WBP GK in Bengali Set 12 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
![]() |
WBP GK in Bengali Set 12 - West Bengal Police Constable GK in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 12 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 30টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
West Bengal Police Constable GK in Bengali
১। মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত?
A) 44
B) 46
C) 22
D) 23
উত্তরঃ B) 46
২। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোড়া কোথায় অবস্থিত?
A) মেঘালয়
B) তামিলনাড়ু
C) ঝাড়খন্ড
D) উত্তরাখণ্ড
উত্তরঃ C) ঝাড়খন্ড
৩। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
A) বিধান পরিষদ
B) বিধানসভা
C) রাজ্যসভা
D) লোকসভা
উত্তরঃ D) লোকসভা
৪। ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়?
A) 1954
B) 1953
C) 1955
D) 1956
উত্তরঃ C) 1955
৫। "লতা মঙ্গেশকর" পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কিসের সঙ্গে যুক্ত?
A) বেহালা বাদক
B) নৃত্য শিল্পী
C) তবলা বাদক
D) সঙ্গীত পরিচালক
উত্তরঃ D) সঙ্গীত পরিচালক
৬। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোন তরলে ভাসে। বস্তু ও তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি-
A) আগের মতই ভাসতে থাকবে
B) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে
C) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে
D) ডুবে যাবে
উত্তরঃ A) আগের মতই ভাসতে থাকবে
৭। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়-
A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ
B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর-এ
C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর-এ
D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম-এ
উত্তরঃ A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ
৮। প্রথম ভারতীয় মহিলা নোবেল বিজয়ী কে?
A) মাদার টেরিজা
B) ইন্দিরা গান্ধী
C) সুচেতা কৃপালিনী
D) সরোজিনী নাইডু
উত্তরঃ A) মাদার টেরিজা
৯। গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) ভলিবল
D) টেবিল টেনিস
উত্তরঃ B) হকি
১০। ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে?
A) 56 নম্বর ধারায়
B) 60 নম্বর ধারায়
C) 66 নম্বর ধারায়
D) 72 নম্বর ধারায়
উত্তরঃ C) 66 নম্বর ধারায়
১১। 17 তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) দিল্লি
B) রোম
C) প্যারিস
D) বালি
উত্তরঃ D) বালি
১২। বিশ্বের বৃহত্তম উদ্ভিদ কোন দেশে আবিষ্কৃত হয়েছে?
A) জার্মানি
B) ইজরায়েল
C) অস্ট্রেলিয়া
D) কানাডা
উত্তরঃ C) অস্ট্রেলিয়া
১৩। বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) 1990
B) 1992
C) 1995
D) 1997
উত্তরঃ C) 1995
১৪। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
A) বলদেব সিং
B) মৌলানা আবুল কালাম আজাদ
C) জওহরলাল নেহেরু
D) বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ A) বলদেব সিং
১৫। "The Survey of India" এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
A) দিল্লি
B) মুম্বাই
C) মৌসিনরাম
D) দেরাদুন
উত্তরঃ D) দেরাদুন
১৬। ভারতের 100 টাকার নোটে সই থাকে-
A) গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
B) সেক্রেটারি, অর্থমন্ত্রক
C) ভারতের প্রধানমন্ত্রী
D) ভারতের অর্থমন্ত্রী
উত্তরঃ A) গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১৭। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল-
A) রাজ্যসভা
B) বিধান পরিষদ
C) আইনসভা
D) বিধানসভা
উত্তরঃ B) বিধান পরিষদ
১৮। সালোকসংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় কোথায়?
A) রাইবোজোমে
B) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
C) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
D) সাইটোসোলে
উত্তরঃ B) ক্লোরোপ্লাস্টের গ্রানায়
১৯। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব রয়েছে-
1. হাইকোর্টের 2. সুপ্রিমকোর্টের 3. রাষ্ট্রপতির 4. প্রধানমন্ত্রীর
A) 1, 2, 4
B) 2, 3, 4
C) 1, 2
D) 1, 2, 3
উত্তরঃ C) 1, 2
২০। নিচের কোনটি বিদ্যুতের ভালো পরিবাহক?
A) এবোনিট
B) কাগজ
C) মানব দেহ
D) গ্লাস
উত্তরঃ C) মানব দেহ
২১। নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়?
A) ফসফরাস
B) ক্যালসিয়াম
C) পটাশিয়াম
D) আয়োডিন
উত্তরঃ D) আয়োডিন
২২। জলসমের একক হল-
A) ডাইন
B) ডিগ্রী সেন্টিগ্রেট
C) গ্রাম
D) ক্যালোরি
উত্তরঃ C) গ্রাম
২৩। কমনওয়েলথ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) ঢাকা
B) প্যারিস
C) নিউইয়র্ক
D) লন্ডন
উত্তরঃ D) লন্ডন
২৪। কাশী মহাজনপদের রাজধানী কি ছিল?
A) বারানসী
B) ইন্দ্রপ্রস্থ
C) তক্ষশীলা
D) মথুরা
উত্তরঃ A) বারানসী
২৫। বস্তুর অবস্থান বা বাহিক্য আকৃতির জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে-
A) স্থিতিশক্তি
B) নিউক্লিয় শক্তি
C) গতিশক্তি
D) বৈদ্যুতিক শক্তি
উত্তরঃ A) স্থিতিশক্তি
২৬। চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন?
A) 1398
B) 1228
C) 1321
D) 1221
উত্তরঃ D) 1221
২৭। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
A) সরোদ
B) তবলা
C) বাঁশি
D) সেতার
উত্তরঃ C) বাঁশি
২৮। FIR এর পূর্ণরূপ কি?
A) First Investigation Report
B) First Incident Report
C) First Information Report
D) First Instant Report
উত্তরঃ C) First Information Report
২৯। ভিসুভিয়াস একটি কি?
A) ক্ষয়জাত পর্বত
B) ভঙ্গিল পর্বত
C) স্তুপ পর্বত
D) আগ্নেয় পর্বত
উত্তরঃ D) আগ্নেয় পর্বত
৩০। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন?
A) আলাউদ্দিন খলজী
B) ইলতুৎমিস
C) মহম্মদ বিন তুঘলক
D) বলবন
উত্তরঃ A) আলাউদ্দিন খলজী
Read More...
Please do not enter any spam link in the comment box.