Ads Area

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 03

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 03

Kolkata Police Constable Mock Test 2022
Kolkata Police Constable Mock Test 2022

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের জন্য থাকছে Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 03


কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী Kolkata Police Constable Mock Test 2022 এই পর্বগুলি বানানো হয়েছে। KP Constable 2022 GK in Bengali Part - 03 এই পর্বে গুরুত্বপূর্ণ 30টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হল।


আপনারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই এই Kolkata Police Constable Mock Test 2022 পর্বগুলি দেখুন। Kolkata Police Exam Special GK প্রশ্ন উত্তর গুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি ও মেন পরীক্ষা ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে দেখে নিন।




Kolkata Police Constable Mock Test 2022


1. জালিয়ানওয়ালাবাগের সমাবেশ কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল?





উত্তরঃ (B) রাওলাট আইন

 

2. হোমিওপ্যাথি চিকিৎসার জনক কে?





উত্তরঃ (C) স্যামুয়েল হ্যানিম্যান

 

3. সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?





উত্তরঃ (B) কল্যান চৌবে

 

4. কোন দেশকে 'পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ' বলা হয়?





উত্তরঃ (A) ভারত

 

5. পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা কি?





উত্তরঃ (D) ফুটবল

 

6. 'C++' এটি হলো একটি-





উত্তরঃ (C) Programming language

 

7. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত?





উত্তরঃ (D) লাহোর

 

8. 'শিব জ্ঞানে জীব সেবা' মতবাদে কে বিশ্বাসী ছিলেন?





উত্তরঃ (A) রামকৃষ্ণ

 

9. কপিলধারা জলপ্রপাত টি কোন নদীর উপর অবস্থিত?





উত্তরঃ (A) নর্মদা

 

10. কে 'নাইটহুড' উপাধি ত্যাগ করেন?





উত্তরঃ (A) রবীন্দ্রনাথ ঠাকুর

 

11. নোবেল পুরস্কারের মিউজিয়াম কোথায় আছে?





উত্তরঃ (D) সুইডেন

 

12. ব্ল্যাকবোর্ডে লেখার চক কি দিয়ে তৈরি হয়?





উত্তরঃ (B) ক্যালসিয়াম কার্বনেট

 

13. দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?





উত্তরঃ (B) 15 তম

 

14. কম্পিউটারে AC কে DC করে কে?





উত্তরঃ (B) SMPS

 

15. পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত?





উত্তরঃ (D) দক্ষিণ আমেরিকা

 

16. ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি?





উত্তরঃ (A) পরম বীর চক্র

 

17. হুগলি নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে?





উত্তরঃ (D) গঙ্গা

 

18. জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়?





উত্তরঃ (D) স্বামী বিবেকানন্দ

 

19. 10° চ্যানেল নিচের কোন সাগর দুটি যুক্ত করেছে?





উত্তরঃ (A) আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর

 

20. ভানুসিংহ কার ছদ্মনাম ছিল?





উত্তরঃ (D) রবীন্দ্রনাথ ঠাকুর

 

21. সিঙ্গালিলা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি?





উত্তরঃ (C) সান্দাকফু

 

22. ইন্টারনেটের সমর্থক শব্দ কি?





উত্তরঃ (C) Cyber Space

 

23. রাখিগাড়হি নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত?





উত্তরঃ (D) হরিয়ানা

 

24. প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে?





উত্তরঃ (D) 1951

 

25. কি নিয়ে পড়াশোনাকে Petrology বলা হয়?





উত্তরঃ (B) শিলা

 

26. লিনিং টাওয়ার কোথায় অবস্থিত?





উত্তরঃ (C) পিসা, ইতালি

 

27. কোচবিহার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?





উত্তরঃ (C) ক্রিকেট

 

28. জ্যামিতির জনক কে?





উত্তরঃ (A) ইউক্লিড

 

29. ডেসার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?





উত্তরঃ (C) রাজস্থান

 

30. কোন যন্ত্রের মাধ্যমে মেঘের গতিবেগ ও তার সঞ্চারের দিক বোঝা যায়?





উত্তরঃ (A) নেফোস্কোপ



Read More...

KP Constable 2022 GK in Bengali Part - 02

KP Constable 2022 GK in Bengali Part - 01




আরও পড়ুন...

ইতিহাসের বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজা

ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ

হরপ্পা সভ্যতার ইতিহাস, শিল্প সাহিত্য, বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad