Ads Area

18th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

18th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

18th May 2021 Current Affairs in Bengali
18th May 2021 Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 18th May 2021 Current Affairs এর 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 18th May 2021 Current Affairs, May 2021 Current Affairs


18th May 2021 Current Affairs in Bengali::


1. 2021 সালের ইতালিয়ান ওপেন পুরুষ সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো?
>> রাফায়েল নাদাল।
▪️ এবছর এটা 10 তম ইতালিয়ান ওপেন।
▪️ স্পেনের রাফায়েল নাদাল সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।

2. 2021 সালের ইতালিয়ান ওপেন মহিলা সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো?
>> ইগা সুইটেক।
▪️ পোল্যান্ডের ইউসিটেক চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকভাকে হারিয়ে এই খেতাব অর্জন করল।

3. সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস (Statehood day) কবে পালিত হলো?
>> 16 মে।
▪️ সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক।
▪️ 1975 সালে গণভোটের পরে সিকিম ভারতবর্ষের 22 তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

4. "Sikkim: a history of Intrigue and Alliance" বইটির লেখক কে?
>> প্রীত মোহনসিং মালিক।
▪️ বইটি প্রকাশিত হলো ষোলো মেয়ে অর্থাৎ সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবসের দিন এটি প্রকাশিত হয়।
▪️ এই বইটিতে সিকিম রাজ্য ভারতের 22 তম রাজ্য হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ইতিহাস বর্ণিত আছে।
▪️ প্রকাশক - Harper Collins India

5. 69 তম মিস ইউনিভার্স (Miss Universe) 2020 কে হলেন?
>> আন্দ্রেয়া মেজা।
▪️ আন্দ্রেয়া মেজা মেক্সিকোর বাসিন্দা।




6. Footwear brand Bata India এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
>> গুঞ্জন শাহ।
▪️ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন সন্দ্বীপ কাটারিয়া।
▪️ বাটা ইন্ডিয়া লিমিটেড সদরদপ্তর গুরুগ্রাম।
▪️ প্রতিষ্ঠা সাল 1931

7. কোন রাজ্য সরকার আয়ুস ঘর-দুয়ার (Ayush Ghar-Dwar) প্রোগ্রাম লঞ্চ করল?
>> হিমাচল প্রদেশ।
▪️ হিমাচল প্রদেশের রাজ্য সরকার আয়ুস ঘর-দুয়ার প্রোগ্রামের আওতায় করোনা পজিটিভ রোগীদের বাড়িতে আইসোলেশন এর সময় যোগ ব্যায়ামের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য সুস্থ রাখতে এ প্রোগ্রাম চালু করেছে।
▪️ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী - সিমলা এবং শীতকালীন রাজধানী - ধর্মশালা।
▪️ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।

8. ওয়ার্ল্ড হাইপারটেনশন দিবস কবে পালিত হয়?
>> 17 মে।
▪️ হাইপারটেনশন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং বিশ্বের সমস্ত দেশে এই সাইলেন্ট কিলার হাইপারটেনশন কে প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য মানুষকে উৎসাহিত করে তুলতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ 2005 সাল থেকে এটি প্রথম পালিত হচ্ছে।
▪️ 2021 Theme - Measure Your Blood Pressure Accurately Control It, Live Longer

9. আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে পালিত হয়?
>> 18 মে।
▪️ সামাজিক উন্নয়নে জাদুঘরের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ 1977 সালে প্রথম এই দিনটি পালন করা হয়।
▪️ 2021 Theme - The Future of Museums: Recover and Reimagine.

10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে সবজি ডেলিভারি দেওয়ার জন্য MOMA Market নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল?
>> মনিপুর।
▪️ মণিপুরের রাজধানী ইম্ফল।
▪️ মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
▪️ মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা।

11. সম্প্রতি প্রয়াত ও অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?
>> সংবাদ সম্পাদক।
▪️ ইনি জি 24 ঘন্টার নিউজ এডিটর ছিলেন।
▪️ ইনি করোনা আক্রান্তের ফলে মারা যান।
▪️ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর।
▪️ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর ভাই ছিলেন।


More Current Affairs

Link

17th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad