Ads Area

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 91

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 91

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 91
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 91

বাংলা জিকে ডায়েরি 📘

বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 91 পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali


১। কোন প্রতিষ্ঠান 'স্টারবেরিসেন্স' সেন্সর তৈরি করেছে?

➥ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।


২। পদার্থবিজ্ঞানের মূল নীতি-

➥ শক্তির সংরক্ষণশীলতা নীতি।


৩। 'প্রমাণ মিটার'এর ধাতুদন্ড তৈরি-

➥ প্ল্যাটিনাম ও ইরিডিয়াম ধাতু সংকর।


৪। 'ডপলার ক্রিয়া' কোন বিষয় সংক্রান্ত?

➥ শব্দ।


৫। পদার্থের কোন অবস্থার প্রসারণ সব থেকে বেশি?

➥ গ্যাস।

 

৬। একটি নারকেল গাছের নারকেল ও পৃথিবীর মধ্যে কার বল হল-

➥ অভিকর্ষ বল।


৭। বিবর্ধক কাঁচে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

➥ উত্তল।


৮। নাইট্রোজেন ডাই-অক্সাইডের ধোঁয়ার রং-

➥ বাদামি।


৯। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট মানবদেহের কোন অংশে অবস্থান করে?

➥ লসিকা নালী।


১০। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়?

➥ জাহাজ।


১১। কোন অধিবেশনে 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তান প্রস্তাব পাস করে?

➥ লাহোর।


১২। কাকে 'স্থানীয় স্বশাসনের জনক' বলা হয়?

➥ লর্ড রিপন।


১৩। 'হিন্দু মহাসভা' কত সালে প্রতিষ্ঠিত হয়?

➥ ১৯১৫ (মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেন)।


১৪। 'জয় হিন্দ' সম্ভাষণটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের মাধ্যমে শুরু হয়েছিল?

➥ সুভাষচন্দ্র বসু।


১৫। মাসুলিপতনমে, ফরাসি কারখানা কোন সালে স্থাপিত হয়?

➥ ১৬৬৯।

(ads1)

১৬। কোন রাজত্বকাল মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলে পরিচিত ছিল?

➥ কুষাণ।


১৭। গৌতম বুদ্ধের মা 'মহামায়া' কোন গোত্রের ছিলেন?

➥ কোলিয়া।


১৮। কোন বেদের পুরোহিত ব্রহ্মা-

➥ অথর্ব বেদ।


১৯। ভারতে প্রথম কোন শাসক খাঁটি আরবি মুদ্রা জারি করেছিলেন?

➥ ইলতুৎমিস।


২০। কোন মোগল সম্রাটকে সৈয়দ ভাইরা হত্যা করেছিলেন?

➥ ফারুকশিয়র।


২১। 'প্লুটো'র নতুন নাম-

➥ ১৩৪৩৪০।


২২। আন্টার্কটিকার বৃহত্তম দ্বীপ কোনটি?

➥ আলেকজান্ডার দ্বীপ।


২৩। ভারত, চীন ও নেপাল সীমান্তের ত্রি-সংযোগস্থলে কোন পাসটি অবস্থিত?

➥ লিপু লেখ পাস।


২৪। কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবথেকে কাছাকাছি অবস্থিত?

➥ মায়ানমার।


২৫। ভারত কোন দেশের সঙ্গে তার সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানা ভাগ করে?

➥ আফগানিস্তান।


২৬। ভারতে লিগনাইটের বৃহত্তম উৎপাদক হল-

➥ তামিলনাড়ু।


২৭। আন্দামান ও নিকোবর দ্বীপের সবথেকে বেশি কথ্য ভাষা কোনটি?

➥ বাংলা।


২৮। 'মালনাদ' শব্দের অর্থ-

➥ পাহাড়ি দেশ।


২৯। শীতকালে মূলত কোন মেঘে বৃষ্টিপাত হয়?

➥ স্ট্র্যাটোকিউমুলাস।


৩০। 'দারিংবাড়ি' ভারতের কোন রাজ্যের বিখ্যাত পার্বত্য শহর?

➥ ওড়িশা।


আরো পড়ুন...

Lucent GK in Bengali - 90

Lucent GK in Bengali - 89

Lucent GK in Bengali - 88


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad