General Knowledge in bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 74
![]() |
General Knowledge in bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge in bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 74 এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in bengali
১। 'রুমেন' কিসের একটি অংশ?
➥ পাকস্থলী।
২। 'প্রোজেক্ট কবচ' কোন রোগের সঙ্গে যুক্ত?
➥ এইডস।
৩। কোশের সম্ভাব্যতা পরিমাপ করতে, কোন যন্ত্র ব্যবহার করা হয়?
➥ ভোল্টমিটার।
৪। পদার্থবিজ্ঞানের কোন শাখা তাপ ও তাপমাত্রা আর শক্তি ও কাজের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কাজ করে?
➥ তাপগতিবিদ্যা।
৫। প্রথম ফ্লাইং মেশিনের মডেল ডিজাইন করেন কে?
➥ লিওনার্দো দা ভিঞ্চি।
৬। চুনাপাথর, চক ও মার্বেল কোন যৌগের বিভিন্ন রূপ?
➥ ক্যালসিয়াম কার্বনেট।
৭। সালফারাস অ্যাসিডের আণবিক ভর হল-
➥ ৮২.০৭।
৮। প্রাণঘাতী বিষ 'সায়ানাইড'এর রাসায়নিক নাম কি?
➥ প্রুসিক অ্যাসিড।
৯। স্পিনিং কাপ অ্যানিমোমিটার আবিষ্কার করেন?
➥ থমাস রমনি রবিনসন।
১০। ভাস্কো দা গামা দ্বিতীয়বার ভারতে এসে কোথায় একটি কারখানা স্থাপন করেন?
➥ কেরলের কান্নানুর (১৫০১ সালে)।
১১। বিজয়নগর সাম্রাজ্যে আমদানির একটি বৃহত্তম পণ্য ছিল-
➥ ঘোড়া।
১২। 'রয়্যাল স্কুল'এর (পাঠশালা) প্রধান হামিম হুমাম কোন মোগল সম্রাটের দরবার অলংকৃত করেছিলেন?
➥ আকবর।
১৩। কার আমলে মোগল সাম্রাজ্য তার আঞ্চলিক পর্যায়ে পৌঁছেছিল?
➥ ঔরঙ্গজেব।
১৪। কাকে ভারতীয় প্রাক-ইতিহাসের জনক বলা হয়?
➥ রবার্ট ব্রুস ফুট।
১৫। ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে 'বুর্জাহোম' সংস্কৃতি ছিল?
➥ জম্মু ও কাশ্মীর।
১৬। দিউয়ের যুদ্ধ কত সালে হয়?
➥ ১৫০৯।
১৭। ইতমাদ উদ দৌলার সমাধি নির্মাণ করেন-
➥ নূরজাহান।
১৮। কোন সম্রাট রাশিচক্রের চিহ্ন সম্বলিত একটি মুদ্রা জারি করেছিলেন?
➥ জাহাঙ্গীর।
১৯। বোধগয়ায় কে প্রথম মহাবোধি মন্দির তৈরি করেন?
➥ সম্রাট অশোক।
২০। কোন হিমবাহের টার্মিনাসটিকে গরুর মুখের মতো মনে করা হয়?
➥ গঙ্গোত্রী।
২১। কোন হিল স্টেশনকে 'দক্ষিণ ভারতের কাশ্মীর' বলা হয়?
➥ মুন্নার।
২২। আন্দামান দ্বীপপুঞ্জের সবথেকে কাছের দেশ কোনটি?
➥ মায়ানমার।
২৩। কোন মাটিতে সামান্য সেচের প্রয়োজন হয়, কারণ এতে মাটির আর্দ্রতা ধরে রাখার বৈশিষ্ট্য রয়েছে?
➥ কালো মাটি।
২৪। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
➥ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
২৫। 'দীনবন্ধু মডেল' ভারতে পাওয়া অপ্রচলিত শক্তি সম্পদগুলির কোনটির সঙ্গে যুক্ত?
➥ বায়োগ্যাস প্ল্যান্ট।
২৬। 'কিরিবুরু' ও 'মেঘাহাতুবুরু' খনি কিসের জন্য বিখ্যাত?
➥ লৌহ আকরিক।
২৭। ভারতের কোন উপকূলীয় সমভূমিতে কয়াল পাওয়া যায়?
➥ মালাবার উপকূল।
২৮। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ফসলের নাম-
➥ ধান।
২৯। পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন এলাকার নাম-
➥ পশ্চিমের মালভূমি অঞ্চল।
আরো পড়ুন...
➜ ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা
➜ ভারতের প্রধান প্রধান জাতীয় জলপথ সমূহ
➜ ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ
➜ ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
➜ প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
Please do not enter any spam link in the comment box.