18th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary
18th May 2021 Current Affairs in Bengali |
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 18th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
18th May 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালের ইতালিয়ান ওপেন পুরুষ সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো?
>> রাফায়েল নাদাল।
▪️ এবছর এটা 10 তম ইতালিয়ান ওপেন।
▪️ স্পেনের রাফায়েল নাদাল সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।
2. 2021 সালের ইতালিয়ান ওপেন মহিলা সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো?
>> ইগা সুইটেক।
▪️ পোল্যান্ডের ইউসিটেক চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকভাকে হারিয়ে এই খেতাব অর্জন করল।
3. সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস (Statehood day) কবে পালিত হলো?
>> 16 মে।
▪️ সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক।
▪️ 1975 সালে গণভোটের পরে সিকিম ভারতবর্ষের 22 তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
4. "Sikkim: a history of Intrigue and Alliance" বইটির লেখক কে?
>> প্রীত মোহনসিং মালিক।
▪️ বইটি প্রকাশিত হলো ষোলো মেয়ে অর্থাৎ সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবসের দিন এটি প্রকাশিত হয়।
▪️ এই বইটিতে সিকিম রাজ্য ভারতের 22 তম রাজ্য হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ইতিহাস বর্ণিত আছে।
▪️ প্রকাশক - Harper Collins India
5. 69 তম মিস ইউনিভার্স (Miss Universe) 2020 কে হলেন?
>> আন্দ্রেয়া মেজা।
▪️ আন্দ্রেয়া মেজা মেক্সিকোর বাসিন্দা।
6. Footwear brand Bata India এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
>> গুঞ্জন শাহ।
▪️ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন সন্দ্বীপ কাটারিয়া।
▪️ বাটা ইন্ডিয়া লিমিটেড সদরদপ্তর গুরুগ্রাম।
▪️ প্রতিষ্ঠা সাল 1931
7. কোন রাজ্য সরকার আয়ুস ঘর-দুয়ার (Ayush Ghar-Dwar) প্রোগ্রাম লঞ্চ করল?
>> হিমাচল প্রদেশ।
▪️ হিমাচল প্রদেশের রাজ্য সরকার আয়ুস ঘর-দুয়ার প্রোগ্রামের আওতায় করোনা পজিটিভ রোগীদের বাড়িতে আইসোলেশন এর সময় যোগ ব্যায়ামের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য সুস্থ রাখতে এ প্রোগ্রাম চালু করেছে।
▪️ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী - সিমলা এবং শীতকালীন রাজধানী - ধর্মশালা।
▪️ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।
8. ওয়ার্ল্ড হাইপারটেনশন দিবস কবে পালিত হয়?
>> 17 মে।
▪️ হাইপারটেনশন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং বিশ্বের সমস্ত দেশে এই সাইলেন্ট কিলার হাইপারটেনশন কে প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য মানুষকে উৎসাহিত করে তুলতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ 2005 সাল থেকে এটি প্রথম পালিত হচ্ছে।
▪️ 2021 Theme - Measure Your Blood Pressure Accurately Control It, Live Longer
9. আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে পালিত হয়?
>> 18 মে।
▪️ সামাজিক উন্নয়নে জাদুঘরের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ 1977 সালে প্রথম এই দিনটি পালন করা হয়।
▪️ 2021 Theme - The Future of Museums: Recover and Reimagine.
10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে সবজি ডেলিভারি দেওয়ার জন্য MOMA Market নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল?
>> মনিপুর।
▪️ মণিপুরের রাজধানী ইম্ফল।
▪️ মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
▪️ মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা।
11. সম্প্রতি প্রয়াত ও অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?
>> সংবাদ সম্পাদক।
▪️ ইনি জি 24 ঘন্টার নিউজ এডিটর ছিলেন।
▪️ ইনি করোনা আক্রান্তের ফলে মারা যান।
▪️ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর।
▪️ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর ভাই ছিলেন।
More Current Affairs |
Link |
---|---|
17th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.