Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 88

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 88

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 88
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 88

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 88 পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। এসআই বা, আন্তর্জাতিক পদ্ধতি কবে গ্রহণ করা হয়?

➥ ১৯৬০।


২। কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে লম্বনভুল হতে পারে-

➥ স্কেল ও মাপনী চোঙ উভয়ই।


৩। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র 'অ্যানিমোমিটার'এর আবিষ্কারক হলেন-

➥ লিওন বাতিস্তা অ্যালবার্টি।


৪। উত্তর লেন্সের ক্ষমতা-

➥ পজিটিভ।


৫। কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়?

➥ কলয়ডিয় দ্রবণ।

 

৬। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?

➥ জিঙ্ক।


৭। প্রাণীদেহে যে কোশ বিভাজিত হয় না, সেটি হল-

➥ স্নায়ুকোশ।


৮। কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?

➥ ইনসুলিন।


৯। সবুজ ফলকে কৃত্রিমভাবে পাকাতে কোন রাসায়নিক ব্যবহৃত হয়?

➥ অ্যাসিটিলিন।


১০। ১৭৯২ সালে 'গীত গোবিন্দ' বইটির ইংরেজি অনুবাদ করেন-

➥ স্যার উইলিয়াম জোন্স।


১১। কত সালে আলেকজান্ডার কানিংহাম 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' প্রতিষ্ঠা করেন?

➥ ১৮৬১।


১২। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী 'কুইক সিলভার' নামে পরিচিত ছিলেন?

➥ চন্দ্রশেখর আজাদ।


১৩। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন-

➥ জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ।


১৪। কোন রাজা আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে প্রাণ ত্যাগ করেন?

➥ অষ্টক।


১৫। মিহিরকুলের রাজধানী কোথায় ছিল?

➥ শিয়ালকোট বা, সাকল।

(ads1)

১৬। গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন?

➥ গুরু অঙ্গদ।


১৭। একবিংশ শতকে তৈরি 'চন্দ্রগিরি' দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ অন্ধ্রপ্রদেশ।


১৮। 'আজাদ হিন্দ ফৌজ' কোন দেশে গঠিত হয়েছিল?

➥ সিঙ্গাপুর।


১৯। 'দক্ষিণেশ্বরের সাধু' নামে পরিচিত-

➥ রামকৃষ্ণ পরমহংস।


২০। রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত?

➥ মন্দাকিনী ও অলকানন্দা।


২১। 'প্যাগোডার দেশ' বলে পরিচিত-

➥ মায়ানমার।


২২। 'এনটিপিসি লিমিটেড' কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

➥ ১৯৭৫।


২৩। 'সর্দার সরোবর সেচ প্রকল্প' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ গুজরাট।


২৪। 'নভ সেবা' বন্দরটির নতুন নাম হল-

➥ জওহরলাল নেহেরু বন্দর।


২৫। 'জাদুগোড়া' খনি থেকে পাওয়া যায়-

➥ ইউরেনিয়াম।


২৬। শ্রীলঙ্কায় ঢেউখেলানো তৃণভূমির নাম হল-

➥ পাটানা।


২৭। কোন ভারতীয় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে দেশের সবথেকে বেশি শতাংশ ম্যানগ্রোভ অরণ্য আছে?

➥ পশ্চিমবঙ্গ।


২৮। ২০১১ সালে 'ওএনজিসি' ভারতের প্রথম শেল গ্যাস রিজার্ভ আবিষ্কার করেছিল কোন রাজ্যে?

➥ পশ্চিমবঙ্গ (দুর্গাপুর)।


২৯। গণ্ডোয়ানা বেড কিসের জন্য বিখ্যাত?

➥ সঞ্চিত কয়লা।


আরো পড়ুন...

Lucent GK in Bengali - 87

Lucent GK in Bengali - 86

Lucent GK in Bengali - 85


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad