Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 82

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 82

Lucent GK in Bengali - 82
Lucent GK in Bengali - 82

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 82 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। 'মাইট্রোকনড্রিয়া' শব্দটির উদ্ভাবন করেছিলেন?

➥ কার্ল বেন্ডা।


২। 'হারপেটোলজি' বিজ্ঞানের কোন শাখা বিষয়ক অধ্যয়ন?

➥ উভচর ও সরীসৃপ।


৩। ধ্রুব কৌণিক বেগের সঙ্গে চলমান একটি দেহের কৌণিক ত্বরণ-

➥ শূন্য।


৪। পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত বিচ্ছিন্নতার ঘটনাকে আমরা বলি-

➥ তেজস্ক্রিয়তা।


৫। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

➥ ৫৬।

 

৬। কোন ভিটামিনের অভাবে 'জেরোফথালমিয়া' রোগ হয়?

➥ ভিটামিন 'এ' (এটি হলো চোখের একটি গুরুতর রোগ)।


৭। 'হেমাটাইট' ও 'ম্যাগনেটাইট' হল-

➥ লৌহ আকরিক।


৮। চার্লস গুডইয়ার কিসের জন্য পরিচিত?

➥ রাবারের ভলকানাইজেশন।


৯। কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয-?

➥ সাব্লিমেশন।


১০। 'বক্সারের যুদ্ধ' ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও কার মধ্যে সংঘটিত হয়েছিল?

➥ মীর কাসিম (১৭৬৪ সালে)।


১১। কোন সমাজতান্ত্রিক নেতা হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে 'ভারত ছাড়ো আন্দোলন'এ যোগ দিয়েছিলেন?

➥ জয়প্রকাশ নারায়ণ।


১২। কোন জায়গায় মহাত্মা গান্ধী 'গ্রীন প্যাম্ফলেট' জারি করেছিলেন?

➥ রাজকোট।


১৩। ভারত কবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়?

➥ ১৯৫০ সাল।


১৪। কোন জায়গা ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম প্রমাণ দিয়েছে?

➥ মেহেরগড়।


১৫। 'পরমসৌগত' উপাধিটি গ্রহণ করেছিলেন-

➥ রাজ্য বর্ধন।

(ads1)

১৬। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে কোনটি নৈতিক আচরণবিধি সম্পর্কিত?

➥ বিনয় পিটক।


১৭। মধ্যযুগীয় ভারতে সরাসরি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে শাসিত জমির জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল?

➥ খলিসা।


১৮। ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়?

➥ সুরাট।


১৯। দিল্লির কোন সুলতান রূপো ও সোনার মুদ্রার বদলে তামার মুদ্রা জারি করেছিলেন?

➥ মহম্মদ বিন তুঘলক।


২০। ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি সীমান্ত রাজ্য রয়েছে?

➥ উত্তর প্রদেশ (৮টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চল: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, বিহার ও দিল্লী)।


২১। 'বাসব সাগর বাঁধ' ভারতের কোন রাজ্যে আছে?

➥ কর্ণাটক।


২২। 'দক্ষিণ তালপট্টি দ্বীপ' ভারত ও কোন দেশের মধ্যে একটি বিতর্কিত এলাকা?

➥ বাংলাদেশ।


২৩। ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

➥ পন্তনগর (বিশ্ববিদ্যালয়টির নাম 'জি.বি.পন্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি')।


২৪। 'রাজঘাট নদী উপত্যকা প্রকল্প' কোন নদীর সঙ্গে যুক্ত?

➥ বেতোয়া।


২৫। ভারতের কোন রাজ্যটি ৩ দিক থেকে বাংলাদেশের মাধ্যমে বেষ্টিত?

➥ ত্রিপুরা।


২৬। শীতল মরুভূমিতে প্রচলিত সেচ ব্যবস্থা কোন নামে পরিচিত?

➥ কুহলস।


২৭। 'চাইল' হিল স্টেশনটি ভারতের কোন রাজ্যে আছে?

➥ হিমাচল প্রদেশ।


২৮। থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলা স্থানীয়ভাবে কোন নামে পরিচিত?

➥ ধ্রিয়ান।


২৯। ভারতের কোন রাজ্যের ক্রোমাইট উৎপাদনে প্রায় একচেটিয়া অধিকার রয়েছে?

➥ ওড়িশা।


আরো পড়ুন...

কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার

কয়েকটি বাদ্যযন্ত্রের তারের সংখ্যা তালিকা

ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad