Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 87

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 87

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 87
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 87

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 87 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। অবস্থা পরিবর্তনের সময় পদার্থকে যে তাপ প্রদান করা হয়, তাকে বলা হয়-

➥ লীন তাপ।


২। আলোর তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ?

➥ তির্যক তরঙ্গ।


৩। জোহানেস নিকোলাস ব্রনস্টেড ও থমাস মার্টিন লোরি কোন সালে এসিড ও ক্ষারের মৌলিক ধারণাটি প্রস্তাব করেন?

➥ ১৯২৩।


৪। পুষ্টির যে পদ্ধতিতে জীব সরল পদার্থ থেকে খাদ্য তৈরি করে তাকে বলে-

➥ স্বভোজী পুষ্টি।


৫। কোন যৌগকে 'মুক্তার ছাই' (পার্ল অ্যাস) বলা হয়?

➥ পটাশিয়াম কার্বনেট।

 

৬। অল্টারনেটিং কারেন্টে, কারেন্টের দিক ও মাত্রা পরিবর্তিত হয়-

➥ পর্যায়ক্রমে।


৭। পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই?

➥ পৃথিবীর কেন্দ্রে।


৮। কর্টেক্স হল একধরনের-

➥ গ্রাউন্ড টিস্যু।


৯। এক অণু কাপড় কাচার সোডাতে কতগুলি জলের অণু রয়েছে?

➥ ১০।


১০। আকবর কাকে 'কবিপ্রিয়' উপাধি দিয়েছিলেন?

➥ বীরবল।


১১। 'আগ্রার অন্ধপক্ষী' কাকে বলা হত?

➥ সুরদাস।


১২। 'ভারতীয় জাতীয় কংগ্রেস'এর প্রথম সভা ১৮৮৫ সালে কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়?

➥ উমেশ চন্দ্র ব্যানার্জি।


১৩। 'গোত্র' শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে?

➥ ঋগ্বেদে।


১৪। হিন্দুদের ওপর থেকে 'জিজিয়া' কর তুলে দিয়েছিলেন-

➥ আকবর।


১৫। কনৌজে ১৫৪০ সালে শেরশাহ সুরি'র কাছে পরাজিত হয়েছিলেন-

➥ হুমায়ুন।

(ads1)

১৬। ভারতের কোন গভর্নর জেনারেল 'ভারতীয় প্রেসের মুক্তিদাতা' হিসাবে পরিচিত?

➥ স্যার চার্লস মেটকাফে।


১৭। 'ময়ূর সিংহাসন'এর সঙ্গে কোন সম্রাটের নাম যুক্ত?

➥ শাহজাহান।


১৮। মোহনদাস করমচাঁদ গান্ধী তার প্রাথমিক শিক্ষা কোথায় পেয়েছিলেন?

➥ রাজকোট।


১৯। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হল-

➥ লোথাল।


২০। বালিয়াড়ি মূলত কোথায় দেখা যায়?

➥ পশ্চিম রাজস্থান।


২১। সাগরমাথা বলতে বোঝায়-

➥ মাউন্ট এভারেস্ট।


২২। পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় একসঙ্গে মিলেছে?

➥ নীলগিরি হিলস।


২৩। পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?

➥ আরাবল্লী।


২৪। শ্রীলঙ্কাকে, ভারত থেকে আলাদা করেছে-

➥ পক প্রণালী।


২৫। ভারতের কোন শহরকে 'রাজপ্রাসাদের শহর' বলা হয়?

➥ কলকাতা।


২৬। 'কুলিক অভয়ারণ্য' পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

➥ উত্তর দিনাজপুর।


২৭। কোন নদীকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়?

➥ গোদাবরী।


২৮। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর?

➥ নদী বন্দর।


২৯। পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম হল-

➥ সহ্যাদ্রি।


আরো পড়ুন...

Lucent GK in Bengali - 86

Lucent GK in Bengali - 85

Lucent GK in Bengali - 84


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad