Ads Area

GK Questions in Bengali Part 92 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

GK Questions in Bengali Part 92 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

GK Questions in Bengali Part 92
GK Questions in Bengali Part 92

বাংলা জিকে ডায়েরি 📘

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং GK Questions in Bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


GK Questions in Bengali Part 92


১। পিউরিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

➥ নাইট্রিক অ্যাসিড।


২। সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

➥ নাইট্রিক অ্যাসিড।


৩। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন-

➥ মাইকেল ফ্যারাডে।


৪। গয়টার বা, থাইরয়েড গ্রন্থির অত্যাধিক বৃদ্ধি কিসের অভাবে হয়?

➥ আয়োডিন।


৫। 'ই-রেট্রোফিটমেন্ট', যা সম্প্রতি খবরে এসেছে, তা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

➥ ইলেকট্রিক মোবিলিটি।

 

৬। 'সিলিকন হাইড্রোজেল'এর সবথেকে সাধারণ ব্যবহার কোনটি?

➥ কন্ট্যাক্ট লেন্স তৈরিতে ব্যবহৃত হয়।


৭। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাকে আমরা বলি-

➥ এক্সোথার্মিক প্রতিক্রিয়া।


৮। 'স্লিপার অ্যানিম্যাকুল' কিসের সাধারণ নাম?

➥ প্যারামেসিয়াম।


৯। নিকেলের কারণে কোন রোগ হয়?

➥ ডার্মাটাইটিস।


১০। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন সংগঠন 'অনুশীলন সমিতি'র একটি শাখা হিসাবে আবির্ভূত হয়েছিল?

➥ হিন্দুস্থান রিপাব্লিকান অ্যাসোসিয়েশন।


১১। ১৮৭২ সালে আনন্দ মোহন বসু কোথায় 'ভারতীয় সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন?

➥ লন্ডন।


১২। 'সিন্ধু সভ্যতা'য় ঘর তৈরিতে কোন উপকরণ ব্যবহৃত হত?

➥ ইট।


১৩। কোন আধুনিক অঞ্চলে 'আমরি সংস্কৃতি' গড়ে উঠেছে?

➥ পাকিস্তানের সিন্ধ ও বালুচিস্তান।


১৪। কলহনের 'রাজতরঙ্গিনী' বইয়ে ভারতের কোন অংশের ইতিহাস বর্ণিত হয়েছে?

➥ কাশ্মীর।


১৫। মুহাম্মদ বিন কাসিম কোন শহরকে 'সোনার শহর' বলে অভিহিত করেন?

➥ মুলতান।

(ads1)

১৬। কোন রাজাকে গজনীতে একটি বিশ্ববিদ্যালয় তৈরির কৃতিত্ব দেওয়া হয়?

➥ মাহুমুদ।


১৭। আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী ছিলেন-

➥ রাজা টোডরমল।


১৮। আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের কোন নদী পর্যন্ত পৌঁছেছিলেন?

➥ বিয়াস।


১৯। মোগলদের অধীনে বন্দর সুপারিন্টেন্ডেন্ট ছিলেন-

➥ মীর-ই-বাহার।


২০। পৃথিবীর ক্ষুদ্রতম উপসাগর কোনটি?

➥ ক্যালিফোর্নিয়া উপসাগর।


২১। কচ্ছ উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ গুজরাত।


২২। ইউরোপের বৃহত্তম নদী ব-দ্বীপ কোনটি?

➥ ভলগা।


২৩। অ-মেরু অঞ্চলে বিশ্বের দীর্ঘতম হিমবাহ কোনটি?

➥ ফেডচেঙ্কো (এটি তাজিকিস্তানের পামির পর্বতমালার ইয়াজগুলেম রেঞ্জের প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ হিমবাহ)।


২৪। 'পাগলাদিয়া বহুমুখী বাঁধ' ভারতের কোন রাজ্যে আছে?

➥ অসম।


২৫। কোন ধরনের কয়লা কোক তৈরিতে ব্যবহৃত হয়?

➥ বিটুমিনাস।


২৬। 'উকাই বাঁধ' কোন নদীর উপর অবস্থিত?

➥ তাপি।


২৭। ভারতীয় উপদ্বীপ কোন ভূমির অংশ ছিল?

➥ গণ্ডোয়ানা।


২৮। হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট ও সাইড্রাইড কোন ধরনের খনিজ?

➥ লোহা


২৯। 'বল্টোরো হিমবাহ' কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?

➥ কারাকোরাম।


আরো পড়ুন...

Lucent GK in Bengali - 91

➜ Lucent GK in Bengali - 90

➜ Lucent GK in Bengali - 89

➜ Lucent GK in Bengali - 88

➜ Lucent GK in Bengali - 87


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad