বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 86
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 86 |
বাংলা জিকে ডায়েরি 📘
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 86 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali
১। 'নকটিস আগ্নেয়গিরি', যা সম্প্রতি খবরে এসেছে, এটি কোন গ্রহে পাওয়া গেছে?
➥ মঙ্গল।
২। রক্তের গ্রুপ আবিষ্কার করেন-
➥ কার্ল ল্যান্ডস্টেইনার।
৩। মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে-
➥ হরমোন।
৪। পর্যায় সারণির অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
➥ দ্বিতীয়।
৫। টার্নার সিনড্রোম আক্রান্ত ক্রোমোজোমের সংখ্যা কত?
➥ ৪৫।
৬। অপটিক্যাল ফাইবার প্রযুক্তি পদার্থবিদ্যার কোন নীতির ওপর কাজ করে?
➥ আলোর মোট অভ্যন্তরীণ প্রতিফলন।
৭। এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং কোন প্রযুক্তির উদ্ভাবক?
➥ এফ এম রেডিও।
৮। 'ল্যাকটোমিটার' (দুধের নমুনার বিশুদ্ধতা নির্ণয় করতে ব্যবহৃত) ও 'হাইড্রোমিটার' (তরল পদার্থের ঘনত্ব নির্ণয় করতে ব্যবহৃত) কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি?
➥ আর্কিমিডিস।
৯। অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে বন্ধন কোণ কত?
➥ ১০৭ ডিগ্রি।
১০। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাস হয়?
➥ লাহোর।
(ads1)
১১। 'ইন্ডিয়ান কাউন্সিল অফ ১৮৯২ অ্যাক্ট' কোন পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল?
➥ ডাফরিন পরিকল্পনা।
১২। রাজা রামমোহন রায় কত সালে মোগল সম্রাটদের দূত হিসাবে ইংল্যান্ডে যান?
➥ ১৮৩১।
১৩। 'আহমদিয়া আন্দোলন'এর প্রতিষ্ঠাতা ছিলেন-
➥ মির্জা গুলাম আহমেদ।
১৪। প্রথম দুর্ভিক্ষ কমিশনের চেয়ারম্যান ছিলেন-
➥ রিচার্ড স্ট্রেচি।
১৫। দক্ষিণ ভারতের ধরণীকোটা স্থানটি কোন প্রাচীন রাজবংশের সঙ্গে সম্পর্কিত?
➥ সাতবাহন।
১৬। 'কল্পসূত্র'এর রচয়িতা-
➥ ভদ্রবাহু।
১৭। কোন সেন শাসক বাংলায় কুলীনবাদ প্রবর্তন করেন?
➥ বল্লাল সেন।
১৮। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন?
➥ ইউসুফ আদিল শাহ।
১৯। কোন যুদ্ধে জয়চাঁদ, মোহাম্মদ ঘোরীর কাছে পরাজিত ও নিহত হন?
➥ চান্দাওয়ারের যুদ্ধ।
২০। সম্প্রতি খবরে আসা 'আতাপাকা পাখি অভয়ারণ্য' ভারতের কোন রাজ্যে আছে?
➥ অন্ধ্রপ্রদেশ।
২১। 'কৃষ্ণা' নদীর উপর 'আলমাট্টি' বাঁধ প্রকল্প কোন কোন রাজ্যের মধ্যে একটি সমস্যা ছিল?
➥ কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ।
২২। নিকোবর দ্বীপপুঞ্জের সবথেকে উত্তরের দ্বীপ কোনটি?
➥ কার নিকোবর।
২৩। তামিলনাড়ুর কোন সমুদ্র সৈকতে 'চিত্রা পূর্নমী উৎসব' একটি বিখ্যাত উৎসব?
➥ পুষ্পুহার সৈকত।
২৪। 'সালসেট দ্বীপ' ভারতের কোন রাজ্যের একটি অংশ?
➥ মহারাষ্ট্র।
২৫। 'গোবিন্দ বল্লভ পন্ত সাগর' জলাধার কোন নদীর তীরে অবস্থিত?
➥ রিহান্দ।
২৬। ইন্দো গাঙ্গেয় সমভূমির বেশিরভাগ নদীতে কোন ধরনের নিষ্কাশনের পদ্ধতি রয়েছে?
➥ ডেনড্রাইটিক।
২৭। বিহারের বেশিরভাগ এলাকা কোন ধরনের মাটি দিয়ে ঢাকা?
➥ পলিমাটি।
২৮। ভারতে সোয়াবিনের উৎপাদনের অর্ধেকের বেশি আছে কোন রাজ্য থেকে?
➥ মধ্যপ্রদেশ (৭০ শতাংশেরও বেশি)।
২৯। 'পুসা সিন্ধু গঙ্গা' কোন ফসলের জাত?
➥ গম।
আরো পড়ুন...
Please do not enter any spam link in the comment box.