9th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
9th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
9th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
9th June 2023 - Daily Current Affairs in Bengali
1. কোন রাজ্য সরকার গৃহহীন বয়স্ক ব্যক্তিদের আশ্রয় দিতে Elder Line নামে পরিষেবা চালু করলো?
A) মধ্যপ্রদেশ
B) হরিয়ানা
C) উত্তর প্রদেশ
D) মহারাষ্ট্র
উত্তরঃ C) উত্তর প্রদেশ
2. রাজীব সিনহা কোন রাজ্যের নির্বাচন কমিশন পদে নিযুক্ত হলেন?
A) হরিয়ানা
B) মহারাষ্ট্র
C) কেরালা
D) পশ্চিমবঙ্গ
উত্তরঃ D) পশ্চিমবঙ্গ
3. কোন ব্যাঙ্ক ATM গুলিতে UPI-তে ক্যাশ তোলার সুবিধা চালু করলো?
A) SBI
B) Bank of Baroda
C) Axis Bank
D) HDFC Bank
উত্তরঃ B) Bank of Baroda
4. বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয়?
A) 6 জুন
B) 8 জুন
C) 7 জুন
D) 9 জুন
উত্তরঃ C) 7 জুন
5. নিম্নের কোন দেশ বিনামূল্যে ডিজিটাল জন্ম শংসাপত্র চালু করলো?
A) ইরান
B) ইজরায়েল
C) বাংলাদেশ
D) মালয়েশিয়া
উত্তরঃ B) ইজরায়েল
6. ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ জাহাজ MV Empress চেন্নাই থেকে কোন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করল?
A) মালদ্বীপ
B) জাপান
C) শ্রীলংকা
D) বাংলাদেশ
উত্তরঃ C) শ্রীলংকা
7. কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান "Spinoza Award" পেয়েছেন?
A) জয়িতা গুপ্তা
B) অভিলাষা সিং
C) সৌম্য স্বামীনাথন
D) সুরেখা গুপ্তা
উত্তরঃ A) জয়িতা গুপ্তা
8. কোন মন্ত্রণালয় "Mission on Advanced and High-Impact Research (MAHIR)" নামে একটি জাতীয় মিশন চালু করেছে?
A) Ministry of Power
B) Ministry of Home Affairs
C) Ministry of Heavy Industries
D) Ministry of Defence
উত্তরঃ A) Ministry of Power
9. কোন রাজ্য সরকার 1000 কোটি টাকা ব্যয়ে নন্দ বাবা মিল্ক মিশন প্রকল্প চালু করলো?
A) কেরালা
B) গুজরাট
C) রাজস্থান
D) উত্তর প্রদেশ
উত্তরঃ D) উত্তর প্রদেশ
10. কোন দেশ Fattah নামে দেশীয় হাইপারসোনিক মিসাইল লঞ্চ করলো?
A) ইজরায়েল
B) পাকিস্তান
C) ইরান
D) বাংলাদেশ
উত্তরঃ C) ইরান
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.