21st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
21st June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
21st June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
21st June 2023 - Daily Current Affairs in Bengali
1. ভারতীয় গুপ্তচর সংস্থা (RAW) এর প্রধান পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ রবি সিংহ
2. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ 21 জুন
3. প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সি এ ভবানী দেবী কোন পদক জিতলেন?
উত্তরঃ ব্রোঞ্জ
4. 2023 ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডবলসে কারা জয়লাভ করল?
উত্তরঃ সাত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি
5. কোন রেসিং ড্রাইভার Canadian Grand Prix 2023 জয়লাভ করলো?
উত্তরঃ ম্যাক্স ভাস্টাপেন
6. কোন দেশ 2023 World Squash Championship জিতলো?
উত্তরঃ ইজিপ্ট
7. কোন রাজ্যের কারাগার গুলি 'reform homes' or 'sufhar grah' হিসাবে পরিচিত হবে?
উত্তরঃ উত্তর প্রদেশ
8. 2021 সালের জন্য Gandhi Peace Prize পেল কোথাকার গীতা প্রেস?
উত্তরঃ গোরখপুর
9. Equitas Small Finance Bank এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ পি এন বাসুদেবন
10. 2023 সালের জুন মাসে ফেডারেল বিচারক হিসেবে কাজ করার জন্য প্রথম মুসলিম মহিলা হিসেবে ক নিশ্চিত হয়েছিলেন?
উত্তরঃ নুসরাত জাহান চৌধুরী
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.