Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 90

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 90

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 90
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 90

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 90 পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। ব্রিটিশ বিজ্ঞানী স্যার জোসেফ জন থমসন ১৯০৬ সাথে কোন কণা আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের 'নোবেল' পুরস্কার পান?

➥ ইলেকট্রন।


২। 'জিপসোফিল' শব্দটি এমন লোকেদের সঙ্গে যুক্ত, যারা পছন্দ করে-

➥ শকুন।


৩। পি-টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ কত?

➥ নিরপেক্ষ।


৪। সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয়-

➥ ম্যাগনেসিয়াম।


৫। পরমাণু ভেঙে প্রচন্ড শক্তি সৃষ্টি করাকে বলে-

➥ ফিউশন বিক্রিয়া।

 
৬। মানুষের শরীরে কত জোড়া পাঁজর থাকে?

➥ ১২ জোড়া।


৭। শরীরের কোন অংশে প্রধানত গ্লাইকোজেন জমা হয়?

➥ লিভার ও পেশি।


৮। বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির জন্য অপরিহার্য উপাদান কোনটি?

➥ লিথিয়াম।


৯। কলায় কোন খনিজের উপস্থিতি কলাকে সামান্য তেজস্ক্রিয় করে তোলে?

➥ পটাশিয়াম।


১০। সম্প্রতি প্রয়াত 'ঈশ্বর কণা'র আবিষ্কর্তা পিটার হিগস (৯৪ বছর) কোন দেশের পদার্থবিদ ছিলেন?

➥ ব্রিটেন।


১১। 'বাবরনামা' কে চাগতাই থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন?

➥ আব্দুল রহিম খান-ই-খানা।


১২। বিজয়নগর সাম্রাজ্যের রাজা তিরুমালা রায় কোন ধরনের মুদ্রা জারি করেছিলেন?

➥ বরাহ (এটি একটি সোনার মুদ্রা, যার আনুমানিক ওজন ৩.৪ গ্রাম)।


১৩। ভারতে 'নভরোজ' চালু করেন-

➥ বলবন (এটি পারস্য উৎসব)।


১৪। 'তারিখ-ই-দাউদি' কোন লেখকের লেখা?

➥ আব্দুল্লাহ।


১৫। হর্ষবর্ধনের শ্যালক গ্রহবর্মনকে হত্যা করেছিলেন-

➥ গৌড়ের শশাঙ্ক।

(ads1)

১৬। কোন হরপ্পান শহর ৩টি ভাগে বিভক্ত?

➥ ধোলাভিরা।


১৭। ঋগ্বেদে ঋকের সংখ্যা কত?

➥ ১০,৫৮০।


১৮। কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজদের কাছ থেকে বোম্বাই অধিগ্রহণ করে?

➥ ১৬৬৮।


১৯। ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়?

➥ সুরাত।


২০। কোন গভর্নর জেনারেল ভারতে দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন?

➥ লর্ড এলেনবরো।


২১। পশ্চিমবঙ্গের 'শালবনি' কিসের জন্য বেশি পরিচিত?

➥ আধুনিক কারেন্সি নোট প্রেস।


২২। 'টেমি চা বাগান' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ সিকিম।


২৩। কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ-

➥ নন্দা দেবী (৭,৮১৭ মিটার)।


২৪। কোন হিল স্টেশন 'কুমায়ুনের ফলের বাটি' নামে পরিচিত?

➥ রামগড়।


২৫। 'খারকাই' কোন নদীর উপনদী?

➥ সুবর্ণরেখা।


২৬। ওক-রোডোডেনড্রন কোন ধরনের বনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ?

➥ নাতিশীতোষ্ণ বন।


২৭। 'কালো বিপ্লব' কিসের সঙ্গে সম্পর্কিত?

➥ অপরিশোধিত তেল।


২৮। 'বোকারো স্টিল প্ল্যান্ট' কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল?

➥ রাশিয়া।


২৯। রাস্তার মোট দৈর্ঘ্যের নিরিখে ভারতের স্থান কত?

➥ দ্বিতীয় (প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র)।


৩০। 'বানেশ্বর উৎসব' কোন উপজাতি পালন করে?

➥ ভীল।


আরো পড়ুন...

Lucent GK in Bengali - 89

Lucent GK in Bengali - 88

Lucent GK in Bengali - 87


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad