GK Questions in Bengali for WBP Exam Set 8 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর
GK Questions in Bengali for WBP Exam Set 8 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর |
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করলাম GK Questions in Bengali for WBP Exam Set 8 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 25 টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি WB Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
GK Questions in Bengali for WBP Exam Set 8
১। নিম্নের কে ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করলেন?
A) রাফায়েল নাদাল
B) রজার ফেদেরার
C) নোভাক জোকোভিচ
D) ক্যাসপার রুড
উত্তরঃ C) নোভাক জোকোভিচ
২। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
A) অ্যান্থ্রাসাইট
B) লিগনাইট
C) বিটুমিনাস
D) পিট
উত্তরঃ A) অ্যান্থ্রাসাইট
৩। 1 Byte = ?
A) 4 bits
B) 8 bits
C) 12 bits
D) 16 bits
উত্তরঃ B) 8 bits
৪। কোন গ্রীক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন?
A) সেলুকাস
B) মেগাস্থিনিস
C) কৌটিল্য
D) জাস্টিন
উত্তরঃ B) মেগাস্থিনিস
৫। মধ্যযুগের ভারতে লেখা "গীতগোবিন্দ" গ্রন্থের লেখক কে?
A) জয়দেব
B) সন্ধ্যাকর নন্দী
C) মীরাবাঈ
D) তুলসীদাস
উত্তরঃ A) জয়দেব
৬। কোন প্রাণীতে অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় পরিপাক উভয়ই দেখা যায়?
A) কৃমি
B) হাইড্রা
C) শামুক
D) অ্যামিবা
উত্তরঃ B) হাইড্রা
৭। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে?
A) আয়োডাফরম
B) হ্যালোজিনেশন
C) হাইড্রোজিনেশন
D) হ্যালোফরম
উত্তরঃ C) হাইড্রোজিনেশন
৮। হীরকের কঠিনত্বের কারণ কী?
A) খনিতে পাওয়া যায়
B) পরমাণুর সংখ্যা
C) চতুস্তলক গঠন
D) কোনটিই নয়
উত্তরঃ C) চতুস্তলক গঠন
৯। নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
A) কোক
B) কয়লা
C) হীরক
D) কেরোসিন
উত্তরঃ D) কেরোসিন
১০। প্রেসার কুকারের প্রস্তুতিতে যে নীতিকে কাজে লাগানো হয়-
A) তরলের ওপর চাপ কমালে উষ্ণতা বাড়ে
B) তরলের উপর ঢাকনা দিলে তাড়াতাড়ি উত্তপ্ত হয়
C) তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে
D) কোনটিই নয়
উত্তরঃ C) তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে
১১। ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল?
A) 265 টি
B) 395 টি
C) 400 টি
D) 320 টি
উত্তরঃ B) 395 টি
১২। পাকস্থলীতে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যকে কি বলে?
A) কাইম
B) বোলাস
C) ফিসে
D) কাইল
উত্তরঃ A) কাইম
১৩। অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন?
A) বৃহদ্রথ
B) উপগুপ্ত
C) বিষ্ণুগুপ্ত
D) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ B) উপগুপ্ত
১৪। বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়-
A) কেরালাতে
B) বিহারে
C) পশ্চিমবঙ্গে
D) কর্ণাটকে
উত্তরঃ C) পশ্চিমবঙ্গে
১৫। সম্প্রতি প্রয়াত সুভাষ ভৌমিক কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?
A) ক্রিকেট
B) ফুটবল
C) গল্ফ
D) হকি
উত্তরঃ B) ফুটবল
১৬। সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটি হল-
A) ভোরঘাট
B) টুলুংলা
C) জোজিলা
D) নাথুলা
উত্তরঃ D) নাথুলা
১৭। গবেষকরা সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নামে কোন প্রজাতির নামকরণ করলেন?
A) Indian Cobra
B) Whale Shark
C) Monarch Butterfly
D) Rain Frog
উত্তরঃ D) Rain Frog
১৮। কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে-
A) পৃথিবীর কেন্দ্রে
B) পৃথিবী থেকে অসীম দুরত্বে
C) পৃথিবীর পৃষ্ঠে
D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে
উত্তরঃ C) পৃথিবীর পৃষ্ঠে
১৯। "পুতুল নাচের ইতিকথা" -এর রচয়িতা কে?
A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B) অবনীন্দ্রনাথ ঠাকুর
C) মানিক বন্দ্যোপাধ্যায়
D) শঙ্খ ঘোষ
উত্তরঃ C) মানিক বন্দ্যোপাধ্যায়
২০। হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটি হল-
A) প্রোটিয়াম
B) ডয়টেরিয়াম
C) ট্রিটিয়াম
D) সবগুলো
উত্তরঃ C) ট্রিটিয়াম
২১। হামিদা বানু বেগম ছিলেন ________ এর মাতা?
A) সম্রাট আকবর
B) সম্রাট জাহাঙ্গীর
C) সম্রাট বাবর
D) সম্রাট হুমায়ুন
উত্তরঃ A) সম্রাট আকবর
২২। সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
A) মঙ্গল
B) শুক্র
C) বুধ
D) শনি
উত্তরঃ C) বুধ
২৩। বার্গমুন্ড কথাটি জড়িত-
A) নদীর কার্যাবলির সঙ্গে
B) বায়ুর কার্যাবলির সঙ্গে
C) হিমবাহের কার্যাবলির সঙ্গে
D) সমুদ্র তরঙ্গের কার্যাবলির সঙ্গে
উত্তরঃ C) হিমবাহের কার্যাবলির সঙ্গে
২৪। তাপমাত্রা বৃদ্ধিতে কোনো তরলের সান্দ্রতার কি পরিবর্তন হয়?
A) বৃদ্ধি পায়
B) প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
C) একই থাকে
D) হ্রাস পায়
উত্তরঃ D) হ্রাস পায়
২৫। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার - দণ্ডের কোথায় থাকে?
A) মাঝে
B) প্রান্তে
C) মাঝে ও প্রান্তে
D) কোনটিই নয়
উত্তরঃ A) মাঝে
Please do not enter any spam link in the comment box.