Ads Area

PSC Miscellaneous GK in Bengali - Set 11

PSC Miscellaneous GK in Bengali - Set 11

PSC Miscellaneous GK in Bengali - Set 11
PSC Miscellaneous GK in Bengali - Set 11

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous GK in Bengali - Set 11 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous GK in Bengali


1. হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নীচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন?


(a) বুদ্ধঘোষ

(b) পদ্মবোধি

(c) শীলভদ্র

(d) পদ্মসম্ভব


উত্তরঃ- (c) শীলভদ্র


2. ভারতীয় সংবিধানের 26 ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?


(a) বাকস্বাধীনতা, ইত্যাদি সম্পর্কিত কিছু অধিকারের সুরক্ষা

(b) ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা

(c) সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা

(d) কোন বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা


উত্তরঃ- (b) ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা


3. ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত?


(a) অংশ 𝐈

(b) অংশ 𝐈𝐈𝐈

(c) অংশ 𝐈𝐕

(d) অংশ 𝐈𝐈


উত্তরঃ- (b) অংশ 𝐈𝐈𝐈


4. পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের কোন তফশিল সম্পর্কিত?


(a) অষ্টম তফসিল

(b) একাদশ তফসিল

(c) দ্বাদশ তফসিল

(d) প্রথম তফসিল


উত্তরঃ- (b) একাদশ তফসিল


5. GST কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল?


(a) 101

(b) 102

(c) 103

(d) 100


উত্তরঃ- (a) 101


6. 1859 সালের বিদ্রোহে, যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল, এটি কি নামে পরিচিত?


(a) লাল বিদ্রোহ

(b) সবুজ বিদ্রোহ

(c) হলুদ বিদ্রোহ

(d) নীল বিদ্রোহ


উত্তরঃ- (d) নীল বিদ্রোহ


7. 14 জুলাই, 1942 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় পাস হয়েছিল?


(a) কলকাতা

(b) ওয়ার্ধা

(c) দিল্লির

(d) মুম্বাই


উত্তরঃ- (b) ওয়ার্ধা


8. বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন?


(a) উইলিয়াম বেন্টিঙ্ক

(b) রবার্ট ক্লাইভ

(c) লর্ড কর্নওয়ালিস

(d) ওয়ারেন হেস্টিংস


উত্তরঃ- (b) রবার্ট ক্লাইভ


9. 1825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?


(a) স্বামী বিবেকানন্দ

(b) দয়ানন্দ সরস্বতী

(c) ভেলাগেলি

(d) রাম মোহন রায়


উত্তরঃ- (d) রাম মোহন রায়


10. জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট কর্তৃক কোন বিশেষ মৌলিক অধিকারের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে?


(a) জীবনের অধিকার

(b) চলাচলের স্বাধীনতার অধিকার

(c) পেশার স্বাধীনতার অধিকার

(d) সুযোগের সমতার অধিকার


উত্তরঃ- (a) জীবনের অধিকার

(ads1)

11. ভারতীয় সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদ গুলি এর সঙ্গে ডিল করে:


(a) সংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার

(b) ধর্মীয় স্বাধীনতার অধিকার

(c) শোষণের বিরুদ্ধে অধিকার

(d) সাংবিধানিক প্রতিকারের অধিকার


উত্তরঃ- (b) ধর্মীয় স্বাধীনতার অধিকার


12. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত?


(a) হায়দ্রাবাদ

(b) নয়াদিল্লি

(c) ইটানগর

(d) দেরাদুন


উত্তরঃ- (b) নয়াদিল্লি


13. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?


(a) নিরাপত্তা পরিষদ

(b) আন্তর্জাতিক আদালত

(c) ট্রাস্টি পরিষদ

(d) সাধারণ পরিষদ


উত্তরঃ- (d) সাধারণ পরিষদ


14. লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার নূন্যতম বয়স কত?


(a) 35 বছর

(b) 25 বছর

(c) 21 বছর

(d) 18 বছর


উত্তরঃ- (b) 25 বছর


15. ভারতের প্রথম হাইকোর্ট ________ সালে প্রতিষ্ঠিত হয়।


(a) 1862

(b) 1867

(c) 1830

(d) 1860


উত্তরঃ- (a) 1862


16. ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে?


(a) ধারা 370

(b) ধারা 44

(c) ধারা 12

(d) ধারা 377


উত্তরঃ- (b) ধারা 44


17. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে?


(a) দাদরা ও নগর হাভেলি

(b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(c) দিল্লি

(d) চন্ডিগড়


উত্তরঃ- (c) দিল্লি


18. নিচের কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন?


(a) ফিরোজ শাহ তুঘলক

(b) ইলতুৎমিস

(c) কুলি কুতুব শাহ

(d) মহম্মদ বিন তুঘলক


উত্তরঃ- (b) ইলতুৎমিস


19. ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?


(a) হুমায়ুন

(b) জাহাঙ্গীর

(c) আকবর

(d) বাবর


উত্তরঃ- (c) আকবর


20. নিচের কোন দল বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থন করেছিল?


(a) ফরোয়ার্ড ব্লক

(b) সর্বভারতীয় মুসলিম লীগ

(c) ভারতের কমিউনিস্ট পার্টি

(d) গদর পার্টি


উত্তরঃ- (b) সর্বভারতীয় মুসলিম লীগ

(ads2)

21. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?


(a) মহাত্মা গান্ধী

(b) খান আব্দুল গফফর খান

(c) বাল গঙ্গাধর তিলক

(d) মহম্মদ আলি জিন্নাহ


উত্তরঃ- (b) খান আব্দুল গফফর খান


22. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?


(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(b) সি রাজাগোপালাচারী

(c) ডাঃ সচ্চিদানন্দ সিনহা

(d) লর্ড মাউন্টব্যাটেন


উত্তরঃ- (b) সি রাজাগোপালাচারী


23. ভারতীয় সামুদ্রিক নীল অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী মোদী যে ব্লুপ্রিন্ট উন্মোচন করেছেন তার নাম কি?


(a) গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2003

(b) টুনা টেকরা ডিপ ড্রাফট টার্মিনাল

(c) ইন্ডিয়ান মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স

(d) অমৃত কাল ভিশন 2047


উত্তরঃ- (a) গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2003


24. 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হলে মুঘল সম্রাট কে ছিলেন?


(a) বাহাদুর শাহ জাফর

(b) দ্বিতীয় আকবর

(c) ঔরঙ্গজেব

(d) ফারুখসিয়ার


উত্তরঃ- (a) বাহাদুর শাহ জাফর


25. কৃষি বিজ্ঞানে অবদানের জন্য কে এম.এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত হন?


(a) অধ্যাপক বি.আর কাম্বোজ

(b) রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া

(c) চৌধুরী চরন সিং

(d) খাওয়ার চাঁদ গেহলেট


উত্তরঃ- (a) অধ্যাপক বি.আর কাম্বোজ


26. ICCU-19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2024 ফাইনালে ভারতের বিপক্ষে কোন দেশ জিতেছে?


(a) অস্ট্রেলিয়া

(b) দক্ষিণ আফ্রিকা

(c) নিউজিল্যান্ড

(d) ইংল্যান্ড


উত্তরঃ- (a) অস্ট্রেলিয়া


27. হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?


(a) বাঁশি

(b) সরোদ

(c) তবলা

(d) সেতার


উত্তরঃ- (a) বাঁশি


28. 'ভারতের শেক্সপিয়ার' কাকে বলা হয়?


(a) কলহন

(b) কালিদাস

(c) বানভট্ট

(d) বিশাখদত্ত


উত্তরঃ- (b) কালিদাস


29. নিচের কোন নৃত্যকলাটি গুজরাটের?


(a) কথাকলি

(b) গরবা

(c) ভাংড়া

(d) নটাঙ্কি


উত্তরঃ- (b) গরবা


30. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?


(a) করবেট

(b) বন্দীপুর

(c) পেরিয়ার

(d) সিমলিপাল


উত্তরঃ- (a) করবেট


Read More...

🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 10

🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 9

🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 8

🟧 PSC Miscellaneous GK in Bengali - Set 7

🟪 PSC Miscellaneous GK in Bengali - Set 6



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad