশন ইন্দ্রাবতী
(b) অপারেশন কাবেরী
(c) অপারেশন হাইতি
(d) অপারেশন গঙ্গা
উত্তরঃ- (a) অপারেশন ইন্দ্রাবতী
23. স্নেহের পরশ প্রকল্প কত সালে শুরু হয়?
(a) 2018
(b) 2013
(c) 2020
(d) 2022
উত্তরঃ- (c) 2020
24. নীচের কোন তথ্যটি সুভাষচন্দ্র বোসের সঙ্গে সঠিক নয়?
(a) 1924 সালে কলকাতা কর্পোরেশনে মূখ্য কার্যনির্বাহী অফিসার হন
(b) Indian struggle নামক গ্রন্থ রচনা করেন
(c) ভারত ছাড়ো আন্দোলনের নেতা
(d) 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হন
উত্তরঃ- (c) ভারত ছাড়ো আন্দোলনের নেতা
25. কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন?
(a) দুপ্লে
(b) ক্লাইভ
(c) ওয়ারেন্ট হেস্টিংস
(d) লর্ড ক্লাইভ
উত্তরঃ- (a) দুপ্লে
26. 'গুণরাজ খাঁ' উপাধি কে লাভ করেছিলেন?
(a) বিপ্রদাস পিপিলাই
(b) মালাধর বসু
(c) কবি জয়দেব
(d) শ্রীচৈতন্য
উত্তরঃ- (b) মালাধর বসু
27. ভারতের ক্ষুদ্রতম সড়ক পথের নাম কি?
(a) NH-7
(b) NH-47A
(c) NH-44
(d) NH-8
উত্তরঃ- (b) NH-47A
28. লেবুতে কোন ধরনের অ্যাসিড বর্তমান?
(a) ফলিক অ্যাসিড
(b) ম্যালিক অ্যাসিড
(c) টারটারিক অ্যাসিড
(d) সাইট্রিক অ্যাসিড
উত্তরঃ- (d) সাইট্রিক অ্যাসিড
29. ভারতের উত্তর-দক্ষিণের দূরত্ব কত?
(a) 2933 কিলোমিটার
(b) 3214 কিলোমিটার
(c) 3412 কিলোমিটার
(d) 3000 কিলোমিটার
উত্তরঃ- (b) 3214 কিলোমিটার
30. বর্তমানে ভারতীয় সংবিধানে যৌথ তালিকায় ক'টি বিষয় রয়েছে?
(a) 66টি
(b) 61টি
(c) 100টি
(d) 52টি
উত্তরঃ- (d) 52টি
Read More...
🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 8
🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 7
🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 6
🟧 PSC Miscellaneous GK in Bengali - Set 5
🟪 PSC Miscellaneous GK in Bengali - Set 4
Please do not enter any spam link in the comment box.