Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 79

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 79

General Knowledge in Bengali with Answers
General Knowledge in Bengali with Answers

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers Part - 79 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই General Knowledge in Bengali with Answers পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali with Answers দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in Bengali with Answers


১। কাকে আলোর কর্পাসকুলার তত্ত্বের জন্য কৃতিত্ব দেওয়া হয়?

➥ আইজ্যাক নিউটন।


২। ভরের মধ্যে পার্থক্যকারী একই মৌলের পারমাণবিক প্রজাতিকে আমরা বলি-

➥ আইসোটোপ।


৩। পি-টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ কত?

➥ নিরপেক্ষ।


৪। গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি?

➥ মিথেন।


৫। আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে হ্যালোজেন রয়েছে?

➥ গ্রুপ ১৭।

 

৬। সূর্যে কোন উপাদানের উপস্থিতি সবথেকে বেশি?

➥ হাইড্রোজেন।


৭। সিমেন্ট, বালি ও জলের ঘন পেস্টকে বলা হয়-

➥ মর্টার।


৮। 'ভিব্রিও' ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?

➥ কমা আকৃতির।


৯। ধমনীর রক্তচাপ পরিমাপকারী যন্ত্র কোনটি?

➥ স্ফিগমোম্যানোমিটার।


১০। বিজয়নগরের কোন শাসক 'গজবেতেকার' উপাধি ধারণ করেছিলেন?

➥ দ্বিতীয় দেব রায়।


১১। 'তাবাকাত-ই-নাসিরি' কোন লেখকের লেখা?

➥ মিনহাজ-ই-সিরাজ।


১২। আফগানিস্তানের প্রথম মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল

➥ গজনী।


১৩। জৌনপুরের 'অটল দেবী মসজিদ' কোন রাজার আমলে তৈরি হয়েছিল?

➥ ইব্রাহিম শাহ।


১৪। নিওলিথিক সাইট কুচাই ও গোলবাই সাসান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ ওড়িশা।


১৫। ভিনসেন্ট আর্থার স্মিথ প্রাচীন ভারতের কোন রাজাকে 'ভারতীয় নেপোলিয়ন' উপাধি দিয়েছিলেন?

➥ সমুদ্রগুপ্ত।


১৬। নন্দ রাজবংশের শেষ শাসক কে ছিলেন?

➥ ধননন্দ।


১৭। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

➥ ১৯১১।


১৮। সুভাষচন্দ্র বসু কোন দেশে 'টাইগার লিজিয়ন' সংগঠিত করেছিলেন?

➥ জার্মানি।


১৯। ভারতের প্রথম সান্ধ্য সংবাদপত্র 'দ্য মাদ্রাজ মেল'এর প্রকাশনা শুরু হয় কত সালে?

➥ ১৮৬৮।


২০। 'বাবা বুদান' পাহাড় কোন খনিজ খননের জন্য বিখ্যাত?

➥ লৌহ আকরিক।


২১। কাশ্মীর ও কারগিল কোন গিরিপথের মাধ্যমে যুক্ত?

➥ পেনসিলা।


২২। কোন হিল স্টেশন 'ওড়িশার কাশ্মীর' নামে পরিচিত?

➥ দারিংবাড়ি।


২৩। 'কার্বি আংলং' মালভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ অসম।


২৪। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কটন টেক্সটাইল মিল রয়েছে?

➥ মহারাষ্ট্র।


২৫। 'ডায়মন্ড চতুর্ভুজ প্রকল্প' কিসের সঙ্গে যুক্ত?

➥ উচ্চগতির রেল নেটওয়ার্ক স্থাপন।


২৬। ভারতের কোন রাজ্যের আদিবাসীরা 'সারহুল উৎসব' পালন করে?

➥ ঝাড়খন্ড।


২৭। ভারতের কোন রাজ্য জিপসাম উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে?

➥ রাজস্থান।


২৮। মথুরা ও বারাণসী হয়ে কোন জাতীয় সড়ক দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করে?

➥ জাতীয় সড়ক ২।


২৯। ভারতের পশ্চিমতম বিন্দুর নাম-

➥ গুহর মতি।



আরো পড়ুন...

জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

বাংলা জিকে মকটেস্ট পর্ব - ৯৫

কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

ভারতীয় নতুন মুদ্রার নোটের বৈশিষ্ট্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad