বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 89
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 89 |
বাংলা জিকে ডায়েরি 📘
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 89 পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali
১। কলোজেন গঠনের জন্য কোন ভিটামিন অপরিহার্য?
➥ ভিটামিন 'সি'।
২। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি
➥ প্লাটিপাস।
৩। 'ভাইরোলজি'র জনক হলেন-
➥ মার্টিনাস বেইজেরিঙ্ক।
৪। উত্তর লেন্সের ক্ষমতা-
➥ পজিটিভ।
৫। দিনের আকাশকে নীল দেখানোর কারণ হল-
➥ আলোর বিক্ষেপণ।
৬। কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে-
➥ পৃথিবীর পৃষ্ঠে।
৭। কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায়-
➥ সমযোজী যৌগ।
৮। 'কারনোটাইট' কার একটি গুরুত্বপূর্ণ আকরিক?
➥ ইউরেনিয়াম।
৯। 'এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মিশন' কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত?
➥ ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
১০। সম্প্রতি আবিষ্কৃত বিশাল আগ্নেয়গিরি 'নকটিস' কোন গ্রহে পাওয়া গেছে?
➥ মঙ্গল।
(ads1)
১১। 'নববিধান' প্রতিষ্ঠা করেছিলেন-
➥ কেশবচন্দ্র সেন।
১২। ভারতে 'হাফটোন প্রিন্টিং' পদ্ধতির প্রবর্তন করেন-
➥ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১৩। ব্রিটিশ শাসনকালে সাধারণত 'দলিত' নামে পরিচিত ছিল কারা?
➥ পিছিয়ে পড়া শ্রেণী।
১৪। কুষাণ রাজ্যের রাজধানী কোথায় ছিল?
➥ পুরুষপুর।
১৫। কোন মোগল সম্রাটের রাজত্বকালে ইতালির পর্যটক মানুচি ভারতে আসেন?
➥ ঔরঙ্গজেব।
১৬। ১৮০২ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে 'বেসিনের চুক্তি' স্বাক্ষর করেন-
➥ দ্বিতীয় বাজিরাও।
১৭। ১৮৩৯ সালে উইলিয়ামস অ্যাডামস কোথায় 'ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি' প্রতিষ্ঠা করেন?
➥ লন্ডন।
১৮। পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কোনটি?
➥ মহাভারত।
১৯। কার নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের বিস্তার ঘটে?
➥ ভদ্রবাহু।
২০। দিল্লির জামা মসজিদ কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?
➥ ১৭ শতাব্দী (১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে)।
২১। বহুদিন ধরে আবহবিকার প্রাপ্ত শিলা কিসে পরিণত হয়?
➥ মাটি।
২২। 'আপিকো আন্দোলন' কোন রাজ্যে প্রথম হয়েছিল?
➥ কর্ণাটক।
২৩। ভারতের কোন রাজ্য সবথেকে বেশি কাজুবাদাম রপ্তানি করে?
➥ কেরল।
২৪। 'রুপোলি বিপ্লব' কিসের সঙ্গে যুক্ত?
➥ ডিম।
২৫। 'ন্যাশনাল হর্টিকালচার মিশন' কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু করা হয়?
➥ দশম।
২৬। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
➥ পুরুলিয়া।
২৭। ভারতের 'নুনমাটি' স্থানটি কোন শিল্পের সঙ্গে যুক্ত?
➥ পেট্রোলিয়াম শিল্প।
২৮। ভারতের প্রথম প্রাইভেট সেক্টর বন্দর 'পিপাভাভ' কোন রাজ্যে অবস্থিত?
➥ গুজরাত।
২৯। পূর্ব হিমালয় অঞ্চলের বৃহত্তম হিমবাহ কোনটি?
➥ জেমু।
৩০। কোন শহরকে 'দাক্ষিণাত্যের কাশী' বলে?
➥ মাদুরাই।
আরো পড়ুন...
Please do not enter any spam link in the comment box.