বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 81
বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 81 |
বাংলা জিকে ডায়েরি 📘
বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 81 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
GK in Bengali Part - 81
১। 'ওজেম্পিক', যা সম্প্রতি খবরে এসেছে, তা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
➥ টাইপ ২ ডায়াবেটিস।
২। 'ভেজিটেবল প্রোডাকশন সিস্টেম' (ভেজি) কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত?
➥ নাসা (এটি হল 'আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন'এ উদ্ভিদ বৃদ্ধির ইউনিট)।
৩। কোন মহাকাশ সংস্থা 'ফিউচার সার্কুলার কোলাইডার প্রকল্প'এর সঙ্গে যুক্ত?
➥ ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ।
৪। দুটি লম্ব ভেক্টরের বিন্দু গুণফল-
➥ ০।
৫। ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের অনুর সম্ভাব্য শক্তিকে আমরা বলি-
➥ পৃষ্ঠ শক্তি।
৬। রেফ্রিজারেটরের তরল শীতকরূপে ব্যবহৃত পদার্থটি হল-
➥ অ্যামোনিয়া।
৭। আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে হ্যালোজেন রয়েছে?
➥ গ্রুপ ১৭।
৮। কোন মৌলটিকে 'কুইক সিলভার' বলা হয়?
➥ পারদ।
৯। কাকে 'বিস্তৃত মহাবিশ্ব' আবিস্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়?
➥ মার্কিনী জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল (তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে)।
১০। 'সলবাই সন্ধি' কোন যুদ্ধের সঙ্গে জড়িত?
➥ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ।
১১। ১৮৬৭ সালে নবগোপাল মিত্র কোন জায়গায় হিন্দু মেলা শুরু করেছিলেন?
➥ কলকাতা।
১২। ১৯৪৬ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন-
➥ পন্ডিত জওহরলাল নেহেরু।
১৩। ১৯৪২ তাহলে কার মাধ্যমে 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি' প্রতিষ্ঠিত হয়েছিল?
➥ ক্যাপ্টেন মোহন সিং।
১৪। প্রথম তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
➥ মাদুরাই।
১৫। কোন গুপ্ত সম্রাট একজন বিশেষজ্ঞ বীণা বাদক ছিলেন?
➥ সমুদ্রগুপ্ত।
১৬। 'পঞ্চসিদ্ধান্তিকা' বইটি লিখেছিলেন-
➥ বরাহমিহির।
১৭। কোন জায়গায় শেরশাহ সুরি'র সমাধি অবস্থিত?
➥ বিহারের সাসারাম।
১৮। কোন মোগল রাজা 'ইলাহী' মুদ্রা জারি করেছিলেন?
➥ আকবর।
১৯। কোন পন্ডিত গজনীর মাহমুদের ভারত আক্রমণের সময় তার সঙ্গে ছিলেন?
➥ আল বিরুনী।
২০। ভারতের কোন সংস্থা টপোগ্রাফিক মানচিত্র তৈরি করে?
➥ সার্ভে অফ ইন্ডিয়া।
২১। 'তিন বিঘা করিডর' কোন দুই দেশের সীমান্তে অবস্থিত?
➥ ভারত ও বাংলাদেশ।
২২। বিখ্যাত ঐতিহাসিক বিন্দু 'আলিয়াবাদ সরাই' কোন গিরিপথে অবস্থিত?
➥ পির পাঞ্জাল।
২৩। 'কোলেরু হ্রদ' কোন কোন নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত?
➥ কৃষ্ণা ও গোদাবরী।
২৪। কোন খনিজ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত?
➥ শীট মাইকা।
২৫। ভারতের বৃহত্তম তেল ক্ষেত্র কোনটি?
➥ বোম্বে হাই।
২৬। ভারতের কোন রাজ্যে বায়োগ্যাসের সম্ভাবনা সবথেকে বেশি?
➥ উত্তর প্রদেশ।
২৭। রেল পরিবহন নেটওয়ার্ক আকারের দিক থেকে ভারতের স্থান কত?
➥ চতুর্থ (ভারতীয় রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১,২৩,০০০ কিলোমিটার)।
২৮। 'কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট' কোথায় অবস্থিত?
➥ হিমাচল প্রদেশের সিমলা।
২৯। ভারতে মোট কটি রাজ্য আছে?
➥ ২৮টি (৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে)।
(ads2)
আরো পড়ুন...
➜ প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
➜ সংসদ এবং রাজ্য বিধানসভার বিল পাশের বিভিন্ন পদ্ধতি
➜ ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা - ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
Please do not enter any spam link in the comment box.