WBP GK in Bengali Set 10 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
WBP GK in Bengali Set 10 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 10 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 30টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
West Bengal Police Constable GK in Bengali
১। নিচের কোন মনিটরে সবথেকে কম বিদ্যুৎ খরচ হয়?
A) LCD
B) CRT
C) LED
D) None of these
উত্তরঃ A) LCD
২। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) গোয়া
D) কেরালা
উত্তরঃ D) কেরালা
৩। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়?
A) লর্ড রিপন
B) লর্ড ল্যান্সডাউন
C) লর্ড ডাফরিন
D) লর্ড লিটন
উত্তরঃ C) লর্ড ডাফরিন
৪। ভারতে দারিদ্রসীমা নির্ধারিত হয়-
A) অধিকাংশের আয়স্তর দ্বারা
B) জনগণের জীবনযাত্রার মান দ্বারা
C) জনগণের ক্যালোরি সূচক দ্বারা
D) উপরের কোনোটিই নয়
উত্তরঃ C) জনগণের ক্যালোরি সূচক দ্বারা
৫। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?
A) 1921
B) 1929
C) 1916
D) 1930
উত্তরঃ B) 1929
৬। গৌতম বুদ্ধের দন্ডায়মান মূর্তিটি (standing statue) কোন যুগে নির্মিত হয়েছিল?
A) কুষাণ যুগ
B) মৌর্য যুগ
C) মুঘল যুগ
D) গুপ্ত যুগ
উত্তরঃ A) কুষাণ যুগ
৭। কোনটি কর্ণাটকি সংগীতের একটি প্রকার?
A) ঠুমরি
B) খেয়াল
C) কৃতি
D) ধামার
উত্তরঃ C) কৃতি
৮। সিন্ধু সভ্যতার কোন শহরটি বর্তমান গুজরাট জেলায় পাওয়া গেছে?
A) লোথাল
B) হরপ্পা
C) মহেঞ্জোদারো
D) ধোলাভিরা
উত্তরঃ D) ধোলাভিরা
৯। নিচের মধ্যে কোন গ্যাসটি অ্যানেস্থেশিয়াতে ব্যবহার করা হয়?
A) নাইট্রোজেন
B) নাইট্রাস অক্সাইড
C) মিথেন
D) হাইড্রোজেন পারঅক্সাইড
উত্তরঃ B) নাইট্রাস অক্সাইড
১০। 'চেনচু' উপজাতিভুক্ত মানুষদের দেখতে পাওয়া যায় প্রধানত-
A) আন্দামান-নিকোবর
B) অন্ধ্রপ্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) পাঞ্জাব
উত্তরঃ B) অন্ধ্রপ্রদেশ
১১। শিবাজী আটজন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন যা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত। এই পরিষদের নাম কি ছিল?
A) অষ্টরত্ন
B) অষ্টসেনা
C) অষ্টসিদ্ধি
D) অষ্টপ্রধান
উত্তরঃ D) অষ্টপ্রধান
১২। নিচের মধ্যে কোন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য?
A) মঙ্গল
B) শনি
C) নেপচুন
D) বৃহস্পতি
উত্তরঃ A) মঙ্গল
১৩। একটি উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় ________ দ্বারা।
A) সেলুলোজ
B) লিপিড
C) লাইপোপ্রোটিন
D) কার্বোহাইড্রেট
উত্তরঃ A) সেলুলোজ
১৪। কলমের সাহায্যে উদ্ভিদের জনন কি প্রকারের?
A) কৃত্রিম অঙ্গজ
B) অঙ্গজ
C) যৌন
D) অযৌন
উত্তরঃ B) অঙ্গজ
১৫। 1857 সালের মহাবিদ্রোহের সময় লখনউয়ের শাসক কে ছিলেন?
A) বেগম হযরত মহল
B) মৌলভী আহমদুল্লাহ শাহ
C) তাতিয়া টোপি
D) মৌলভী লিয়াকত আলী
উত্তরঃ A) বেগম হযরত মহল
১৬। India Divided বইটি কে লিখেছেন?
A) ভগৎ সিংহ
B) মহাত্মা গান্ধী
C) রাজেন্দ্র প্রসাদ
D) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ C) রাজেন্দ্র প্রসাদ
১৭। নিচের মধ্যে কোনটি ভিন্ন প্রটোকলযুক্ত একাধিক নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন করে?
A) সুইচ
B) ব্রিজ
C) রাউটার
D) গেটওয়ে
উত্তরঃ D) গেটওয়ে
১৮। কাকে ভারতের আইনস্টাইন বলা হয়?
A) নাগার্জুন
B) চাণক্য
C) বরাহমিহির
D) আর্যভট্ট
উত্তরঃ A) নাগার্জুন
১৯। চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়?
A) কর্নিয়া
B) লেন্স
C) রেটিনা
D) অপটিক্যাল স্নায়ু
উত্তরঃ C) রেটিনা
২০। ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি?
A) দেহতল
B) ফ্লেমকোষ
C) সবুজগ্রন্থি
D) সংকোচনশীল গহ্বর
উত্তরঃ B) ফ্লেমকোষ
২১। সবচেয়ে তীব্র বিজারক পদার্থ-
A) K
B) Ba
C) Na
D) Mg
উত্তরঃ A) K
২২। সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল হল-
A) Cs
B) Li
C) Mg
D) K
উত্তরঃ A) Cs
২৩। কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 29 জুন ভারতে পরিসংখ্যান দিবস পালিত হয়?
A) কেসি শ্রীধরন পিল্লায়
B) রঘুরাজ বাহাদ
C) সি আর রাও
D) পি সি মহলানবিশ
উত্তরঃ D) পি সি মহলানবিশ
২৪। তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি-
A) Al
B) Au
C) Cu
D) Ag
উত্তরঃ D) Ag
২৫। গন্ধকের একটি দ্রাবক হল-
A) জল
B) ইথাইল অ্যালকোহল
C) CO2
D) কোনোটিই নয়
উত্তরঃ B) ইথাইল অ্যালকোহল
২৬। উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা-
A) বৃদ্ধি পায়
B) একই থাকে
C) হ্রাস পায়
D) কোনোটিই নয়
উত্তরঃ C) হ্রাস পায়
২৭। সবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত?
A) মনিপুর
B) কেরালা
C) মহারাষ্ট্র
D) তেলেঙ্গানা
উত্তরঃ B) কেরালা
২৮। ভারতীয় গুপ্তচর সংস্থা (Raw) এর প্রধান পদে কে নিযুক্ত হলেন?
A) রমেন সামন্ত
B) অশোক সান্যাল
C) রবি সিংহ
D) তপন বাগচী
উত্তরঃ C) রবি সিংহ
২৯। মানবদেহে কোন অ্যাসিডের দ্বারা খাদ্য পাচিত হয়?
A) হাইড্রোক্লোরিক অ্যাসিড
B) অক্সালিক অ্যাসিড
C) অ্যাসিটিক অ্যাসিড
D) সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ A) হাইড্রোক্লোরিক অ্যাসিড
৩০। সবরমতী নদী নিচের কোন পর্বতমালায় উৎপন্ন হয়েছে?
A) পশ্চিমঘাট
B) বিন্ধ্য
C) আরাবল্লী
D) সাতপুরা
উত্তরঃ C) আরাবল্লী
Please do not enter any spam link in the comment box.