Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 76

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 76

General Knowledge in Bengali with Answers Part - 76
General Knowledge in Bengali with Answers Part - 76

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 76 পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই General Knowledge in Bengali with Answers পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali with Answers দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


General Knowledge in Bengali with Answers


১। জমিতে বসবাসকারী প্রথম উদ্ভিদ কোনটি?

➥ ব্রায়োফাইটস।


২। 'টেরিডোফাইট'এর সাধারণ নাম হল-

➥ ফার্ন।


৩। প্ল্যাসেন্টা ও পেরিকার্প উভয়ই কিসের ভোজ্য অংশ?

➥ টমেটো।


৪। মানবদেহের সবথেকে ভারি অঙ্গ কোনটি?

➥ ত্বক (এর ওজন প্রায় ৪.৫ কেজি)।


৫। ভরের সবথেকে বড় ব্যবহারিক একক হল-

➥ চন্দ্রশেখর লিমিট।

 

৬। বৈদ্যুতিক হিটারের কয়েল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়?

➥ নাইক্রোম।


৭। সৌর শক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

➥ ফটোভোলটাইক সেল।


৮। 'পরমাণু সৃষ্টি বা, ধ্বংস করা যায় না'- এই নীতি দিয়েছিলেন-

➥ জন ডালটন।


৯। কোন যৌগ 'উড স্পিরিট' নামেও পরিচিত?

➥ মিথানল।


১০। আঙুরে কোন অ্যাসিড সব থেকে বেশি পাওয়া যায়?

➥ টারটারিক অ্যাসিড।


১১। ১৮৮৫ সালে 'ভারতীয় জাতীয় কংগ্রেস'এর প্রথম সভা বোম্বেতে কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়?

➥ উমেশ চন্দ্র ব্যানার্জি।


১২। ১৯০৮ সালে 'লন্ডন মুসলিম লিগ' প্রতিষ্ঠা করেন-

➥ সৈয়দ আমির আলি।


১৩। ১৯১৬ সালে পুনেতে 'ইন্ডিয়ান হোমরুল লিগ' প্রতিষ্ঠা করেন-

➥ বাল গঙ্গাধর তিলক।


১৪। কোন অশোকান শিলালিপিতে ৫টি সমসাময়িক হেলেনিক রাজার উল্লেখ আছে?

➥ মেজর রক এডিক্ট XIII.


১৫। সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে উল্লেখ আছে?

➥ এলাহাবাদ স্তম্ভের শিলালিপি।


১৬। আচারঙ্গ সূত্র কোন ধর্মের সঙ্গে যুক্ত?

➥ জৈন।


১৭। হরপ্পা সভ্যতার প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র প্রাচীন ভারতের কোন স্থানে পাওয়া গেছে?

➥ ধোলাভিরা।


১৮। কবির কোন সাধকের শিষ্য ছিলেন?

➥ স্বামী রামানন্দ।


১৯। কোন মোগল রাজা 'ইলাহি' মুদ্রা জারি করেছিলেন?

➥ আকবর।


২০। গজনভিদ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন-

➥ সবুক্তিগীন।


২১। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোন স্থানে অবস্থিত?

➥ জাদুগুড়া।


২২। ১৯৬৯ সালে চালু হওয়া সুপার ফাস্ট 'রাজধানী এক্সপ্রেস'এর প্রথম রুট ছিল-

➥ নয়াদিল্লি থেকে হাওড়া।


২৩। অসমের বরাক উপত্যকা বিখ্যাত কেন?

➥ চা চাষ।


২৪। পরিকল্পিত 'বেদাবাহল আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ ওড়িশা।


২৫। 'ড. শ্যামাপ্রসাদ মুখার্জী' টানেলটি কোন পাহাড়ি স্টেশনের তুষারপাত এড়াতে তৈরি করা হয়েছিল?

➥ পাটনিটপ।


২৬। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ার আন্দামান দ্বীপের কোন অংশে অবস্থিত?

➥ দক্ষিণ আন্দামান।


২৭। 'দানা পানি' ও 'আইএনএস হামলা' ভারতের কোন সমুদ্র সৈকতের একটি অংশ?

➥ আকসা সৈকত।


২৮। মেঘালয় মালভূমি কীসের মাধ্যমে ভারতীয় উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন?

➥ মালদা গ্যাপ।


২৯। পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দেখাশোনা করে কোন সংস্থা?

➥ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন।


৩০। পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট পাওয়া যায়?

➥ বক্সা-জয়ন্তী অঞ্চলে।



আরো পড়ুন...

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা

Indian Constitution GK in Bengali

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad