WBP GK in Bengali Set 13 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
WBP GK in Bengali Set 13 - West Bengal Police Constable GK in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 13 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 30টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
West Bengal Police Constable GK in Bengali
১। কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন?
A) 217
B) 219
C) 221
D) 223
উত্তরঃ A) 217
২। ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল?
A) ওলন্দাজ
B) পর্তুগিজ
C) ব্রিটিশ
D) ফরাসি
উত্তরঃ D) ফরাসি
৩। ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেন?
A) গ্যালিলিও
B) কোপার্নিকাস
C) উইলিয়াম হাসচেল
D) টলেমি
উত্তরঃ C) উইলিয়াম হাসচেল
৪। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালন করা হয়?
A) 20 জানুয়ারি
B) 16 সেপ্টেম্বর
C) 27 অক্টোবর
D) 15 জুলাই
উত্তরঃ B) 16 সেপ্টেম্বর
৫। নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয়?
A) আর্গন
B) নাইট্রোজেন
C) কার্বন ডাই অক্সাইড
D) অক্সিজেন
উত্তরঃ D) অক্সিজেন
৬। মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে প্রকাশিত হয়?
A) 1945
B) 1946
C) 1947
D) 1948
উত্তরঃ C) 1947
৭। জলের আপেক্ষিক তাপ কত?
A) এক ক্যালোরি প্রতি গ্রাম
B) এক জুল প্রতি গ্রাম
C) এক ওয়াট প্রতি গ্রাম
D) এক ব্রিটিশ থার্মাল ইউনিট
উত্তরঃ A) এক ক্যালোরি প্রতি গ্রাম
৮। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে?
A) ক্যাটাগরিজম
B) অ্যানাবলিজম
C) মেটাবলিজম
D) কোনটাই নয়
উত্তরঃ C) মেটাবলিজম
৯। 'Seven Moons of Maali Almeida' কে লিখেছেন?
A) চেতন ভগৎ
B) সেহান করুণাতিলাকা
C) সালমান রুশদি
D) অরুন্ধতী রায়
উত্তরঃ B) সেহান করুণাতিলাকা
১০। কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী পায়?
A) এলাহাবাদের চুক্তি
B) সলবাইয়ের চুক্তি
C) ম্যাঙ্গালোরের চুক্তি
D) গন্ডমাকের চুক্তি
উত্তরঃ A) এলাহাবাদের চুক্তি
১১। মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন?
A) বালাজি বিশ্বনাথ
B) দ্বিতীয় বাজিরাও
C) ছত্রপতি শিবাজী
D) মাধব রাও
উত্তরঃ B) দ্বিতীয় বাজিরাও
১২। ব্যাটারীতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে?
A) যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
B) বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি
C) রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
D) যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি
উত্তরঃ C) রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
১৩। USB কি ধরনের Storage?
A) Secondary
B) Primary
C) Tertiary
D) Auxiliary
উত্তরঃ A) Secondary
১৪। 'পদাতিক কবি' কাকে বলা হয়?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) সুভাষ মুখোপাধ্যায়
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ B) সুভাষ মুখোপাধ্যায়
১৫। কত সালে ভারতে প্রথম ডাকটিকিট চালু হয়?
A) 1863
B) 1852
C) 1869
D) 1858
উত্তরঃ B) 1852
১৬। 'Diamond City of India' কোন শহরকে বলা হয়?
A) পুনে
B) নিউ দিল্লি
C) ম্যাঙ্গালোর
D) সুরাট
উত্তরঃ D) সুরাট
১৭। পোলো খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে?
A) চীন
B) ইরান
C) অস্ট্রেলিয়া
D) ইংল্যান্ড
উত্তরঃ B) ইরান
১৮। সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার মধ্যে কত সালে আলিনগরের সন্ধি হয়?
A) 1752
B) 1765
C) 1793
D) 1757
উত্তরঃ D) 1757
১৯। default এ কোনো document কিসে প্রিন্ট হয়?
A) landscape
B) print view
C) page setup
D) portrait
উত্তরঃ D) portrait
২০। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?
A) অনুশীলন সমিতি
B) যুগান্তর
C) HSRA
D) অভিনব ভারত
উত্তরঃ C) HSRA
২১। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম?
A) হরিয়ানা
B) বিহার
C) কেরালা
D) পাঞ্জাব
উত্তরঃ A) হরিয়ানা
২২। পাবলিক অ্যাকাউন্স কমিটির সভাপতি কে হন?
A) লোকসভার স্পিকার
B) রাষ্ট্রপতি
C) বিরোধী দলনেতা
D) ক্যাবিনেট সচিব
উত্তরঃ C) বিরোধী দলনেতা
২৩। ভোল্ট/মিটার কোন রাশিটির একক?
A) তড়িৎ বিভব
B) কার্য
C) বল
D) তড়িৎ প্রাবল্য
উত্তরঃ D) তড়িৎ প্রাবল্য
২৪। কোন সময় ভক্তি আন্দোলনের সূচনা হয়?
A) গুপ্ত যুগে
B) ব্রিটিশ শাসনকালে
C) সুলতানি যুগে
D) মৌর্য যুগে
উত্তরঃ C) সুলতানি যুগে
২৫। কাকে 'সকল উত্তরাপথনাথ' বলা হত?
A) সমুদ্রগুপ্ত
B) হর্ষবর্ধন
C) কনিষ্ক
D) আশোক
উত্তরঃ B) হর্ষবর্ধন
২৬। DNA কোষের কোথায় থাকে?
A) নিউক্লিয়াসে
B) সেন্ট্রিওলে
C) নিউক্লিয় প্লাজমে
D) মাইটোকন্ড্রিয়ায়
উত্তরঃ A) নিউক্লিয়াসে
২৭। প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A) আফজল খান ও শিবাজী
B) হুমায়ূন ও শেরশাহ
C) মারাঠা ও ব্রিটিশ
D) ইব্রাহিম লোদী ও বাবর
উত্তরঃ A) আফজল খান ও শিবাজী
২৮। নিচের কোন খনিজটি শরীরের বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে?
A) আয়োডিন
B) ফসফরাস
C) ক্যালসিয়াম
D) উপরের সবগুলো
উত্তরঃ A) আয়োডিন
২৯। নিচের মধ্যে কোন ভিটামিনকে টোকোফেরোল বলা হয়?
A) A
B) C
C) B2
D) E
উত্তরঃ D) E
৩০। রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত?
A) ভলিবল
B) ফুটবল
C) গলফ
D) হকি
উত্তরঃ C) গলফ
Read More...
Please do not enter any spam link in the comment box.