Ads Area

WBP GK in Bengali Set 11 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

WBP GK in Bengali Set 11 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

WBP GK in Bengali Set 11 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
WBP GK in Bengali Set 11

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 11 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।

এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 30টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।

আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।



West Bengal Police Constable GK in Bengali


১। ভারতের জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?


A) হিন্দু কলেজ

B) স্কটিশ চার্চ কলেজ

C) গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ

D) বোম্বে বিশ্ববিদ্যালয়


উত্তরঃ C) গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ



২। টর্কের SI একক কি?


A) নিউটন/মিটার

B) নিউটন মিটার

C) নিউটন সেকেন্ড

D) নিউটন/মিটার বর্গক্ষেত্র


উত্তরঃ B) নিউটন মিটার



৩। অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?


A) সত্যজিৎ রায়

B) ভানু আথাইয়া

C) গুলজার

D) এ আর রহমান


উত্তরঃ B) ভানু আথাইয়া



৪। চোখের বাইরের সাদা অংশ যা ভিতরের কাঠামোকে রক্ষা করে তা কি নামে পরিচিত?


A) রেটিনা

B) কর্নিয়া

C) আইরিস

D) স্ক্লেরা


উত্তরঃ D) স্ক্লেরা



৫। রক্ত জমাট বাঁধার জন্য কোন ধাতব আয়ন অপরিহার্য?


A) Na+

B) Ca++

C) K+

D) Fe++


উত্তরঃ B) Ca++



৬। ইন্টারনেট প্রোটোকলের ডিজাইনাররা একটি IP address কে ________ বিট নম্বর হিসাবে ধরেন।


A) 8

B) 16

C) 32

D) 64


উত্তরঃ C) 32



৭। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন?


A) লোকসভার ডেপুটি স্পিকার

B) রাষ্ট্রপতি

C) প্রধানমন্ত্রী

D) উপরাষ্ট্রপতি


উত্তরঃ A) লোকসভার ডেপুটি স্পিকার



৮। কোন অনুচ্ছেদ অনুসারে কোন দোষী সাব্যস্ত ব্যক্তির দণ্ড ক্ষমা করার বা স্থগিত করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে?


A) 53

B) 69

C) 72

D) 73


উত্তরঃ C) 72



৯। প্রতিবছর সংসদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়?


A) 3

B) 4

C) 5

D) 6


উত্তরঃ A) 3



১০। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত?


A) চিত্রকূট

B) বান্দা

C) জবলপুর

D) বস্তার


উত্তরঃ D) বস্তার



১১। লোসার উৎসব কোন রাজ্য পালিত হয়?


A) নাগাল্যান্ড

B) আসাম

C) ওড়িশা

D) সিকিম


উত্তরঃ D) সিকিম



১২। ভারতের মূল সংবিধান কোথায় প্রকাশিত হয়েছিল?


A) দেরাদুন

B) আজমীর

C) দিল্লি

D) শ্রীনগর


উত্তরঃ A) দেরাদুন



১৩। কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় নির্ধারণ করেছিলেন?


A) বল্লভাচার্য

B) বরাহমিহির

C) ভাস্করাচার্য

D) আর্যভট্ট


উত্তরঃ C) ভাস্করাচার্য



১৪। নিচের কোন তারিখে প্রতিবছর ভারতে সুশাসন দিবস পালন করা হয়?


A) 4 অক্টোবর

B) 25 ডিসেম্বর

C) 12 সেপ্টেম্বর

D) 5 জুলাই


উত্তরঃ B) 25 ডিসেম্বর



১৫। চার্লস ব্যাবেজের ডিজাইন করা প্রথম মেকানিক্যাল কম্পিউটারকে কি বলা হয়?


A) ক্যালকুলেটর

B) অ্যাবাকাস

C) সুপার কম্পিউটার

D) অ্যানালাইটিক্যাল ইঞ্জিন


উত্তরঃ D) অ্যানালাইটিক্যাল ইঞ্জিন



১৬। নিচের দেশগুলির মধ্যে কোনটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে?


A) আমেরিকা যুক্তরাষ্ট্র

B) ভেনিজুয়েলা

C) দক্ষিণ কোরিয়া

D) উজবেকিস্তান


উত্তরঃ A) আমেরিকা যুক্তরাষ্ট্র



১৭। নিচের কোনটি একটি তার ভিত্তিক ভারতীয় বাদ্যযন্ত্র?


A) সম্বাদিনী

B) পাখাওয়াজ

C) জলতরঙ্গ

D) সুরবাহার


উত্তরঃ D) সুরবাহার



১৮। সবরিমালা নামক হিন্দু তীর্থস্থানটি কোন টাইগার রিজার্ভ অঞ্চলে অবস্থিত?


A) কানহা

B) পান্না

C) পেরিয়ার

D) বান্দিপুর


উত্তরঃ C) পেরিয়ার



১৯। হিন্দু দেবতা শিব তাণ্ডব নামক ঐশ্বরিক নৃত্যটি করার জন্য যে মহাজাগতিক নর্তক রূপটি ধারণ করেছিলেন তার নাম কি?


A) মুরুগন

B) নটরাজ

C) ভেঙ্কটেশ্বরা

D) লিঙ্গরাজ


উত্তরঃ B) নটরাজ



২০। পৃথিবীর জলভাগের ক্ষেত্রফলকে কি বলা হয়?


A) বায়োস্ফিয়ার

B) লিথোস্ফিয়ার

C) অ্যাটমোস্ফিয়ার

D) হাইড্রোস্ফিয়ার


উত্তরঃ D) হাইড্রোস্ফিয়ার



২১। 'থোডা' নামক ক্রীড়া নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত?


A) সিকিম

B) অন্ধ্রপ্রদেশ

C) হিমাচল প্রদেশ

D) হরিয়ানা


উত্তরঃ C) হিমাচল প্রদেশ



২২। জল থেকে কঠিন পদার্থ অপসারণের সবচেয়ে লাভজনক পদ্ধতি কোনটি?


A) নিষ্ক্রিয় কার্বন ব্যবহার করা

B) ইলেক্ট্রোলাইসিস

C) পাতন

D) অবক্ষেপণ


উত্তরঃ D) অবক্ষেপণ



২৩। আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন?


A) প্রথম মান সিংহ

B) বীরবল

C) রাজা টোডরমল

D) তানসেন


উত্তরঃ D) তানসেন



২৪। চুরাহি, মান্দেলি এবং কেওনথালি কোন রাজ্যের কথিত উপভাষা?


A) অরুণাচল প্রদেশ

B) হিমাচল প্রদেশ

C) উত্তর প্রদেশ

D) মধ্যপ্রদেশ


উত্তরঃ B) হিমাচল প্রদেশ



২৫। আকাশ বা সমুদ্রের নীলাভতা (blueness) পরিমাপের যন্ত্রকে কি বলে?


A) বাথাইমিটার

B) ব্যারোমিটার

C) সেরানোগ্রাফ

D) সায়ানোমিটার


উত্তরঃ D) সায়ানোমিটার



২৬। পাটিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন?


A) লর্ড মাউন্টব্যাটেন

B) জওহরলাল নেহেরু

C) জিন্নাহ

D) ভিপি মেনন


উত্তরঃ A) লর্ড মাউন্টব্যাটেন



২৭। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কটের কর্মসূচি কে পরিকল্পনা করেছিলেন?


A) বি সি পাল

B) রাসবিহারী বসু

C) অরবিন্দ ঘোষ

D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি


উত্তরঃ C) অরবিন্দ ঘোষ



২৮। নিচের কোন রাজ্যটি ভারতে চিনাবাদামের সবচেয়ে বড় উৎপাদক?


A) রাজস্থান

B) তামিলনাড়ু

C) মধ্যপ্রদেশ

D) গুজরাট


উত্তরঃ D) গুজরাট



২৯। হরিয়ানায় 'মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা' নিচের কোনটির জন্য চালু করা হয়েছে?


A) শহীদ সেনাদের সন্তান

B) করোনা মহামারীতে অনাথ হওয়া শিশু

C) মানসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু

D) রাস্তায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশু


উত্তরঃ B) করোনা মহামারীতে অনাথ হওয়া শিশু



৩০। 2022 সালের জানুয়ারিতে, কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেছিল?


A) নেদারল্যান্ডস

B) জার্মানি

C) অস্ট্রিয়া

D) ফ্রান্স


উত্তরঃ B) জার্মানি



Read More...

WBP GK in Bengali


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad