Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 75

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 75

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 75 এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই General Knowledge in Bengali with Answers পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali with Answers দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


General Knowledge in Bengali with Answers


১। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা-

➥ অ্যালবার্ট আইনস্টাইন।


২। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক-

➥ ফার্মি।


৩। অদৃশ্য হওয়ার আগে প্রায় কতক্ষণ একটি চিত্র রেটিনায় থাকে?

➥ 1/16 সেকেন্ড।


৪। 'সাদা কয়লা' শব্দটি মাঝে মাঝে কোনটিকে নির্দেশ করে?

➥ জলবিদ্যুৎ।


৫। 'ম্যালাথিয়ন' হল একটি-

➥ কীটনাশক।


৬। কেরলের উপকূলে তেজস্ক্রিয় দূষণ ঘটায়-

➥ থোরিয়াম।


৭। পারমাণবিক সংখ্যা কোন বর্ণমালার মাধ্যমে চিহ্নিত করা হয়

➥ Z.


৮। আমাদের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়?

➥ লিভার।


৯। জেনেটিক্স'এর জনক-

➥ গ্রেগর জোহান মেন্ডেল।


১০। হৃদপিন্ডের সব থেকে ভিতরের স্তর কোনটি?

➥ এন্ডোকার্ডিয়াম।


১১। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে গ্রেকো-রোমান সাহিত্যের 'স্যান্ড্রোকোটাস' চিহ্নিত করেন-

➥ উইলিয়াম জোনস।


১২। বিখ্যাত গ্রন্থ 'সূত্রকৃতঙ্গ'এ কার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়?

➥ মহাবীর।


১৩। একটি গুরুত্বপূর্ণ নিওলিথিক সাইট 'উটনুর' কোন রাজ্যে অবস্থিত?

➥ তেলেঙ্গানা।


১৪। প্রথমবার হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন-

➥ চার্লস ম্যাসন।


১৫। ১৯১৪ সালে বার্লিনে 'ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি' প্রতিষ্ঠা করেন-

➥ চেম্পকরমন পিল্লাই।


১৬। 'আনন্দ বন' প্রতিষ্ঠার জন্য পরিচিত-

➥ বাবা আমতে।


১৭। কোন সুলতান নিজেকে 'দ্বিতীয় আলেকজান্ডার' (সিকান্দার-ই-সানি) হিসাবে বর্ণনা করেছিলেন?

➥ আলাউদ্দিন খিলজী।


১৮। কোন ভারতীয় রাজা পর্তুগিজ পরিব্রাজক ভাস্কো দা গামা'কে কালিকটে অবতরণ করার সময় তাকে সাদরে গ্রহণ করেন?

➥ জামোরিন।


১৯। কোন শিখ গুরু অমৃতসরের ভিত্তি স্থাপন করেছিলেন?

➥ গুরু রাম দাস।


২০। মোগলরা তাদের মায়ের দিক থেকে কার বংশধর ছিল?

➥ চেঙ্গিজ খান।


২১। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

➥ এনএইচ-৪৪।


২২। 'ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প' ভারতের কোন রাজ্যের অন্তর্গত?

➥ ওড়িশা।


২৩। সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

➥ ধূপগড়।


২৪। চাঁদের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকার প্রধান কারণ হল?

➥ বায়ুমণ্ডল।


২৫। হিমালয়ের কোন অংশটিকে 'দেবতার আবাস' বলা হয়?

➥ হিমাদ্রি হিমালয়।


২৬। 'ভারত ওমান রিফাইনারিজ লিমিটেড' কোন রিফাইনারি পরিচালনা করে?

➥ বিনা রিফাইনারি।


২৭। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রৌরকেলা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ধারণা করা হয়েছিল?

➥ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৫৬ থেকে ১৯৬১)।


২৮। 'মাথাভাঙ্গা' নদীকে কোন কোন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসাবে বিবেচনা করা হয়?

➥ ভারত ও বাংলাদেশ।


২৯। ভুটানের সঙ্গে ভারতের কটি রাজ্যের সীমান্ত রয়েছে?

➥ ৪ (অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ ও সিকিম)।


৩০। 'দামোদর ভ্যালি কর্পোরেশন' স্থাপনের প্রাথমিক কারণ-

➥ বন্যা।



আরো পড়ুন...

➜ Indian Polity MCQ in Bengali

General Science - WBCS Prelims Previous Year

বিভিন্ন জিনিসের pH-এর মান

ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ

শের শাহ সুরির ইতিহাস | History of Sher Shah Suri


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad