Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 85

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 85

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 85
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 85

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 85 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৮টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। পরিবেশের উন্নতির মাধ্যমে মানবজাতির উন্নতির গবেষণাটি কোন নামে পরিচিত?

➥ ইউথেনিক্স।


২। মানবদেহের বৃহত্তম গ্রন্থি-

➥ যকৃৎ।


৩। কাকে আধুনিক বাস্তুশাস্ত্রের জনক বলা হয়?

➥ ইউজিন ওডাম।


৪। রক্তে ইউরিয়ার উচ্চমাত্রা মানবদেহের কোন অংশের ক্ষতির ইঙ্গিত দেয়?

➥ কিডনি।


৫। কোনো বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে-

➥ রঙের ওপর।

 

৬। জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয়-

➥ অনুপ্রস্থ তরঙ্গ।


৭। ক্যামেরার লেন্সের পিছনের পর্দায় কিসের আস্তরণ দেওয়া হয়?

➥ সিজিয়াম।


৮। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য ব্যবহৃত পদার্থের নাম-

➥ পোড়াচুন।


৯। কোন সালে কংগ্রেস প্রথমবারের মতো ভারতীয় সংসদে বিরোধী দল হিসেবে কাজ করে?

➥ ১৯৭৭।


১০। কাকে 'ভারতীয় প্রেসের মুক্তিদাতা' বলা হত?

➥ স্যার চার্লস মেটকাফ।


১১। কোন স্থানে ভারতে প্রথম ইউরোপীয় জনপদ তৈরি হয়েছিল?

➥ কোচি।


১২। চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং কার কাছে সংস্কৃত ভাষা শেখেন?

➥ শীলভদ্র।


১৩। শের শাহ সূরি কোন জাতির লোক ছিলেন?

➥ পাঠান (আফগান)।


১৪। বিখ্যাত গ্রন্থ 'বৃহৎ কথা' কার লেখা?

➥ গুণাধ্যায়।


১৫। হর্ষবর্ধনের অন্য নাম কি ছিল?

➥ শিলাদিত্য।

(ads1)

১৬। দিল্লির কোন সুলতান চেঙ্গিজ খানের সমসাময়িক ছিলেন?

➥ ইলতুৎমিস।


১৭। ভারতের কোন এলাকার সম্রাটরা 'বিরাট' উপাধি নিতেন?

➥ উত্তর ভারতের সম্রাটরা।


১৮। 'নিষাদ' কারা?

➥ অনার্য উপজাতি।


১৯। কোন প্রণালী ভূমধ্যসাগরকে 'আটলান্টিক মহাসাগর'এর সঙ্গে সংযুক্ত করেছে?

➥ জিব্রাল্টার প্রণালী।


২০। কোন শিলা মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পাওয়া যায়?

➥ ব্যাসল্ট।


২১। চিন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি?

➥ টাইফুন।


২২। প্রাচীন গ্রিসে চাঁদকে বলা হত-

➥ সেলিন।


২৩। 'মাউন্ট কিলিমাঞ্জারো' কোন দেশে আছে?

➥ তাঞ্জানিয়া।


২৪। প্রায়ই খবরে আসা 'স্কারবোরো শোল' কোন দুটি দেশের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল?

➥ চিন ও ফিলিপিন্স।


২৫। পৃথিবীর দীর্ঘতম দ্বীপ কোনটি?

➥ গ্রিনল্যান্ড (আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে মোট ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এটি)।


২৬। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রউরকেলা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ধারণা করা হয়েছিল?

➥ দ্বিতীয়।


২৭। 'তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র' ভারতের কোন রাজ্যে আছে?

➥ ওড়িশা।


২৮। ভারতের কোন রাজ্যকে 'ঈশ্বরের নিজের দেশ' বলা হয়?

➥ কেরল।


আরো পড়ুন...

PSC Miscellaneous GK in Bengali

ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা

ভারতের প্রধান প্রধান জাতীয় জলপথ সমূহ

ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ

ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad