Ads Area

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 02

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 02

Kolkata Police Constable Mock Test 2022
Kolkata Police Constable Mock Test 2022

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের জন্য থাকছে Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 02


কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী Kolkata Police Constable Mock Test 2022 এই পর্বগুলি বানানো হয়েছে। KP Constable 2022 GK in Bengali Part - 02 এই পর্বে গুরুত্বপূর্ণ 25 টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হল।


আপনারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই এই Kolkata Police Constable Mock Test 2022 পর্বগুলি দেখুন। Kolkata Police Exam Special GK প্রশ্ন উত্তর গুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি ও মেন পরীক্ষা ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে দেখে নিন।




Kolkata Police Constable Mock Test 2022


1. নিম্নলিখিত কোন সাগরটির গভীরতা সবচেয়ে বেশি?





উত্তরঃ (A) দক্ষিণ চীন সাগর

 

2. বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?





উত্তরঃ (C) আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর

 

3. নিম্নলিখিত কোন সাগরের সীমা তিন মহাদ্বীপে স্পর্শ করেছে?





উত্তরঃ (B) ভূমধ্যসাগর

 

4. ভারতের সবচেয়ে লম্বা সমুদ্রতট কোথায় অবস্থিত?





উত্তরঃ (A) মেরিনা বিচ

 

5. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় তট রেখা আছে?





উত্তরঃ (A) গুজরাট

 

6. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?





উত্তরঃ (A) আন্দামান দ্বীপপুঞ্জ

 

7. কোন রাজ্যকে বাঘ রাজ্য বলা হয়?





উত্তরঃ (B) মধ্যপ্রদেশ

 

8. ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নতুন নাম কি?





উত্তরঃ (C) অরুণ জেটলি স্টেডিয়াম

 

9. ভারতের কোন খেলোয়াড় প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে?





উত্তরঃ (A) পিভি সিন্ধু

 

10. নিম্নলিখিত কোনটি সার্কের সদস্য দেশ নয়?





উত্তরঃ (B) মায়ানমার

 

11. 'সার্ক'এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?





উত্তরঃ (C) কাঠমান্ডু

 

12. ভারত রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে কবে যুক্ত হয়?





উত্তরঃ (A) 1945

 

13. বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?





উত্তরঃ (D) দেরাদুন

 

14. কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?





উত্তরঃ (B) চেন্নাই

 

15. চারমিনার কোথায় অবস্থিত?





উত্তরঃ (B) হায়দ্রাবাদ

 

16. শিবাজীকে 'পার্বত্য মুসিক' কে বলেছিলেন?





উত্তরঃ (A) ঔরঙ্গজেব

 

17. নিচের কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত নয়?





উত্তরঃ (D) বিধানচন্দ্র রায়

 

18. দেশে প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত করা হয়েছিল?





উত্তরঃ (B) কুলটি

 

19. বর্তমানে বিশ্বের সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?





উত্তরঃ (A) কিলায়ু

 

20. বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্না কোথায় আছে?





উত্তরঃ (B) ভেনেজুয়েলা

 

21. 'মহামান্য' কাকে বলা হয়?





উত্তরঃ (A) মদনমোহন মালব্য

 

22. কে 1857 সালের বিপ্লবকে 'স্বাধীনতার প্রথম লড়াই' বলেছিলেন?





উত্তরঃ (A) বি ডি সাভারকর

 

23. ভারতের জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় পশু বাঘ কবে জাতীয় পাখি এবং জাতীয় পশুর দর্জা পায়?





উত্তরঃ (C) 1973

 

24. গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার কি নামে পরিচিত?





উত্তরঃ (C) মেঘনা

 

25. কোন দেশের সবচেয়ে বেশি সীমা আছে?





উত্তরঃ (C) চীন




Read More...

KP Constable 2022 GK in Bengali Part - 01




আরও পড়ুন...

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং আঞ্চলিক নৃত্য

কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন

ব্রিটিশ শাসনাধীন সময়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে স্থাপিত কিছু রাজনৈতিক সংগঠন

পৃথিবীর বিভিন্ন উপসাগর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad