Ads Area

PSC Miscellaneous GK in Bengali - Set 12

PSC Miscellaneous GK in Bengali - Set 12

PSC Miscellaneous GK in Bengali - Set 12
PSC Miscellaneous GK in Bengali - Set 12<

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

PSC Miscellaneous GK in Bengali - Set 12 তে আপনাদের জন্য থাকছে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের ১টি পেপার থাকবে। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি প্রশ্নোত্তর দিয়ে এই সেট গুলি বানানো হয়েছে।


PSC Miscellaneous GK in Bengali


1. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?


(a) আইনস্টাইন

(b) রাদারফোর্ড

(c) প্ল্যাঙ্ক

(d) হাইজেনবার্গ


উত্তরঃ- (c) প্ল্যাঙ্ক


2. সীসার আকরিক নিচের কোনটি?


(a) বক্সাইট

(b) গ্যালেনা

(c) ক্যালামাইট

(d) ডলোমাইট


উত্তরঃ- (b) গ্যালেনা


3. দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত?


(a) আলাউদ্দিন খিলজী

(b) আকবর

(c) ঔরঙ্গজেব

(d) নিজাম


উত্তরঃ- (c) ঔরঙ্গজেব


4. কেলভিন স্কেলের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে-


(a) 100K

(b) 373K

(c) 180°F

(d) 273K 


উত্তরঃ- (a) 100K


5. নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়?


(a) রক্ত

(b) হিমসায়ানিন তরল

(c) জল

(d) গ্লুকোজ


উত্তরঃ- (c) জল


6. ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়?


(a) হিমালয় পর্বত

(b) বিহারীনাথ পাহাড়

(c) গঙ্গা নদী

(d) ত্রিকূট পাহাড়


উত্তরঃ- (d) ত্রিকূট পাহাড়


7. এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়?


(a) আলোকবর্ষ

(b) মাইক্রন

(c) এ ইউ (A.U)

(d) রেডিয়ান


উত্তরঃ- (d) রেডিয়ান


8. গ্রানাইট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়?


(a) বেলে

(b) এঁটেল

(c) কাদামাটি

(d) সবকটি


উত্তরঃ- (a) বেলে


9. যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কি বলা হয়?


(a) নেকটন

(b) বেনথস

(c) ফাইটোপ্লাংটন

(d) জুপ্লাংকটন


উত্তরঃ- (b) বেনথস


10. শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়?


(a) প্রজাপতি

(b) চিংড়ি

(c) কেঁচো

(d) হাইড্রা


উত্তরঃ- (a) প্রজাপতি

(ads1)

11. এক অনু কাপড় কাচার সোডায় কত অনু জল উপস্থিত আছে?


(a) 8

(b) 5

(c) 7

(d) 10


উত্তরঃ- (d) 10


12. সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোকসংশ্লেষ সংঘটিত হয়?


(a) হলুদ ও কমলা

(b) সবুজ ও বেগুনি

(c) লাল ও নীল

(d) নীল ও বেগুনি


উত্তরঃ- (c) লাল ও নীল


13. দুটি আধান একে অপরকে-


(a) আকর্ষণ করে

(b) বিকর্ষণ করে

(c) বিকর্ষণ করে না

(d) A এবং B উভয় সত্য


উত্তরঃ- (d) A এবং B উভয় সত্য


14. একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 cm। দর্পণটিকে জলে ডোবালে তার ফোকাস দূরত্ব হবে-


(a) 1/5 cm

(b) 5 cm

(c) 5 m

(d) 10 cm


উত্তরঃ- (b) 5 cm


15. খেজুর-এর ভোজ্য অংশের নাম কি?


(a) এন্ডোকার্প

(b) মেসোকার্প

(c) পেরিকার্প

(d) রসালো অমরা


উত্তরঃ- (c) পেরিকার্প


16. নিচের উল্লেখিত কোনটি প্রকৃত ফল?


(a) আনারস

(b) কাঁঠাল

(c) আপেল

(d) আঙুর


উত্তরঃ- (d) আঙুর


17. শব্দের প্রাবল্যের একক কি?


(a) হার্জ

(b) সমমেল

(c) ওয়াট

(d) ডেসিবেল


উত্তরঃ- (d) ডেসিবেল


18. শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ 45 ডিগ্রি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে?


(a) 1

(b) 2

(c) ½

(d) 1.414


উত্তরঃ- (d) 1.414


19. তরল যা তড়িৎ পরিচালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়?


(a) সাসপেনশন

(b) অতড়িৎবিশ্লেষ্য

(c) ইমালসান

(d) তড়িৎবিশ্লেষ্য


উত্তরঃ- (d) তড়িৎবিশ্লেষ্য


20. 33 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত?


(a) 27 K

(b) 33 K

(c) 303 K

(d) 306 K


উত্তরঃ- (d) 306 K

(ads2)

21. বর্তমান Attorney General of India পদে কে আছেন?


(a) কে কে ভেনুগোপাল

(b) দীনেশ কুমার খারা

(c) ভূষণ পাটবর্ধান

(d) আর ভেঙ্কটরমানি


উত্তরঃ- (d) আর ভেঙ্কটরমানি


22. হাওয়ায় জলীয় বাষ্পকে কি বলা হয়?


(a) মেঘ

(b) আদ্রতা

(c) বৃষ্টি

(d) তাপমাত্রা


উত্তরঃ- (b) আদ্রতা


23. ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক-


(a) ল্যামার্ক

(b) G.J. Mendel

(c) ডি.ভিস

(d) রোনাল্ড রস


উত্তরঃ- (d) রোনাল্ড রস


24. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোনটিকে?


(a) আমেদাবাদ

(b) কোয়েম্বাটুর

(c) চেন্নাই

(d) কানপুর


উত্তরঃ- (d) কানপুর


25. ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?


(a) 106

(b) 42

(c) 18

(d) 85


উত্তরঃ- (c) 18


26. নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে?


(a) ইউরিয়া

(b) অ্যামোনিয়াম নাইট্রেট

(c) পটাশিয়াম নাইট্রেট

(d) অ্যামোনিয়াম ফসফেট


উত্তরঃ- (a) ইউরিয়া


27. 'নিষ্ক্রিয় প্রতিরোধ'-এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন?


(a) বালগঙ্গাধর তিলক

(b) অরবিন্দ ঘোষ

(c) লালা লাজপৎ রায়

(d) বিপিনচন্দ্র পাল


উত্তরঃ- (b) অরবিন্দ ঘোষ


28. কপিল ধারা জলপ্রপাতের অবস্থান-


(a) শোন নদীর উপর

(b) চম্বল নদীর উপর

(c) কৃষ্ণা নদীর উপর

(d) নর্মদা নদীর উপর


উত্তরঃ- (d) নর্মদা নদীর উপর


29. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?


(a) আর্যভট্ট

(b) বরাহমিহির

(c) অমর সিংহ

(d) ব্রহ্মগুপ্ত


উত্তরঃ- (b) বরাহমিহির


30. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?


(a) প্রফুল্ল চাকী

(b) পুলীন দাস

(c) এস. এন. সান্যাল

(d) যতীন্দ্রনাথ মুখার্জি


উত্তরঃ- (b) পুলীন দাস


Read More...

🟥 PSC Miscellaneous GK in Bengali - Set 11

🟩 PSC Miscellaneous GK in Bengali - Set 10

🟦 PSC Miscellaneous GK in Bengali - Set 9


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad