জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 12
General Knowledge in Bengali 2022 Part - 12 |
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।
GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 12 তে থাকছে 28টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Bangla GK Diary is best government exam preparation website in bengali language.
Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022
১। কোন প্রাণীদের ফুসফুসের সঙ্গে ৯টি বায়ুথলি বা, এয়ারস্যাক যুক্ত থাকে?
☞ পায়রা, বাজ, চিল প্রভৃতি উড়ন্ত পাখি।
২। ব্যাকটেরিয়া কি ধরনের শ্বাসক্রিয়া চালায়?
☞ অবাত শ্বাসক্রিয়া।
৩। গমের রাস্ট রোগ ঘটায় কোন ছত্রাক?
☞ পাকসিনিয়া গ্র্যামিনিজ।
৪। কোন হীরেকে 'কার্বনেডো' বলে?
☞ কালো হীরে।
৫। টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
☞ তড়িৎশক্তি শব্দশক্তিতে।
৬। দৌড় প্রতিযোগিতায় কি ধরনের ঘড়ি ব্যবহৃত হয়?
☞ স্টপ ঘড়ি।
৭। কি দিয়ে সরু তারের ব্যাস মাপা যায়?
☞ স্ক্রুগেজ।
৮। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন?
☞ উইলিয়াম হার্ভে।
৯। 'বজ্রসূচী' কার রচনা?
☞ অশ্বঘোষ।
১০। আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
☞ অ্যারিস্টটল।
১১। শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলে?
☞ মাৎস্যন্যায়।
১২। বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন?
☞ অমিত্রঘাত।
১৩। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ দেখা যায়?
☞ সুরাট।
১৪। 'সাইমন কমিশন' এর সদস্যসংখ্যা কত ছিল?
☞ ৭ জন।
১৫। কোন বিখ্যাত সুফী সন্ত আলাউদ্দিন খলজির অনুকূল্য লাভ করেছিলেন?
☞ নিজাম উদ্দিন আউলিয়া।
১৬। সুলতান মামুদের বাবার নাম কি?
☞ সবুক্তগীন।
১৭। 'হিন্দু-পাদ-পাদশাহীর' আদর্শ কে ঘোষণা করেন?
☞ প্রথম বাজীরাও।
১৮। কে 'দেশপ্রিয়' নামে অভিহিত হন?
☞ যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৯। 'নিউ তুতিকোরিন' বন্দর ভারতের কোন রাজ্যে আছে?
☞ তামিলনাড়ু।
২০। 'হীরাকুঁদ প্রকল্প' কোন নদীর ওপর গড়ে উঠেছে?
☞ মহানদী।
২১। আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত কারাগারের নাম কি?
☞ সেলুলার জেল।
২২। ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে?
☞ শতদ্রু।
২৩। 'আহার' নদী ভারতের কোন রাজ্যে আছে?
☞ রাজস্থান।
২৪। ভারতে কোন ধরণের খামার চাষ হয়?
☞ নিবিড় পদ্ধতির।
২৫। ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তৈল পাওয়া যায়?
☞ উত্তর-পূর্ব অসমে।
২৬। কোন খাল কৃষ্ণা ও কাবেরী নদীকে যুক্ত করেছে?
☞ বাকিংহাম খাল।
২৭। ওড়িশার দামনজোড়ি কীজন্য বিখ্যাত?
☞ অ্যালুমিনিয়াম।
২৮। 'মান্নার উপসাগর'টি কোথায় আছে?
☞ তামিলনাড়ুর পূর্বে।
Please do not enter any spam link in the comment box.