Ads Area

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 80

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 80

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 80
বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 80

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 80 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


GK in Bengali Part - 80


১। 'কাঠের অ্যালকোহল' নামে পরিচিত-

➥ মিথানল।


২। 'ক্যালোরিমেট্রি' বলতে বোঝায়-

➥ তাপ পরিমাপ।


৩। বেকারি ও ডিস্টিলারির আশেপাশে কোন ছত্রাক জন্মায়?

➥ হুইস্কি ছত্রাক (এটি 'Baudoinia compniacensis' নামেও পরিচিত)।


৪। 'TV-D1' ভারতের কোন মিশনের প্রথম পরীক্ষামূলক যান?

➥ গগনযান।


৫। 'ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট' কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত?

➥ নাসা।

 

৬। 'হ্যালিটোসিস' বলতে বোঝায়-

➥ মুখের দুর্গন্ধ।


৭। আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে হ্যালোজেন রয়েছে?

➥ গ্রুপ ১৭।


৮। পরমাণুর মৌলিক কণাগুলির মধ্যে সবথেকে ভারী কণা হল-

➥ নিউট্রন।


৯। আলোর প্রতিসরণে যা অবশ্যই ঘটবে, তা হল-

➥ বেগের পরিবর্তন।


১০। মানবেদহে রক্তসঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন?

➥ উইলিয়াম হার্ভে।


১১। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

➥ ১৯৩১ সালের ৭ সেপ্টেম্বর।


১২। ১৯২৫ সালের ৯ আগস্ট দিনটি ভারতীয় ইতিহাসে কোন ঘটনার জন্য পরিচিত?

➥ কাকোরী ট্রেন ডাকাতি।


১৩। 'বক্সারের যুদ্ধ'এর পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

➥ এলাহাবাদ চুক্তি।


১৪। 'মাদ্রাজ হাইকোর্ট'এর প্রথম ভারতীয় বিচারপতি ছিলেন-

➥ টি.মুথুস্বামী আইয়ার।


১৫। 'পট্টিনি' ধর্ম কোন সঙ্গম শাসকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?

➥ সেনগুত্তুভান (চেরা শাসক)।


(ads1)


১৬। অবন্তী মহাজনপদের দক্ষিণাঞ্চলের রাজধানী ছিল-

➥ মহিষমতী।


১৭। মোগলদের অধীনে, বন্দর সুপারিন্টেন্ডেন্ট ছিলেন-

➥ মীর-ই-বাহার।


১৮। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-

➥ ইউসুফ আদিল শাহ।


১৯। আমির খসরু কোন সুফি সাধকের শিষ্য ছিলেন?

➥ নিজাম উদ্দিন আউলিয়া।


২০। 'জাহাঙ্গীর মহল' কোন দুর্গে অবস্থিত?

➥ আগ্রা।


২১। ভারতে একমাত্র কোন রাজ্য মুগা সিল্ক উৎপাদন করে?

➥ অসম।


২২। ভারতে কোন অঞ্চলে 'কনিক্কারন' ও 'যুর্ভা' উপজাতি দেখতে পাওয়া যায়?

➥ দক্ষিণ ভারত।


২৩। 'টেমি চা বাগান' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ সিকিম।


২৪। 'কায়াসাসানুর ফরেস্ট ডিজিজ', যা সম্প্রতি খবরে এসেছে, তা ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

➥ কর্ণাটক (এটি 'বানর জ্বর' নামেও পরিচিত)।


২৫। 'গড়জট পাহাড়' কোন নামে পরিচিত?

➥ ওড়িশা হাইল্যান্ড।


২৬। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?

➥ তেহরি বাঁধ।


২৭। দারিংবাড়ি ভারতের কোন রাজ্যের বিখ্যাত পার্বত্য শহর?

➥ ওড়িশা।


২৮। কোন হিল স্টেশনটি 'কুমায়নের ফলের বাটি' নামেও পরিচিত?

➥ রামগড়।


২৯। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত?

➥ গোদাবরী।



আরো পড়ুন...

General Knowledge in Bengali with Answers Part - 79

General Knowledge in Bengali with Answers Part - 78


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad