Ads Area

General Knowledge in Bengali: ২৮টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 98

General Knowledge in Bengali: ২৮টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 98

General Knowledge in Bengali - Part 98
General Knowledge in Bengali - Part 98

এই পোস্টে পাবেন ২৮টি বাছাই করা সাধারণ জ্ঞানের প্রশ্ন ও সঠিক উত্তর। বিসিএস, ব্যাংক, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা ভাষায় সাধারণ জ্ঞানের ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত এই প্রশ্নগুলো আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।

আপনি কি বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে আমরা তুলে ধরেছি ২৮টি বাছাইকৃত সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, ও অন্যান্য চাকরির পরীক্ষায় অত্যন্ত উপযোগী। প্রশ্নগুলো সহজ ও মনে রাখার উপযোগীভাবে সাজানো হয়েছে যাতে আপনি দ্রুত এবং কার্যকরভাবে প্রস্তুতি নিতে পারেন।


General Knowledge in Bengali - Part 98


1. কোন ভিটামিন 'টোকোফেরল' নামেও পরিচিত?

Ans:- ভিটামিন 'ই'।


2. একটি গাছের আনুমানিক বয়স জানা যায় কিভাবে?

Ans:- কান্ডের বার্ষিক বলয় গণনা করে।


3. উদ্ভিদ কোশের সঞ্চিত খাদ্য কী রূপে থাকে?

Ans:- গ্লাইকোজেন।


4. কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা যায়?

Ans:- রেক্টিফায়ার।


5. শব্দের তীব্রতা নির্ণয় করার যন্ত্রের নাম কী?

Ans:- অডিওমিটার।


6. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

Ans:- কালো।


7. কাঁচ উত্তপ্ত করলে তা ফেটে যাওয়ার কারণ কী?

Ans:- কাঁচ তাপের কুপরিবাহী।


8. সালফারের অনিয়তাকার রূপভেদ কী কী?

Ans:- প্লাস্টিক সালফার ও কলয়ডীয় সালফার।


9. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় ভারত স্বাধীন হয়?

Ans:- প্রধানমন্ত্রী এটলী।


10. ভারতের প্রথম 'ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস' অফিসার কে ছিলেন? 

Ans:- সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৬৩ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসে যোগ দেন তিনি)।

(ads1)

11. পুণেতে, 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি'র (১৯০৫ সাল) প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Ans:- গোপালকৃষ্ণ গোখলে।


12. রানী ভিক্টোরিয়াকে কত সালে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়?

Ans:- ১৮৭৭।


13. উত্তর পাঞ্চালের রাজধানী কী ছিল?

Ans:- অহিচ্ছত্র।


14. সাঁচি স্তূপের রেলিংগুলি কোন সময়ে তৈরি করা হয়েছিল?

Ans:- শুঙ্গ যুগে।


15. জুনাগড়ের শিলালিপিতে, কোন শাসকের কৃতিত্বগুলি তুলে ধরা হয়েছে?

Ans:- রুদ্ররামন (১৫০ খ্রিস্টাব্দে লেখা এই শিলালিপিটি, সংস্কৃত ভাষায় লেখা প্রথম প্রধান শিলালিপি)।


16. 'নাই ভয়' ও 'লাঠৌষধি' নামে ২টি প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

Ans:- যুগান্তর।


17. ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে?

Ans:- প্রীতিলতা ওয়াদ্দেদার।


18. 'ইন্দিরা পয়েন্ট' এর আগের নাম কী ছিল?

Ans:- পিগম্যালিয়ন পয়েন্ট (১৯৮০ তাহলে ইন্দিরা গান্ধীর সম্মানে এই নামকরণ করা হয়)।


19. হিমালয়ের প্রথম উত্থান শুরু হয়েছিল কোন যুগে?

Ans:- ইওসিন (৬৫ মিলিয়ন বছর আগে)।


20. কোন নদীর উৎপত্তি 'সতোপন্থ হিমবাহ' থেকে?

Ans:- অলকানন্দা (উত্তরাখণ্ডে অবস্থিত)।


21. ভারতে পশ্চিমী ঝঞ্ঝার ফলে সাধারণত কোন ফসলের উপর ইতিবাচক প্রভাব পড়ে?

Ans:- রবি ফসল।


22. ১৯৭৪ সালে ভারত কোন প্রতিবেশী দেশকে 'কাচ্চাথিভু' দ্বীপটি হস্তান্তর করে?

Ans:- শ্রীলঙ্কা।


23. 'উজ্জয়িনী' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

Ans:- শিপ্রা।


24. ওড়িশার কোন সমুদ্র সৈকতে বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়কের বালি শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়?

Ans:- পুরী সমুদ্র সৈকত।


25. মধ্যপ্রদেশের মালাজ খন্ড কোন খনিজ উৎপাদনের সঙ্গে যুক্ত?

Ans:- তামা।


26. সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালার মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে?

Ans:- নর্মদা।


27. কোন দ্বীপ বিষুবরেখার সবথেকে কাছে?

Ans:- গ্রেট নিকোবর।


28. ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র কোথায় তৈরি ও মুদ্রিত হয়? 

Ans:- পুণে (ডেটা সেন্টার অফ ইন্ডিয়া মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।


উপসংহার

এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতকারীদের সহায়ক হবে বলে আমরা আশা করি। নিয়মিত এমন প্রশ্নোত্তর পড়লে আপনি আপনার জ্ঞান আরও উন্নত করতে পারবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!


আরো পড়ুন...

General Knowledge in Bengali - Part 97

General Knowledge in Bengali - Part 96

General Knowledge in Bengali - Part 95



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad