বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 84
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 84 |
বাংলা জিকে ডায়েরি 📘
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 84 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali
১। 'ফোবোস' ও 'ডিমোস' কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ?
➥ মঙ্গল।
২। 'রুমেন' মানবদেহের কীসের একটি অংশ?
➥ পেট।
৩। কোনো বস্তুর ওজন কোথায় বেশি হয়?
➥ মেরু অঞ্চলে।
৪। পৃষ্ঠটান হল একধরনের-
➥ বল।
৫। গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দুরত্বকে বলে-
➥ ফোকাস দৈর্ঘ্য ।
৬। অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল?
➥ চ্যালকোজেন।
৭। জলের বিশুদ্ধতম রূপ হল-
➥ বৃষ্টির জল।
৮। তামাকের মধ্যে থাকা কোন উপাদান এটিকে মানুষের সেবনের জন্য ক্ষতিকর করে তোলে?
➥ নিকোটিন।
৯। সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখল 'ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন'?
➥ জয়ন্ত মূর্তি (এখন থেকে গ্রহানুটির নতুন নাম হবে (215884) জয়ন্তমূর্তি)।
১০। কোন রাজবংশ খাজুরাহোতে মন্দির তৈরি করেছিলেন বলে জানা যায়?
➥ চান্দেলা।
১১। বিজয়নগর মন্দিরের স্তম্ভে খোদাই করা সব থেকে সাধারণ প্রাণী কোনটি?
➥ ঘোড়া।
১২। বিখ্যাত চিত্রশিল্পী ওস্তাদ মনসুর কোন মোগল সম্রাটের পৃষ্ঠপোষকতা করেছিলেন?
➥ জাহাঙ্গীর।
১৩। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
➥ মেসোপটেমিয়া।
১৪। 'অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস' প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছিলে-
➥ লালা লাজপত রায়।
১৫। কোন বাঙালি লেখক হিন্দিকে ভারতের জাতীয় ভাষা হিসেবে গ্রহণের পরামর্শ দিয়েছিলেন?
➥ ভূদেব মুখার্জি।
(ads1)
১৬। কোন ব্রিটিশ পুরুষ সম্রাট আকবরের কাছ থেকে গুজরাতে বাণিজ্যের জন্য একটি ফরমান পাওয়ার চেষ্টা করেছিলেন?
➥ জন মিলডেনহল।
১৭। কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ব্রিটিশ সংসদীয় নিয়ন্ত্রণে আনা হয়?
➥ ১৭৭৩।
১৮। ১৯০২ সালে কিসের সংস্কারের জন্য 'ফ্রেজার কমিশন' প্রতিষ্ঠিত হয়েছিল?
➥ পুলিশ।
১৯। কোন মোগল রাজা পঞ্চম শিখ গুরু অর্জুন দেবের শিরচ্ছেদ করেছিলেন?
➥ জাহাঙ্গীর।
২০। তুলা চাষের জন্য কোন মাটি সব থেকে উপযুক্ত বলে বিবেচিত হয়?
➥ কালো মাটি।
২১। 'জাখম বাঁধ' ভারতের কোন রাজ্যে আছে?
➥ রাজস্থান।
২২। কোন দ্বীপ বিষুবরেখার সব থেকে কাছে?
➥ গ্রেট নিকোবর।
২৩। খাসি ও গারো ভারতের কোন রাজ্যের ভাষা?
➥ মেঘালয়।
২৪। ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র কোথায় তৈরি ও মুদ্রিত হয়?
➥ পুনে (ডেটা সেন্টার অফ ইন্ডিয়া মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।
২৫। ভারতের শীতলতম স্থান কোনটি?
➥ দ্রাস (জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় অবস্থিত)।
২৬। সিন্ধু নদী থেকে সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের উদ্দেশ্যে ভারতকে কতটা জল দেওয়া হয়েছে?
➥ ২০%।
২৭। 'হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার' কোথায় অবস্থিত?
➥ সিমলা।
২৮। কেরলের কোন সমুদ্র সৈকত 'টিপু সুলতান সৈকত' নামেও পরিচিত?
➥ সাদ্দাম সৈকত।
২৯। 'খারকাই' কোন নদীর উপনদী?
➥ সুবর্ণরেখা।
আরো পড়ুন...
Please do not enter any spam link in the comment box.