Ads Area

17th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

17th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

17th May 2021 Current Affairs in Bengali
17th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 17th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 16th May 2021 Current Affairs, May 2021 Current Affairs




17th May 2021 Current Affairs in Bengali::


1. কোন সংস্থা Green Urja Award জিতলো?
>> IREDA
▪️ Indian Renewable Energy Development Agency Ltd.
▪️ ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা (IREDA)
▪️ সদর দপ্তর - নয়াদিল্লি।
▪️ সবুজ উর্জা পুরস্কার পেয়েছেন IREDA-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার দাস।

2. কোন রাজ্য সরকার "Maru Gam - Corona Mukt Gam or My Village - Corona Free Village" ক্যাম্পেইন লঞ্চ করল?
>> গুজরাট।
▪️ গ্রামীণ অঞ্চলে করোনার প্রকোপ কমাতে এই উদ্যোগ।
▪️ গুজরাটের রাজধানী গান্ধীনগর, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
▪️ গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত।
▪️ গুজরাট রাজ্যের মহি সাগর ঝিলের পাশে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে।
▪️ গুজরাট রাজ্যের সুরাট শহরে প্রথম ডিজাইন ডেভলপ (Design Develop) কেন্দ্র খোলা হয়েছে।

3. কোন ভারতীয় বংশোদ্ভূত মিক্সড মার্শাল আর্টস (MMA) এর হেভিওয়েট বিভাগে জয়লাভ করলো?
>> আর্জান ভূল্লার।
▪️ MMA এর দীর্ঘদিনের বিশ্বচ্যাম্পিয়ন ব্র্যান্ডন ভেরাকে হারিয়ে তিনি এই খেতাব অর্জন করলেন।
▪️ প্রথমবার ওয়ান হেভিওয়েট ওয়ার্ল্ড টাইটেল জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত।

4. এয়ারলাইন সংস্থা GoAir কোন নতুন ব্র্যান্ডে পরিণত হলো?
>> Go First.
▪️ New Motto: "You Come First"
▪️ GoAir প্রতিষ্ঠাতা: জাহাঙ্গীর ওয়াদিয়া।
▪️ GoAir প্রতিষ্ঠা সাল: 2005
▪️ GoAir সদর দপ্তর: মুম্বাই।

5. India Swiss financial dialogue ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো, এবছর এটা কততম?
>> 4th.
▪️ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে economic affairs secretary অজয় শেঠ।
▪️ এবছর এটা অনুষ্ঠিত হয় 11 মে।

6. কোন ব্যাংক গ্রাহকদের সোনা বিনিয়োগের জন্য "DigiGold" নামে ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করল?
>> Airtel Payments Bank
▪️ Airtel Payments Bank সদরদপ্তর নিউ দিল্লি।
▪️ প্রতিষ্ঠা সাল 2017 জানুয়ারি।
▪️ MD & CEO - অনুব্রত বিশ্বাস।

7. বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ synthetic Cannabinoids substance নিষিদ্ধ করলো?
>> চীন।
▪️ চীনের রাজধানী: বেইজিং।
▪️ চীনের মুদ্রা: রেন্মিন্বি।

8. Godrej consumer products এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
>> সুধীর সীতাপতি।
▪️ Godrej consumer products প্রতিষ্ঠা সাল 2001
▪️ সদরদপ্তর মুম্বাই।
▪️ চেয়ারপারসন আদি গোদরেজ।

9. All time favourite for children বইটির লেখক কে?
>> রাস্কিন বন্ড।
▪️ রাস্কিন বন্ডের 87 তম জন্মদিন অর্থাৎ 19 মে এই বইটি প্রকাশিত হবে।
▪️ রাস্কিন বন্ড এর প্রথম উপন্যাস হলো 'The Room on The Roof'
▪️ ইনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান 1992 সালে।
▪️ পদ্মশ্রী পুরস্কার পান 1999 সালে।
▪️ পদ্মভূষণ পুরস্কার পান 2014 সালে।

10. জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়?
>> 16 মে।
▪️ ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং এই রোগ প্রতিরোধ করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
▪️ ডেঙ্গু ভাইরাস টি হল DENV 1-4 serotypes
▪️ স্ত্রী এডিস মশা এই রোগের বাহক।



More Current Affairs

Link

16th May 2021 Current Affairs

Click Here




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad