জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 78
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers |
বাংলা জিকে ডায়েরি 📘
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 78 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই General Knowledge in Bengali with Answers পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali with Answers দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in Bengali with Answers
১। কোন রোগটিকে 'ইয়ারসিনিয়া পেস্টিস' বলে?
➥ প্লেগ।
২। অন্য কোনো ধাতুর সঙ্গে পারদের সংকর ধাতুকে বলা হয়-
➥ অ্যামালগাম।
৩। ক্রেবস চক্রের একটি গুরুত্বপূর্ণ পণ্য-
➥ এটিপি।
৪। আলোর প্রতিসরণে যা অবশ্যই ঘটবে, তা হল-
➥ বেগের পরিবর্তন।
৫। কলের জলে সাধারনত কোন উপাদান বেশি থাকে?
➥ আইরন (লোহা)।
৬। সাবানের রাসায়নিক নাম হল-
➥ সোডিয়াম স্টিয়ারেট।
৭। ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে মেশাতে হয়-
➥ কার্বন।
৮। পরমাণুর মৌলিক কণা গুলির মধ্যে সবথেকে ভারী কনা হল-
➥ নিউট্রন।
৯। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন?
➥ নিকোলাস অগাস্ট অটো।
১০। কোন গ্রিক রাষ্ট্রদূত বিষ্ণুর সম্মানে একটি স্তম্ভ স্থাপন করেছিলেন?
➥ হেলিওডোরাস।
১১। বিখ্যাত ইন্দো-গ্রীক শাসক প্রথম মেনান্ডার কোন স্থানে তার রাজধানী স্থাপন করেন?
➥ সাকালা বা, শিয়ালকোট।
১২। সঙ্গম সাহিত্যের উপদেশমূলক রচনাগুলি কোন নামে পরিচিত?
➥ কিলকনাক্কু।
১৩। 'সত্য শোধক সমাজ'এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
➥ জ্যোতিবা ফুলে।
১৪। 'বম্বে ক্রনিকল' পত্রিকা প্রকাশ করেন-
➥ ফিরোজশাহ মেহতা।
১৫। কিসের বিরুদ্ধে 'বিষ্ণোই আন্দোলন' শুরু হয়েছিল?
➥ গাছ কাটা।
১৬। ১৭৭৩ সালে গঠিত গভর্নর জেনারেল কাউন্সিলে কত জন সদস্য ছিলেন?
➥ ৪।
১৭। 'ইসলাম শাহ সূরি' উপাধি ধারণ করেন কে?
➥ জালাল খান।
১৮। মারাঠা ভূমি রাজস্ব ব্যবস্থায় ভূমি পরিমাপের একক কি ছিল?
➥ কাঠি।
১৯। কোন মোগল সম্রাট লাহোরের বাদশাহী মসজিদ তৈরি করেছিলেন?
➥ ঔরঙ্গজেব।
২০। 'আলমাট্টি বাঁধ' কোন নদীর উপর অবস্থিত?
➥ কৃষ্ণা।
২১। ভারতের কোন রাজ্যটি তিন দিক থেকে বাংলাদেশের মাধ্যমে বেষ্টিত?
➥ ত্রিপুরা।
২২। ভারতে ক'টি সিসমিক জোন আছে?
➥ ৪টি।
২৩। 'রস' দ্বীপের নতুন নাম-
➥ নেতাজী সুভাষ চন্দ্র বসু দ্বীপ।
২৪। অসমের কোন দ্বীপটিকে ব্রিটিশরা 'ময়ূর দ্বীপ' নাম দিয়েছিল?
➥ উমানন্দ দ্বীপ।
২৫। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবথেকে কম?
➥ বিহার (৬৩.৮২%)।
২৬। ভারতের প্রথম আদমসুমারি স্বাধীনতার পর কোন সালে অনুষ্ঠিত হয়?
➥ ১৯৫১।
২৭। ভারতের সবথেকে শিক্ষিত ও ধনী ধর্মীয় সম্প্রদায় কোনটি?
➥ জৈন।
২৮। গ্রেট ইন্ডিয়ান মরুভূমি ভারতের কোন অংশে অবস্থিত?
➥ উত্তর-পশ্চিম।
২৯। ভারত ও ভুটানের সীমানা ভারতের কটি রাজ্যের লাগোয়া?
➥ ৪টি (অসম - ২৬৭ কিলোমিটার, অরুণাচল প্রদেশ - ২১৭ কিলোমিটার, পশ্চিমবঙ্গ - ১৮৩ কিলোমিটার ও সিকিম - ৩২ কিলোমিটার)।
আরো পড়ুন...
➜ General Knowledge in Bengali with Answers Part - 77
➜ General Knowledge in Bengali with Answers Part - 76
➜ General Knowledge in Bengali with Answers Part - 75
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 74
➜ Food SI GK Mock Test in Bengali Part - 17
Please do not enter any spam link in the comment box.