Ads Area

PSC Miscellaneous GK in Bengali - Set 7

PSC Miscellaneous GK in Bengali - Set 7

PSC Miscellaneous GK in Bengali - Set 7
PSC Miscellaneous GK in Bengali - Set 7

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous GK in Bengali - Set 7 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous GK in Bengali


1. কোন দেশ Artificial Moon-এর প্রকল্প গড়ে তুলেছে?


(a) চিন

(b) রাশিয়া

(c) ইজরায়েল

(d) মার্কিন যুক্তরাষ্ট্র


উত্তরঃ- (a) চিন


2. 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের Part III-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল?


(a) ভাষা কমিশন

(b) আন্তঃরাজ্য পরিষদ

(c) আঞ্চলিক পরিষদ

(d) সারকারিয়া কমিশন


উত্তরঃ- (c) আঞ্চলিক পরিষদ


3. রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত কোন অঞ্চলে?


(a) দামোদর উপত্যকায়

(b) কয়লা ও লৌহখনির মধ্যবর্তী অঞ্চলে

(c) কয়লাখনি অঞ্চলে

(d) লৌহখনি অঞ্চলে


উত্তরঃ- (d) লৌহখনি অঞ্চলে


4. নিচের কোন যৌগটি জলে দ্রবীভূত হয়?


(a) অ্যাসিটোন

(b) গ্লুকোজ

(c) ইউরিয়া

(d) সবগুলিই


উত্তরঃ- (d) সবগুলিই


5. 'দিন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন?


(a) আকবর

(b) বাবর

(c) শাহজাহান

(d) জাহাঙ্গীর


উত্তরঃ- (a) আকবর


6. এশিয়ান প্যাসিফিক পোস্টার ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?


(a) কলম্বো

(b) মুম্বাই

(c) ব্যাংকক

(d) ম্যানিলা


উত্তরঃ- (c) ব্যাংকক


7. পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য প্রসিদ্ধ:


(a) কমলালেবু

(b) জলপাই

(c) আম

(d) লিচু


উত্তরঃ- (a) কমলালেবু


8. 'ষোড়শ মহাজনপদ'-এর মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদ-এর নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে?


(a) কাশী

(b) মগধ

(c) পাঞ্চাল

(d) কোশল


উত্তরঃ- (b) মগধ


9. 'বায়োডাইভার্সিটি' শব্দটি প্রবর্তন করেন কে?


(a) ওভাম

(b) ট্যান্সলে

(c) আর্নস্ট মায়ার

(d) ডব্লু জি রোজেন


উত্তরঃ- (d) ডব্লু জি রোজেন


10. কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন?


(a) ভারতের একত্রিত তহবিল

(b) ভারতের কন্টিনজেন্সি তহবিল

(c) ভারতের পাবলিক অ্যাকাউন্ট

(d) কোনোটিই নয়


উত্তরঃ- (a) ভারতের একত্রিত তহবিল

(ads1)

11. নীচের কোন রোগটি অটোজম ঘটিত?


(a) বর্ণান্ধতা

(b) হিমোফিলিয়া

(c) থ্যালাসেমিয়া

(d) সবকটিই


উত্তরঃ- (c) থ্যালাসেমিয়া


12. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম হাইস্পিড 6জি প্রোটোটাইপ ডিভাইস চালু করেছে?


(a) জাপান

(b) ইজরায়েল

(c) মার্কিন যুক্তরাষ্ট্র

(d) ভারত


উত্তরঃ- (a) জাপান


13. কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে পালিত হয়ে গেল?


(a) 20 মে

(b) 18 মে

(c) 19 মে

(d) 1 ডিসেম্বর


উত্তরঃ- (b) 18 মে


14. ভারতের জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল?


(a) 1971-1991

(b) 1921-1941

(c) 1961-1981

(d) 1901-1911


উত্তরঃ- (c) 1961-1981


15. কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন?


(a) ঔরঙ্গজেব

(b) দ্বিতীয় বাহাদুর শাহ

(c) জাহাঙ্গীর

(d) আকবর


উত্তরঃ- (a) ঔরঙ্গজেব


16. মিহিরকুল কে ছিলেন?


(a) পহ্লব রাজা

(b) শক রাজা

(c) কুষাণ রাজা

(d) হুন রাজা


উত্তরঃ- (d) হুন রাজা


17. কোনটিকে সরকারি ব্যয়রূপে গণ্য করা হয় না?


(a) প্রতিরক্ষা খাতে ব্যয়

(b) সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়

(c) স্থানীয় বাস পরিবহণকে দেওয়া ভর্তুকি

(d) জাতীয় ঋণের সুদ প্রদান


উত্তরঃ- (b) সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়


18. সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তাঁর দ্বিতীয় রাজধানী স্থাপন করেন?


(a) উজ্জয়িনী

(b) বলভি

(c) মালব

(d) বিদিশা


উত্তরঃ- (a) উজ্জয়িনী


19. কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাস করেছে?


(a) ইতালি

(b) সুইজারল্যান্ড

(c) স্কটল্যান্ড

(d) ইংল্যান্ড


উত্তরঃ- (c) স্কটল্যান্ড


20. ভারতের যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই:


(a) অভয়ারণ্য

(b) সংরক্ষিত অরণ্য

(c) সুরক্ষিত অরণ্য

(d) জাতীয় উদ্যান


উত্তরঃ- (b) সংরক্ষিত অরণ্য

(ads2)

21. দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?


(a) ইব্রাহিম লোদী

(b) সিকান্দার লোদী

(c) ফিরোজ তুঘলক

(d) বহুলুল খান লোদী


উত্তরঃ- (a) ইব্রাহিম লোদী


22. সাম্প্রতিক কালে লোকসভায় প্রস্তাবিত 'জন বিশ্বাস বিল'-এর প্রধান উদ্দেশ্য কী?


(a) পুলিশি আইন সংস্কার

(b) অপুষ্টি দূরীকরণ

(c) আতঙ্কদের বিরোধিতা

(d) ব্যবসা-বাণিজ্যের সুবিধা


উত্তরঃ- (d) ব্যবসা-বাণিজ্যের সুবিধা


23. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত?


(a) অনুচ্ছেদ 24

(b) অনুচ্ছেদ 23

(c) অনুচ্ছেদ 19

(d) অনুচ্ছেদ 17


উত্তরঃ- (a) অনুচ্ছেদ 24


24. ওবিসি সম্প্রদায়ের উপ-শ্রেণীকরণের জন্য যে কমিশন গঠিত হয়েছে তার প্রধান কে?


(a) বিচারপতি সঞ্জয় পোড়েল

(b) বিচারপতি কি ওয়াই চন্দ্রচূড়

(c) বিচারপতি জি রোহিনী

(d) বিচারপতি উদয় উমেশ ললিত


উত্তরঃ- (c) বিচারপতি জি রোহিনী


25. নিউলান্ডস-এর অষ্টক সূত্র অনুসারে বেরেলিয়ামের সমধর্মী মৌলটি হল:


(a) ম্যাগনেসিয়াম

(b) সোডিয়াম

(c) অ্যালুমিনিয়াম

(d) ক্যালসিয়াম


উত্তরঃ- (a) ম্যাগনেসিয়াম


26. নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানসমূহে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই?


(a) আসাম

(b) অরুণাচল প্রদেশ

(c) রাজস্থান

(d) সিকিম


উত্তরঃ- (b) অরুণাচল প্রদেশ


27. কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন?


(a) দ্বিতীয় পুলকেশী

(b) প্রথম পুলকেশী

(c) কীর্তিবর্মন

(d) মঙ্গলেশ


উত্তরঃ- (a) দ্বিতীয় পুলকেশী


28. বেকিং সোডার মিশ্রণে থাকে:


(a) সোডিয়াম কার্বনেট ও টারটারিক অ্যাসিড

(b) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক অ্যাসিড

(c) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড

(d) সোডিয়াম কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড


উত্তরঃ- (b) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক অ্যাসিড


29. ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে?


(a) জার্মানি

(b) মার্কিন যুক্তরাষ্ট্র

(c) ইংল্যান্ড

(d) রাশিয়া


উত্তরঃ- (d) রাশিয়া


30. অলিম্পিক পতাকায় বৃত্তের কটি সংখ্যা থাকে?


(a) 5টি

(b) 4টি

(c) 6টি

(d) 3টি


উত্তরঃ- (a) 5টি


Read More...

PSC Miscellaneous GK in Bengali - Set 6

PSC Miscellaneous GK in Bengali - Set 5

PSC Miscellaneous GK in Bengali - Set 4


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad