PSC Miscellaneous GK in Bengali - Set 8
PSC Miscellaneous GK in Bengali - Set 8 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
PSC Miscellaneous GK in Bengali - Set 8 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।
PSC Miscellaneous GK in Bengali
1. তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত?
(a) কর্ণাটক
(b) অন্ধ্রপ্রদেশ
(c) ওড়িশা
(d) তেলেঙ্গানা
উত্তরঃ- (b) অন্ধ্রপ্রদেশ
2. 'ক্যাভি' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) গল্ফ
(b) ক্রিকেট
(c) বাস্কেটবল
(d) লন টেনিস
উত্তরঃ- (a) গল্ফ
3. সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হল?
(a) ইরান
(b) দুবাই
(c) ইরাক
(d) আবুধাবি
উত্তরঃ- (d) আবুধাবি
4. পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ কি বর্ণের হয়?
(a) বেগুনি
(b) হলুদ
(c) কমলা
(d) লাল
উত্তরঃ- (a) বেগুনি
5. অ্যামিবা কি প্রকার জনন সম্পন্ন করে?
(a) খণ্ডীকরন
(b) কোরকোদগম
(c) দ্বি-বিভাজন
(d) যৌন প্রচ্ছন্ন
উত্তরঃ- (c) দ্বি-বিভাজন
6. পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভারের সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি হল:
(a) Cu
(b) Al
(c) Mg
(d) Zn
উত্তরঃ- (a) Cu
7. কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?
(a) বায়বীয় মাধ্যম
(b) কঠিন মাধ্যম
(c) ভ্যাকিউয়াম
(d) তরল মাধ্যম
উত্তরঃ- (c) ভ্যাকিউয়াম
8. বেসবল খেলায় খেলোয়াড়দের সংখ্যা কতজন?
(a) 9 জন
(b) 7 জন
(c) 11 জন
(d) 12 জন
উত্তরঃ- (a) 9 জন
9. 'কুমারসম্ভবম্' কার রচনা?
(a) কালিদাস
(b) সোমদেব
(c) দন্তিন
(d) বিষ্ণু শর্মা
উত্তরঃ- (a) কালিদাস
10. বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় কত?
(a) দ্বিতীয়
(b) প্রথম
(c) চতুর্থ
(d) তৃতীয়
উত্তরঃ- (b) প্রথম
11. 'BIMSTEC'-এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
(a) ঢাকা
(b) জাকার্তা
(c) কলম্বো
(d) নতুন দিল্লি
উত্তরঃ- (d) নতুন দিল্লি
12. মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়া হলো:
(a) পিনিয়াল বডি - ডিম্বাশয়
(b) পিনিয়াল বডি - থাইরয়েড
(c) থাইরয়েড - পিটুইটারি
(d) পিটুইটারি - থাইরয়েড
উত্তরঃ- (b) পিনিয়াল বডি - থাইরয়েড
13. ভারতের প্রধান তন্তু ফসল কোনটি?
(a) তিল
(b) ফ্লাক্স
(c) পাট
(d) কার্পাস
উত্তরঃ- (d) কার্পাস
14. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত?
(a) 53তম সংশোধনী
(b) 54তম সংশোধনী
(c) 52তম সংশোধনী
(d) 51তম সংশোধনী
উত্তরঃ- (c) 52তম সংশোধনী
15. মহাত্মা গান্ধী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?
(a) 1 বার
(b) 5 বার
(c) 3 বার
(d) একবারও নয়
উত্তরঃ- (b) 5 বার
(ads1)
16. হরপ্পা সভ্যতার কোন স্থানে R-37 ধরনের সমাধি ক্ষেত্র পাওয়া গেছে?
(a) লোথাল
(b) মহেঞ্জোদারো
(c) হরপ্পা
(d) ধোলাভিরা
উত্তরঃ- (c) হরপ্পা
17. মোট পুরাণের সংখ্যা ক'টি?
(a) 12টি
(b) 18টি
(c) 15টি
(d) 20টি
উত্তরঃ- (b) 18টি
18. গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল-
(a) কপিলাবস্তু
(b) বোধগয়া
(c) পুরী
(d) কুশিনগর
উত্তরঃ- (d) কুশিনগর
19. মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে?
(a) কৌটিল্য
(b) পুষ্যমিত্র
(c) বিষ্ণুগুপ্ত
(d) বিশাখদত্ত
উত্তরঃ- (d) বিশাখদত্ত
20. মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন?
(a) ইতালি
(b) স্পেন
(c) নেদারল্যান্ড
(d) মরোক্কো
উত্তরঃ- (a) ইতালি
21. জালাল-উদ্দিনের শাসনকালে কারা নব্য মুসলিম নামে পরিচিত?
(a) মোঙ্গল
(b) তুর্কি
(c) ভারতীয় মুসলিমরা
(d) আবিসিনিয়ান
উত্তরঃ- (a) মোঙ্গল
22. নিচের কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির, জোয়ালামুখী মন্দির আক্রমণ করেন?
(a) বলবন
(b) আলাউদ্দিন খিলজী
(c) ফিরোজ শাহ তুঘলক
(d) সিকান্দার লোদী
উত্তরঃ- (c) ফিরোজ শাহ তুঘলক
23. নিচের কোন শাসকের রাজসভায় অষ্টপ্রধান ছিল?
(a) অশোক
(b) শিবাজী
(c) হর্ষবর্ধন
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ- (b) শিবাজী
24. দ্বিতীয় আফগান যুদ্ধ অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে?
(a) রাওয়ালপিন্ডির সন্ধি
(b) ইয়ানদাবুর সন্ধি
(c) গণ্ডোমার্কের সন্ধি
(d) সলবাই সন্ধি
উত্তরঃ- (c) গণ্ডোমার্কের সন্ধি
25. স্বামী শ্রদ্ধানন্দ কবে হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন?
(a) 1902
(b) 1886
(c) 1898
(d) 1913
উত্তরঃ- (a) 1902
26. জিলিপ-লা পাস কোন রাজ্যে অবস্থিত?
(a) জম্মু-কাশ্মীর
(b) সিকিম
(c) হিমাচল প্রদেশ
(d) উত্তরাখণ্ড
উত্তরঃ- (b) সিকিম
27. পাপানাসাম হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত?
(a) কেরল
(b) অন্ধ্রপ্রদেশ
(c) তেলেঙ্গানা
(d) তামিলনাড়ু
উত্তরঃ- (d) তামিলনাড়ু
28. নিচের কোন নদীটি যমুনা নদীর উপনদী নয়?
(a) চম্বল
(b) বেতয়া
(c) গণ্ডক
(d) কেন
উত্তরঃ- (c) গণ্ডক
29. তুলো চাষের জন্য কোন মাটি উপযোগী?
(a) পলি
(b) খাদার
(c) ভাঙর
(d) রেগুর
উত্তরঃ- (d) রেগুর
30. প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি?
(a) রাজা হরিশচন্দ্র
(b) আলম আরা
(c) নীল দর্পণ
(d) সীতার বনবাস
উত্তরঃ- (a) রাজা হরিশচন্দ্র
🟧 PSC Miscellaneous GK in Bengali - Set 7
⬜ PSC Miscellaneous GK in Bengali - Set 6
🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 5
Please do not enter any spam link in the comment box.