জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 77
General Knowledge in Bengali with Answers Part - 77 |
বাংলা জিকে ডায়েরি 📘
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 77 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই General Knowledge in Bengali with Answers পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali with Answers দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in Bengali with Answers
১। 'ওফিওলোজি' কোন প্রাণী সংক্রান্ত অধ্যায়ন?
➥ সাপ।
২। অক্টোপাস কোন শ্রেণীর অন্তর্গত?
➥ সেফালোপোডা।
৩। স্নায়ুতন্ত্রের একক-
➥ নিউরন।
৪। কোন ধাতুতে 'ক্যাসিটেরাইট' নামে একটি আকরিক আছে?
➥ টিন।
৫। চুনাপাথর, চক ও মার্বেল কোন যৌগের বিভিন্ন রূপ?
➥ ক্যালসিয়াম কার্বনেট।
৬। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত?
➥ ২।
৭। ভগ্ন দৃষ্টিকে (অ্যাস্টিগমেটিজম) সংশোধন করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
➥ নলাকার লেন্স।
৮। রেফ্রিজারেটর কোন নীতিতে কাজ করে?
➥ বাষ্পায়ন।
৯। নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে?
➥ ১৬৮৭ সালে।
১০। ১৯৪০ সালের অক্টোবরে স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করার জন্য মহাত্মা গান্ধীর মাধ্যমে নির্বাচিত প্রথম সত্যাগ্রহী ছিলেন কে?
➥ আচার্য বিনোবা ভাবে।
১১। একটি মৌচাকে আকৃতির কাঠামো 'গোল ঘর', যা ১৭৮৬ সালে ব্রিটিশ সেনাবাহিনীর জন্য শস্য সঞ্চয় করতে তৈরি করা হয়েছিল। এটি কোন শহরে অবস্থিত?
➥ পাটনা।
১২। 'ভারতীয় জাতীয় কংগ্রেস' গঠনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
➥ লর্ড ডাফরিন।
১৩। রঞ্জিত সিং ও 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র মধ্যে 'অমৃতসর চুক্তি' স্বাক্ষরিত হয় কত সালে?
➥ ১৮০৯।
১৪। প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়?
➥ পাটলিপুত্র।
১৫। 'সঙ্গম যুগ'এ 'কড়াই' রাজস্ব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?
➥ ভূমি কর।
১৬। কোন যুগে মানুষ খাদ্য সংগ্রহের পর্যায় থেকে খাদ্য উৎপাদন পর্যায়ে স্থানান্তরিত হয়?
➥ নব্যপ্রস্তর যুগ।
১৭। কোন মোগল সম্রাট রোশন আখতার নামেও পরিচিত ছিলেন?
➥ মুহাম্মদ শাহ।
১৮। কোন সুলতান প্রথমবারের মতো কৃষকদের উপর সেচ কর আরোপ করেন?
➥ ফিরোজ শাহ তুঘলক।
১৯। যোধপুরের কাছে ওসিয়ান মন্দিরের শহর কারা তৈরি করেছিল?
➥ প্রতিহার।
২০। সিরোহি পয়েন্ট পৃথিবীর কোথায় অবস্থিত?
➥ আন্টার্কটিকা।
২১। বাঁধ নির্মাণের ফলে ভারতে কোন ভূমিকম্প হয়েছিল?
➥ ১৯৬৭ সালের কয়না ভূমিকম্প।
২২। রাজস্থান সমভূমির উর্বর অঞ্চল কোন নামে পরিচিত?
➥ রোহি।
২৩। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
➥ আনাইমুদি (২,৬৯৫ মিটার)।
২৪। 'ভারতমালা প্রকল্প' কিসের সঙ্গে সম্পর্কিত?
➥ সড়ক যোগাযোগ উন্নত করা।
২৫। ভারতের কোন রাজ্যে সৌরশক্তির উচ্চ সম্ভাবনা রয়েছে?
➥ রাজস্থান।
২৬। ন্যাশনাল হাইওয়ে-৪৪'এর সর্বোচ্চ দৈর্ঘ্য কোন রাজ্যে অবস্থিত?
➥ তামিলনাড়ু (৬২৭ কিলোমিটার)।
২৭। কোন অঞ্চল 'টোডা উপজাতি'র উৎপত্তিস্থল?
➥ নীলগিরি পাহাড়।
২৮। পশ্চিমবঙ্গের মোট ভূমির কত শতাংশে কৃষিকাজ করা হয়?
➥ প্রায় ৬৫%।
২৯। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম কি?
➥ সাগরদ্বীপ।
আরো পড়ুন...
➜ ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা
➜ সংসদ এবং রাজ্য বিধানসভার বিল পাশের বিভিন্ন পদ্ধতি
➜ বাঙালি কবি ও লেখকদের ছদ্মনামের তালিকা
➜ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51)
➜ মৌলিক অধিকার - Fundamental Rights | ভারতের সংবিধান
Please do not enter any spam link in the comment box.