GK Questions in Bengali for WBP Exam Set 9 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর
GK Questions in Bengali for WBP Exam Set 9 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করলাম GK Questions in Bengali for WBP Exam Set 9 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 25 টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি WB Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
GK Questions in Bengali for WBP Exam Set 9
১। কোন ভাইসরয়ের আমলে ভারত-আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়?
A) লর্ড ডাফরিন
B) লর্ড ল্যান্সডাউন
C) লর্ড নর্থব্রুক
D) লর্ড রিপন
উত্তরঃ B) লর্ড ল্যান্সডাউন
২। নোকালিকায় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) মধ্যপ্রদেশ
C) মেঘালয়
D) ঝাড়খন্ড
উত্তরঃ C) মেঘালয়
৩। 'ভারতীয় চলচ্চিত্রের জনক' কাকে বলা হয়?
A) দাদাসাহেব ফালকে
B) আশুতোষ ব্যানার্জি
C) সত্যজিৎ রায়
D) সুকুমার রায়
উত্তরঃ A) দাদাসাহেব ফালকে
৪। মথুরা শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত?
A) গঙ্গা
B) যমুনা
C) গোমতী
D) শোন
উত্তরঃ B) যমুনা
৫। কার সময় সুপ্রিম কোর্ট চালু হয়?
A) লর্ড ওয়েলিংটন
B) লর্ড ক্যানিং
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ C) ওয়ারেন হেস্টিংস
৬। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়-
A) জাতীয় জরুরি অবস্থা জারি হলে
B) যেকোনো ধরনের জরুরি অবস্থা জারি হলে
C) সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে
D) যুদ্ধ ঘোষিত হলে
উত্তরঃ A) জাতীয় জরুরি অবস্থা জারি হলে
৭। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল নিম্নের কোথায়?
A) বিষ্ণুপ্রয়াগ
B) কর্ণপ্রয়াগ
C) নন্দপ্রয়াগ
D) রুদ্রপ্রয়াগ
উত্তরঃ D) রুদ্রপ্রয়াগ
৮। সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়?
A) শুধুমাত্র রাজ্যসভায়
B) শুধুমাত্র লোকসভায়
C) পার্লামেন্টের উভয়কক্ষে
D) বিধান পরিষদে
উত্তরঃ C) পার্লামেন্টের উভয়কক্ষে
৯। রাসায়নিকভাবে "মিল্ক অফ ম্যাগনেশিয়া" কী?
A) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
B) সোডিয়াম বাই-কার্বনেট
C) ম্যাগনেসিয়াম কার্বনেট
D) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
উত্তরঃ D) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
১০। বর্তমানে মনিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
A) প্রমোদ শাওয়ান
B) পুষ্কর সিং ধামি
C) যোগী আদিত্যনাথ
D) এন বীরেন সিং
উত্তরঃ D) এন বীরেন সিং
১১। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কোন রাজা?
A) অনন্ত বর্মন
B) অপরাজিত বর্মন
C) ভাস্কর বর্মন
D) যশো বর্মন
উত্তরঃ A) অনন্ত বর্মন
১২। 2023 ফরাসি ওপেনে কোন মহিলা চ্যাম্পিয়ন হয়েছে?
A) Karolina Muchova
B) Iga Swiatek
C) Ashleigh Barty
D) Danielle Collins
উত্তরঃ B) Iga Swiatek
১৩। নিম্নের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়?
A) কেরলের কোচিন
B) পশ্চিমবঙ্গের খিদিরপুর
C) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম
D) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
উত্তরঃ D) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
১৪। আইএসএল 2022-23 কোন দল জয়লাভ করলো?
A) এটিকে মোহনবাগান
B) বেঙ্গালুরু এফসি
C) কেরালা এফসি
D) হায়দ্রাবাদ এফসি
উত্তরঃ A) এটিকে মোহনবাগান
১৫। 2022 সালের সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন?
A) আব্দুল রাজ্জাক গুনরাহ (তানজানিয়া)
B) মারিয়া রেসা (ফিলিপিনস)
C) দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
D) অ্যানিয়ে এরনাউক্স (ফ্রান্স)
উত্তরঃ D) অ্যানিয়ে এরনাউক্স (ফ্রান্স)
১৬। আইপিএল 2023 কোন দল চ্যাম্পিয়ন হল?
A) মুম্বাই ইন্ডিয়ান্স
B) চেন্নাই সুপার কিং
C) কলকাতা নাইট রাইডার্স
D) গুজরাট টাইটানস
উত্তরঃ B) চেন্নাই সুপার কিং
১৭। "সাদা কয়লা" (White coal) এর সাথে তুলনা করা হয় নিম্নের কোনটির?
A) জলবিদ্যুৎ
B) তাপবিদ্যুৎ
C) কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ
D) খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ
উত্তরঃ A) জলবিদ্যুৎ
১৮। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন, বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে ভারতের বৃহত্তম কোম্পানির নাম কি?
A) ONGC (1956)
B) OIL (1959)
C) GAIL (1984)
D) OPEC (1960)
উত্তরঃ C) GAIL (1984)
১৯। জলকে 0°C থেকে 100°C পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তনের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে?
A) ক্রমশ বাড়তে থাকবে
B) ক্রমশ কমতে থাকবে
C) প্রথমে বাড়বে পরে কমবে
D) প্রথমে কমবে পরে বাড়বে
উত্তরঃ D) প্রথমে কমবে পরে বাড়বে
২০। মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হল-
A) অক্ষিগোলক
B) রেটিনা
C) অন্ধবিন্দু
D) অপটিক স্নায়ু
উত্তরঃ B) রেটিনা
২১। মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে কোন নদীর জলবন্টন নিয়ে বিবাদ আছে?
A) লুনি ও তাপ্তি
B) তাপ্তি ও চম্বল
C) নর্মদা ও চম্বল
D) নর্মদা ও তাপ্তি
উত্তরঃ D) নর্মদা ও তাপ্তি
২২। ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হল-
A) কেরালা
B) সিকিম
C) অসম
D) ঝাড়খন্ড
উত্তরঃ D) ঝাড়খন্ড
২৩। প্রোটিনের সরলতম রূপটি হল-
A) ম্যালিক অ্যাসিড
B) অ্যামাইনো অ্যাসিড
C) সাইট্রিক অ্যাসিড
D) কিটোগ্লুটারিক অ্যাসিড
উত্তরঃ B) অ্যামাইনো অ্যাসিড
২৪। উল্লিখিত রোগগুলির মধ্যে কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হল DOT?
A) কলেরা
B) হেপাটাইটিস
C) যক্ষ্মা
D) টাইফয়েড
উত্তরঃ C) যক্ষ্মা
২৫। কবে ভারতবর্ষে বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয়?
A) 1981
B) 1909
C) 1998
D) 1987
উত্তরঃ A) 1981
Please do not enter any spam link in the comment box.